Ajker Patrika

ফ্রিল্যান্সিং করে লাখপতি মোশারফ

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৮: ১৪
ফ্রিল্যান্সিং করে লাখপতি মোশারফ

ভ্যানচালক বাবা ছয় সদস্যের পরিবার চালাতে হিমশিম খেতেন। সেই সদস্যদের একজন মোশারফ হোসেন স্বপ্ন দেখতেন ফ্রিল্যান্সার হওয়ার। মায়ের ধার করা টাকায় কেনা কম্পিউটার দিয়ে তাঁর স্বপ্নপূরণের যাত্রা শুরু। এখন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বৈদ্দেরখীল গ্রামের মোশারফ ফ্রিল্যান্সিং করে মাসে আয় করেন লাখ টাকা। মোশারফের ফ্রিল্যান্সার হয়ে ওঠার গল্প জানাচ্ছেন মুহাম্মদ শফিকুর রহমান

যেভাবে শুরু
২০১৯ সালে সোশ্যাল মিডিয়ায় ফ্রিল্যান্সিং বিষয়ে জানতে পারেন মোশারফ হোসেন। পরে ইউটিউবে ভিডিও দেখে বিভিন্ন কাজ করতেন; পাশাপাশি অনলাইনে কোর্স করেন। ২০২১ সালে মোশারফ ফ্রিল্যান্সিংয়ে আয় শুরু করেন।

দুর্গম যাত্রা
প্রত্যন্ত গ্রামে থাকেন মোশারফ। অভাবের সংসার। অনেক ভাই-বোন। বাবা ভ্যান চালিয়ে এবং মা অন্যের বাসায় কাজ করে যা আয় করতেন, তাতে কোনোরকমে চলত সংসার। একসময় মোশারফের মাথায় ফ্রিল্যান্সিংয়ের ভূত চাপে। মাকে একদিন বলেন, একটি কম্পিউটার লাগবে তাঁর। পরে ৪০ হাজার টাকা ধার করে মা ছেলের হাতে তুলে দিলে তিনি কম্পিউটার কেনেন। তাঁর গ্রামে ইন্টারনেটের সুবিধা ছিল কম। রাতে স্পিড ভালো পাওয়া যেত, তাই রাত জেগে কাজ করতেন তিনি।

মূলত ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন মোশারফ। এসইও, গুগল অ্যাডস ও শপিফাই ফেসবুক নিয়ে তাঁর কাজের জগৎ। মার্কেটপ্লেস ও আউট অব মার্কেটপ্লেসে ছড়িয়ে আছে সেই জগৎ। বেশির ভাগ কাজ মাসিক চুক্তিতে করেন তিনি। এখন মাসে তাঁর আয় লাখ টাকার ওপরে। তবে কাজের পরিমাণের ওপর আয় নির্ভর করে বলে জানান মোশারফ। ফাইভারের লেভেল টু সেলার এবং আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার তিনি। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, সৌদি আরবসহ ৫২টি দেশের সাত শতাধিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছেন মোশারফ।

বন্যাদুর্গতদের পাশে
সম্প্রতি কুমিল্লার বুড়িচং, চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়। কোনটি বাড়ি আর কোনটি যে রাস্তা, তা বোঝা যাচ্ছিল 
না। এই অবস্থায় মোশারফ তাঁর ফ্রিল্যান্সার দলকে নিয়ে ত্রাণ সংগ্রহে নেমে পড়েন। তিনি ও তাঁর টিম প্রায় এক হাজার পরিবারকে ত্রাণসহায়তা দেন।

নতুনদের উদ্দেশে
ফ্রিল্যান্সিং শুরু করেই লাখ লাখ টাকা আয় করা সম্ভব—যাঁরা এটা ভাবেন, তাঁদের জন্য ফ্রিল্যান্সিং নয় বলে মনে করেন মোশারফ। ফ্রিল্যান্সার হতে চাওয়া তরুণদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হওয়া যায়। তবে এ কাজে যথেষ্ট ধৈর্য 
থাকতে হবে। প্রাথমিক ধারণা লাভের জন্য বিভিন্ন বিষয় ইউটিউবে খুঁজে নিতে হবে। আপওয়ার্ক বাংলাদেশ বা এ ধরনের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যুক্ত থাকা জরুরি। পাশাপাশি একজন ভালো মেন্টর খুঁজে বের করতে হবে, যিনি আপনাকে গাইড করতে পারবেন। কাজ শেখার পর স্থানীয় কাজের মাধ্যমে পোর্টফোলিও তৈরি করে বাইরের কাজ শুরু করা ভালো।

ভবিষ্যৎ ভাবনা
কম খরচে অনলাইন কোর্স চালুর ইচ্ছা আছে মোশারফের। তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে হাজারো মানুষকে আর্থিকভাবে স্বনির্ভর করা মোশারফের আগামী দিনের ভাবনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত