ব্রাউজারে কাজ করার সময় এক বা একাধিক ট্যাব খোলা থাকে। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে প্রয়োজনীয় ট্যাবটি বা পুরো ব্রাউজারটি ভুলক্রমে বন্ধ করে দিতে পারেন। আবার ট্যাবগুলোয় খোলা ওয়েবসাইটের ঠিকানা বা প্রতিবেদনের শিরোনাম মনে নাও থাকতে পারে। এজন্য দরকারি ট্যাবগুলো পুনরায় খোলার পদ্ধতি শিখে রাখা প্রয়োজন।
তিন উপায়ে পুনরায় ট্যাবগুলো খোলা যায়। সেগুলো নিয়ে আলোচনা করা হল—
কিবোর্ডের শর্টকাট ব্যবহার
সবচেয়ে দ্রুত উপায়ে ট্যাবগুলো পুনরায় খোলার জন্য কিবোর্ডের ‘Ctrl + Shift + T’ শর্টকাট ব্যবহার করতে পারেন। একই সঙ্গে কিবোর্ডের Ctrl, Shift ও ‘T’ বাটনগুলো চেপে ধরে রাখুন।
যতক্ষণ এই শর্টকাট চেপে ধরে রাখবেন, ততক্ষণ আগের বন্ধ করা ট্যাবগুলো পুনরায় খুলতে থাকবে। এই ছোট শর্টকাটটি মনে রাখলে কয়েক সেকেন্ডের মধ্যে ক্রোম ব্রাউজারে ট্যাবগুলো চালু করতে পারবেন।
ক্রোম ব্রাউজার যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় বা আপনার কম্পিউটার হুট করে রিইস্টার্ট নেয় তাহলেও এই শর্টকাট ব্যবহার করে আগের ব্রাউজিং সেশনের ট্যাবগুলো চালু করতে পারবেন।
মাউস ব্যবহার করে
যদি কিবোর্ডের শর্টকাটটি মনে নাও থাকে, তবুও মাউসের মাধ্যমে ট্যাবগুলো পুনরায় চালু করতে পারবেন। এজন্য ট্যাবের পাশে ডানপাশের খালি জায়গায় মাউসের কার্সরটি নিয়ে যান এবং রাইট ক্লিক করুন। এর ফলে একটি পপ–আপ মেনু চালু হবে। এরপর মেনুর ‘রিওপেন ক্লোজড ট্যাব’ অপশনটি নির্বাচন করুন।
এর মাধ্যমে বন্ধ করা সর্বশেষ ট্যাবটি চালু হবে। তাই যদি আরও আগের বন্ধ করা ট্যাব চালু করতে চান, তাহলে প্রক্রিয়াটি আরও কয়েকবার পুরাবৃত্তি করতে হবে।
ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে
অনেকগুলো ট্যাব বন্ধ করার মধ্যে যদি একটি নির্দিষ্ট অ্যাপ খুলতে চান, হলে ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে লিংকটি খোলা সহজতর হবে। ব্রাউজিং হিস্টরি দ্রুত দেখার জন্য কিবোর্ডের Ctrl ও H বাটন দুটি একই সঙ্গে চেপে ধরুন।
ব্রাউজিং হিস্টরি ডেট ও গ্রুপ—এই দুই ভাবে সাজানো থাকে। ‘ডেট’ অপশন ব্যবহার করলে সব তারিখের ব্রাউজিং হিস্টরি দেখা যাবে। এতে আপনার প্রয়োজনীয় লিংকটি দেখতে পারবেন।
আর ‘গ্রুপ’ অপশনটি ব্যবহার করলে সর্বশেষ সার্চ করা বিষয়টি দেখতে পারবেন। সেই সঙ্গে বিষয়ভিত্তিক লিংকগুলোও দেখা যাবে।
কিবোর্ডের ‘Ctrl + Shift + T’ শর্টকাটটি ব্যবহার করে কাজটি দ্রুত হয়। তবে অনেক দিন আগের ট্যাব খোলার জন্য ব্রাউজিং হিস্টরি প্রক্রিয়াটি বেশি কার্যকর।
তথ্যসূত্র: ম্যাশাবল
ব্রাউজারে কাজ করার সময় এক বা একাধিক ট্যাব খোলা থাকে। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে প্রয়োজনীয় ট্যাবটি বা পুরো ব্রাউজারটি ভুলক্রমে বন্ধ করে দিতে পারেন। আবার ট্যাবগুলোয় খোলা ওয়েবসাইটের ঠিকানা বা প্রতিবেদনের শিরোনাম মনে নাও থাকতে পারে। এজন্য দরকারি ট্যাবগুলো পুনরায় খোলার পদ্ধতি শিখে রাখা প্রয়োজন।
তিন উপায়ে পুনরায় ট্যাবগুলো খোলা যায়। সেগুলো নিয়ে আলোচনা করা হল—
কিবোর্ডের শর্টকাট ব্যবহার
সবচেয়ে দ্রুত উপায়ে ট্যাবগুলো পুনরায় খোলার জন্য কিবোর্ডের ‘Ctrl + Shift + T’ শর্টকাট ব্যবহার করতে পারেন। একই সঙ্গে কিবোর্ডের Ctrl, Shift ও ‘T’ বাটনগুলো চেপে ধরে রাখুন।
যতক্ষণ এই শর্টকাট চেপে ধরে রাখবেন, ততক্ষণ আগের বন্ধ করা ট্যাবগুলো পুনরায় খুলতে থাকবে। এই ছোট শর্টকাটটি মনে রাখলে কয়েক সেকেন্ডের মধ্যে ক্রোম ব্রাউজারে ট্যাবগুলো চালু করতে পারবেন।
ক্রোম ব্রাউজার যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় বা আপনার কম্পিউটার হুট করে রিইস্টার্ট নেয় তাহলেও এই শর্টকাট ব্যবহার করে আগের ব্রাউজিং সেশনের ট্যাবগুলো চালু করতে পারবেন।
মাউস ব্যবহার করে
যদি কিবোর্ডের শর্টকাটটি মনে নাও থাকে, তবুও মাউসের মাধ্যমে ট্যাবগুলো পুনরায় চালু করতে পারবেন। এজন্য ট্যাবের পাশে ডানপাশের খালি জায়গায় মাউসের কার্সরটি নিয়ে যান এবং রাইট ক্লিক করুন। এর ফলে একটি পপ–আপ মেনু চালু হবে। এরপর মেনুর ‘রিওপেন ক্লোজড ট্যাব’ অপশনটি নির্বাচন করুন।
এর মাধ্যমে বন্ধ করা সর্বশেষ ট্যাবটি চালু হবে। তাই যদি আরও আগের বন্ধ করা ট্যাব চালু করতে চান, তাহলে প্রক্রিয়াটি আরও কয়েকবার পুরাবৃত্তি করতে হবে।
ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে
অনেকগুলো ট্যাব বন্ধ করার মধ্যে যদি একটি নির্দিষ্ট অ্যাপ খুলতে চান, হলে ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে লিংকটি খোলা সহজতর হবে। ব্রাউজিং হিস্টরি দ্রুত দেখার জন্য কিবোর্ডের Ctrl ও H বাটন দুটি একই সঙ্গে চেপে ধরুন।
ব্রাউজিং হিস্টরি ডেট ও গ্রুপ—এই দুই ভাবে সাজানো থাকে। ‘ডেট’ অপশন ব্যবহার করলে সব তারিখের ব্রাউজিং হিস্টরি দেখা যাবে। এতে আপনার প্রয়োজনীয় লিংকটি দেখতে পারবেন।
আর ‘গ্রুপ’ অপশনটি ব্যবহার করলে সর্বশেষ সার্চ করা বিষয়টি দেখতে পারবেন। সেই সঙ্গে বিষয়ভিত্তিক লিংকগুলোও দেখা যাবে।
কিবোর্ডের ‘Ctrl + Shift + T’ শর্টকাটটি ব্যবহার করে কাজটি দ্রুত হয়। তবে অনেক দিন আগের ট্যাব খোলার জন্য ব্রাউজিং হিস্টরি প্রক্রিয়াটি বেশি কার্যকর।
তথ্যসূত্র: ম্যাশাবল
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
১১ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১ দিন আগে