ঝুঁকিপূর্ণ অ্যাপ ইনস্টল ও ডাইরেক্ট মেসেজে লুকানো ম্যালিসাস কোডের মাধ্যেম ভাইরাসের আক্রমণ থেকে গ্যালাক্সি ডিভাইসকে বাড়তি সুরক্ষা দিতে নতুন ফিচার নিয়ে আসছে স্যামসাং। অটো ব্লকার সিকিউরিটি (নিরাপত্তা) নামে টুলের বিস্তারিত তুলে ধরেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও।
অটো ব্লকার টুল কি
অটো ব্লকার টুল অতিরিক্ত নিরাপত্তার প্যাকেজ। এটি স্যামসাংয়ের ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের ডিভাইসে কাস্টমাইজেশনের সুযোগ দেয়।
অটো ব্লকারে যেসব ফিচার রয়েছে
আনঅথোরাইজড উৎস থেকে ডিভাইসে ফাইল স্থানান্তর বা অ্যাপ ইনস্টলকে বলে সাইডলোডিং। সাইডলোডিংয়ের অনেক সুবিধা রয়েছে যেমন—মনের মতো কাস্টমাইজেশন করা এবং ডিভাইসের কার্যকারিতার ওপর নিয়ন্ত্রণ রাখা। এই আনঅথোরাইজড উৎস থেকে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করায় বাধা দেবে অটো ব্লকার।
ডিভাইসে অটো ব্লকার ফিচারটি ডিফল্ট সেটিংসে বন্ধ থাকবে। তাই যারা নিরাপদ উপায়ে সাইডলোডিং করতে পছন্দ করে, তারা এই কাজ চালিয়ে যেতে পারবে। আবার যাদের সাইডলোডিং বা ব্যাপক কাস্টমাইজেশনের অভ্যাস নেই, তারা অটো ব্লকার চালু করে নিতে পারে। ফিচারটি চালু করলে ভয়েস ফিশিংয়ের মতো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা পাওয়া যাবে।
অটো ব্লকারে আরও অনেক নিরাপত্তা ফিচার রয়েছে। এর ‘অ্যাপ সিকিউরিটি চেক’ ফিচার চালু করলে ইউএসবি কেব্লের মাধ্যমে ক্ষতিকর কমান্ড ও সফটওয়্যার ইনস্টলেশন বন্ধ হবে। সেই সঙ্গে ম্যালওয়্যারও শনাক্ত করা যাবে। নিজের ডিভাইসটি যখন অন্য কারও কাছে থাকে (যেমন–এয়ারপোর্টে চার্জ দেওয়ার ক্ষেত্রে) তখন এই ফিচারের মাধ্যমে সুরক্ষা পাওয়া যাবে।
ডিভাইসের মেসেজিংয়ের ক্ষেত্রেও ফিচারটি সুরক্ষা প্রদান করে। ডাইরেক্ট মেসেজে লুকানো ম্যালিসিয়াস কোড থাকে। এই মেসেজগুলোতে ক্লিক না করলেও ভাইরাসগুলো ডিভাইসে আক্রমণ করতে পারে। এই পরিস্থিতিতে অটো ব্লকার এই কোডগুলো ব্লক করবে।
ওয়ান ইউআই ৬-এর সঙ্গে সংগতিপূর্ণ স্যামসাং গ্যালাক্সি ডিভাইসে এই টুল পাওয়া যাবে।
ঝুঁকিপূর্ণ অ্যাপ ইনস্টল ও ডাইরেক্ট মেসেজে লুকানো ম্যালিসাস কোডের মাধ্যেম ভাইরাসের আক্রমণ থেকে গ্যালাক্সি ডিভাইসকে বাড়তি সুরক্ষা দিতে নতুন ফিচার নিয়ে আসছে স্যামসাং। অটো ব্লকার সিকিউরিটি (নিরাপত্তা) নামে টুলের বিস্তারিত তুলে ধরেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও।
অটো ব্লকার টুল কি
অটো ব্লকার টুল অতিরিক্ত নিরাপত্তার প্যাকেজ। এটি স্যামসাংয়ের ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের ডিভাইসে কাস্টমাইজেশনের সুযোগ দেয়।
অটো ব্লকারে যেসব ফিচার রয়েছে
আনঅথোরাইজড উৎস থেকে ডিভাইসে ফাইল স্থানান্তর বা অ্যাপ ইনস্টলকে বলে সাইডলোডিং। সাইডলোডিংয়ের অনেক সুবিধা রয়েছে যেমন—মনের মতো কাস্টমাইজেশন করা এবং ডিভাইসের কার্যকারিতার ওপর নিয়ন্ত্রণ রাখা। এই আনঅথোরাইজড উৎস থেকে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করায় বাধা দেবে অটো ব্লকার।
ডিভাইসে অটো ব্লকার ফিচারটি ডিফল্ট সেটিংসে বন্ধ থাকবে। তাই যারা নিরাপদ উপায়ে সাইডলোডিং করতে পছন্দ করে, তারা এই কাজ চালিয়ে যেতে পারবে। আবার যাদের সাইডলোডিং বা ব্যাপক কাস্টমাইজেশনের অভ্যাস নেই, তারা অটো ব্লকার চালু করে নিতে পারে। ফিচারটি চালু করলে ভয়েস ফিশিংয়ের মতো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা পাওয়া যাবে।
অটো ব্লকারে আরও অনেক নিরাপত্তা ফিচার রয়েছে। এর ‘অ্যাপ সিকিউরিটি চেক’ ফিচার চালু করলে ইউএসবি কেব্লের মাধ্যমে ক্ষতিকর কমান্ড ও সফটওয়্যার ইনস্টলেশন বন্ধ হবে। সেই সঙ্গে ম্যালওয়্যারও শনাক্ত করা যাবে। নিজের ডিভাইসটি যখন অন্য কারও কাছে থাকে (যেমন–এয়ারপোর্টে চার্জ দেওয়ার ক্ষেত্রে) তখন এই ফিচারের মাধ্যমে সুরক্ষা পাওয়া যাবে।
ডিভাইসের মেসেজিংয়ের ক্ষেত্রেও ফিচারটি সুরক্ষা প্রদান করে। ডাইরেক্ট মেসেজে লুকানো ম্যালিসিয়াস কোড থাকে। এই মেসেজগুলোতে ক্লিক না করলেও ভাইরাসগুলো ডিভাইসে আক্রমণ করতে পারে। এই পরিস্থিতিতে অটো ব্লকার এই কোডগুলো ব্লক করবে।
ওয়ান ইউআই ৬-এর সঙ্গে সংগতিপূর্ণ স্যামসাং গ্যালাক্সি ডিভাইসে এই টুল পাওয়া যাবে।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
১ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
২ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৭ ঘণ্টা আগে