ঝুঁকিপূর্ণ অ্যাপ ইনস্টল ও ডাইরেক্ট মেসেজে লুকানো ম্যালিসাস কোডের মাধ্যেম ভাইরাসের আক্রমণ থেকে গ্যালাক্সি ডিভাইসকে বাড়তি সুরক্ষা দিতে নতুন ফিচার নিয়ে আসছে স্যামসাং। অটো ব্লকার সিকিউরিটি (নিরাপত্তা) নামে টুলের বিস্তারিত তুলে ধরেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও।
অটো ব্লকার টুল কি
অটো ব্লকার টুল অতিরিক্ত নিরাপত্তার প্যাকেজ। এটি স্যামসাংয়ের ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের ডিভাইসে কাস্টমাইজেশনের সুযোগ দেয়।
অটো ব্লকারে যেসব ফিচার রয়েছে
আনঅথোরাইজড উৎস থেকে ডিভাইসে ফাইল স্থানান্তর বা অ্যাপ ইনস্টলকে বলে সাইডলোডিং। সাইডলোডিংয়ের অনেক সুবিধা রয়েছে যেমন—মনের মতো কাস্টমাইজেশন করা এবং ডিভাইসের কার্যকারিতার ওপর নিয়ন্ত্রণ রাখা। এই আনঅথোরাইজড উৎস থেকে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করায় বাধা দেবে অটো ব্লকার।
ডিভাইসে অটো ব্লকার ফিচারটি ডিফল্ট সেটিংসে বন্ধ থাকবে। তাই যারা নিরাপদ উপায়ে সাইডলোডিং করতে পছন্দ করে, তারা এই কাজ চালিয়ে যেতে পারবে। আবার যাদের সাইডলোডিং বা ব্যাপক কাস্টমাইজেশনের অভ্যাস নেই, তারা অটো ব্লকার চালু করে নিতে পারে। ফিচারটি চালু করলে ভয়েস ফিশিংয়ের মতো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা পাওয়া যাবে।
অটো ব্লকারে আরও অনেক নিরাপত্তা ফিচার রয়েছে। এর ‘অ্যাপ সিকিউরিটি চেক’ ফিচার চালু করলে ইউএসবি কেব্লের মাধ্যমে ক্ষতিকর কমান্ড ও সফটওয়্যার ইনস্টলেশন বন্ধ হবে। সেই সঙ্গে ম্যালওয়্যারও শনাক্ত করা যাবে। নিজের ডিভাইসটি যখন অন্য কারও কাছে থাকে (যেমন–এয়ারপোর্টে চার্জ দেওয়ার ক্ষেত্রে) তখন এই ফিচারের মাধ্যমে সুরক্ষা পাওয়া যাবে।
ডিভাইসের মেসেজিংয়ের ক্ষেত্রেও ফিচারটি সুরক্ষা প্রদান করে। ডাইরেক্ট মেসেজে লুকানো ম্যালিসিয়াস কোড থাকে। এই মেসেজগুলোতে ক্লিক না করলেও ভাইরাসগুলো ডিভাইসে আক্রমণ করতে পারে। এই পরিস্থিতিতে অটো ব্লকার এই কোডগুলো ব্লক করবে।
ওয়ান ইউআই ৬-এর সঙ্গে সংগতিপূর্ণ স্যামসাং গ্যালাক্সি ডিভাইসে এই টুল পাওয়া যাবে।
ঝুঁকিপূর্ণ অ্যাপ ইনস্টল ও ডাইরেক্ট মেসেজে লুকানো ম্যালিসাস কোডের মাধ্যেম ভাইরাসের আক্রমণ থেকে গ্যালাক্সি ডিভাইসকে বাড়তি সুরক্ষা দিতে নতুন ফিচার নিয়ে আসছে স্যামসাং। অটো ব্লকার সিকিউরিটি (নিরাপত্তা) নামে টুলের বিস্তারিত তুলে ধরেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও।
অটো ব্লকার টুল কি
অটো ব্লকার টুল অতিরিক্ত নিরাপত্তার প্যাকেজ। এটি স্যামসাংয়ের ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের ডিভাইসে কাস্টমাইজেশনের সুযোগ দেয়।
অটো ব্লকারে যেসব ফিচার রয়েছে
আনঅথোরাইজড উৎস থেকে ডিভাইসে ফাইল স্থানান্তর বা অ্যাপ ইনস্টলকে বলে সাইডলোডিং। সাইডলোডিংয়ের অনেক সুবিধা রয়েছে যেমন—মনের মতো কাস্টমাইজেশন করা এবং ডিভাইসের কার্যকারিতার ওপর নিয়ন্ত্রণ রাখা। এই আনঅথোরাইজড উৎস থেকে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করায় বাধা দেবে অটো ব্লকার।
ডিভাইসে অটো ব্লকার ফিচারটি ডিফল্ট সেটিংসে বন্ধ থাকবে। তাই যারা নিরাপদ উপায়ে সাইডলোডিং করতে পছন্দ করে, তারা এই কাজ চালিয়ে যেতে পারবে। আবার যাদের সাইডলোডিং বা ব্যাপক কাস্টমাইজেশনের অভ্যাস নেই, তারা অটো ব্লকার চালু করে নিতে পারে। ফিচারটি চালু করলে ভয়েস ফিশিংয়ের মতো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা পাওয়া যাবে।
অটো ব্লকারে আরও অনেক নিরাপত্তা ফিচার রয়েছে। এর ‘অ্যাপ সিকিউরিটি চেক’ ফিচার চালু করলে ইউএসবি কেব্লের মাধ্যমে ক্ষতিকর কমান্ড ও সফটওয়্যার ইনস্টলেশন বন্ধ হবে। সেই সঙ্গে ম্যালওয়্যারও শনাক্ত করা যাবে। নিজের ডিভাইসটি যখন অন্য কারও কাছে থাকে (যেমন–এয়ারপোর্টে চার্জ দেওয়ার ক্ষেত্রে) তখন এই ফিচারের মাধ্যমে সুরক্ষা পাওয়া যাবে।
ডিভাইসের মেসেজিংয়ের ক্ষেত্রেও ফিচারটি সুরক্ষা প্রদান করে। ডাইরেক্ট মেসেজে লুকানো ম্যালিসিয়াস কোড থাকে। এই মেসেজগুলোতে ক্লিক না করলেও ভাইরাসগুলো ডিভাইসে আক্রমণ করতে পারে। এই পরিস্থিতিতে অটো ব্লকার এই কোডগুলো ব্লক করবে।
ওয়ান ইউআই ৬-এর সঙ্গে সংগতিপূর্ণ স্যামসাং গ্যালাক্সি ডিভাইসে এই টুল পাওয়া যাবে।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে