প্রযুক্তি ডেস্ক
আজ মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে অ্যাপলের প্রথম শো-রুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও টিম কুক। উদ্বোধনকালে অ্যাপল ভক্তদের থেকে প্রচণ্ড সাড়া পান কুক। এই উদ্বোধন দেখতে সুদূর গুজরাট ও রাজস্থান থেকেও এসেছেন অ্যাপল ভক্তরা। অনেকেই আগের দিন সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করছিলেন। একজন ভক্ত বলেন, তাঁরা ঘণ্টার পর ঘণ্টা খাবার এবং গোসল ছাড়াই দোকানের বাইরে ক্যাম্পিং করেছেন।
ভক্তরা কুককে তাঁদের অ্যাপল পণ্য দেখাচ্ছিলেন। এর মধ্যে একজন ৪০ বছরের পুরোনো একটি অ্যাপল কম্পিউটার নিয়ে আসেন। পুরোনো এই কম্পিউটার দেখে কুকের চেহারায় আনন্দ ছিল একদম স্পষ্ট।
ভক্তটি বলেন, ‘আমি ১৯৮৪ সালে এই কম্পিউটারটি কিনেছিলাম। এর পর থেকেই অ্যাপল পণ্য ব্যবহার করছি। আমি অ্যাপলের উন্নতির যাত্রা দেখাতে এটি নিয়ে এসেছি। এটি একটি ২ মেগাবাইটের, সাদাকালো কম্পিউটার। তবে এখন অ্যাপল ৪কে এমনকি ৮কে রেজ্যুলেশনের ডিসপ্লেও তৈরি করছে। অ্যাপল অনেক দূর এগিয়েছে।’
আরেকজন ভক্ত জানান, তিনি রাজস্থান থেকে এসেছেন। তিনি বলেন, ‘আমি সত্যিই অভিভূত কারণ আমি টিম কুকের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারি। আমি ১০ বছর ধরে অ্যাপল পণ্য ব্যবহার করছি। আমার মনে হয় আমি আজকে কিছু কিনব, তবে এখনো নিশ্চিত না।’
তিনি আরও জানান, তিনি রাজস্থান থেকে মুম্বাইয়ে বিমানে এসেছেন এবং অ্যাপলের দ্বিতীয় স্টোরের উদ্বোধনের জন্য তিনি পরবর্তীতে দিল্লিও যাবেন।
আজ মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে অ্যাপলের প্রথম শো-রুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও টিম কুক। উদ্বোধনকালে অ্যাপল ভক্তদের থেকে প্রচণ্ড সাড়া পান কুক। এই উদ্বোধন দেখতে সুদূর গুজরাট ও রাজস্থান থেকেও এসেছেন অ্যাপল ভক্তরা। অনেকেই আগের দিন সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করছিলেন। একজন ভক্ত বলেন, তাঁরা ঘণ্টার পর ঘণ্টা খাবার এবং গোসল ছাড়াই দোকানের বাইরে ক্যাম্পিং করেছেন।
ভক্তরা কুককে তাঁদের অ্যাপল পণ্য দেখাচ্ছিলেন। এর মধ্যে একজন ৪০ বছরের পুরোনো একটি অ্যাপল কম্পিউটার নিয়ে আসেন। পুরোনো এই কম্পিউটার দেখে কুকের চেহারায় আনন্দ ছিল একদম স্পষ্ট।
ভক্তটি বলেন, ‘আমি ১৯৮৪ সালে এই কম্পিউটারটি কিনেছিলাম। এর পর থেকেই অ্যাপল পণ্য ব্যবহার করছি। আমি অ্যাপলের উন্নতির যাত্রা দেখাতে এটি নিয়ে এসেছি। এটি একটি ২ মেগাবাইটের, সাদাকালো কম্পিউটার। তবে এখন অ্যাপল ৪কে এমনকি ৮কে রেজ্যুলেশনের ডিসপ্লেও তৈরি করছে। অ্যাপল অনেক দূর এগিয়েছে।’
আরেকজন ভক্ত জানান, তিনি রাজস্থান থেকে এসেছেন। তিনি বলেন, ‘আমি সত্যিই অভিভূত কারণ আমি টিম কুকের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারি। আমি ১০ বছর ধরে অ্যাপল পণ্য ব্যবহার করছি। আমার মনে হয় আমি আজকে কিছু কিনব, তবে এখনো নিশ্চিত না।’
তিনি আরও জানান, তিনি রাজস্থান থেকে মুম্বাইয়ে বিমানে এসেছেন এবং অ্যাপলের দ্বিতীয় স্টোরের উদ্বোধনের জন্য তিনি পরবর্তীতে দিল্লিও যাবেন।
যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান বিশ্বের প্রথম ‘ফ্লাইং কার’ বা উড়ন্ত গাড়ি উদ্ভাবনের দাবি করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়ার একটি দাঁড়ানো গাড়ির ওপর দিয়ে উড়ে যাওয়ার সফল পরীক্ষা চালিয়েছে।
১৩ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে স্মার্টফোন নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের প্রতিযোগিতা বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। ২০১৪ সালে বড় পর্দার ফোনে এগিয়ে ছিল স্যামসাং, আর অ্যাপল ভক্তরা চাইছিলেন একটি বড় স্ক্রিনের আইফোন। অবশেষে আইফোন ৬ আনার মাধ্যমে অ্যাপল সেই দাবি পূরণ করে। সেবার জয় হয়েছিল অ্যাপলের।
১৪ ঘণ্টা আগেব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল পরিচয় চুরির নতুন এক কৌশলে প্রতারণার শিকার হচ্ছেন বহু ব্যবহারকারী। প্রতারণার এই নতুন রূপটি পরিচিত হচ্ছে ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন-শেয়ারিং প্রতারণা’ নামে। সরল এই কৌশলেই প্রতারকেরা ব্যবহারকারীর একান্ত ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাক্সেস হাতিয়ে নিচ্ছে বলে সতর্ক করেছে বিভিন্ন সাইবার
১৫ ঘণ্টা আগেবর্তমান সময়ে প্রযুক্তি জগতে অ্যাপল সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত এবং প্রভাবশালী একটি প্রতিষ্ঠান। উদ্ভাবনী শক্তি, সাধারণ ডিজাইন এবং উচ্চমানের পণ্যের জন্য অ্যাপলের আলাদা একটি খ্যাতি রয়েছে। আজকের দিনে অ্যাপল শুধু একটি হার্ডওয়্যার নির্মাতা নয়, বরং এটি একটি সাংস্কৃতিক প্রতীক। প্রতিটি নতুন আইফোন বা ম্যাকবুকের
১৭ ঘণ্টা আগে