চীনে আইফোনের নিদির্ষ্ট কিছু মডেলের দামে প্রায় ২ হাজার ৩০০ ইউয়ান বা ৩১৮ ডলার পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে অ্যাপল। হুয়াওয়ের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে এই সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্টটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
চীনের টিমল প্ল্যাটফরমে আইফোনের অফিশিয়ালভাবে এই মূল্য ছাড় দিচ্ছে। মূলছাড়টি ২০ মে থেকে শুরু হয়েছে, চলবে ১৮ মে পর্যন্ত। গত ফেব্রুয়ারিতেও আইফোনের কিছু মডেলের ওপর বিশেষ মূল্য ছাড় দিয়েছিল অ্যাপল। তবে এবারের মূল্যছাড়ের পরিমাণ আগের চেয়ে অনেক বেশি।
গত ফেব্রুয়ারির ক্যাম্পেইনে সর্বোচ্চ মূলছাড় ছিল ১ হাজার ১৫০ ইউয়ান। এবার মূলছাড় ২ হাজার ৩০০ ইউয়ান পর্যন্ত। সবচেয়ে বেশি ছাড় আইফোন ১৫ প্রো ম্যাক্সের ১ টিবি সংস্করণের মডেলে দেওয়া হয়েছে। অন্য মডেলগুলোর ওপর উল্লেখযোগ্যভাবে মূল্য ছাড় দেওয়া হয়েছে। যেমন: আইফোন ১৫ মডেলের ১২৮ জিবি সংস্করণে ১ হাজার ৪০০ ইউয়ান মূল্য ছাড় দেওয়া হয়েছে।
গত মাসে নতুন ‘পুরা ৭০’ সিরিজ উন্মোচন করে হুয়াওয়ে। এই সিরিজ চীনে জনপ্রিয়তা পাওয়ায় অ্যাপল বেশ চাপের মুখে পড়েছে। এ ছাড়া গত বছরের আগস্টে মেট ৬০ মডেল উন্মোচন করে হুয়াওয়ে। এর ফলেও আইফোন বিক্রির ক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়।
গত ফেব্রুয়ারিতে কোম্পানির দেওয়া মূল্যছাড় চীনে আইফোনের বিক্রির মন্দা প্রশমিত করতে সাহায্য করেছে বলে মনে হচ্ছে।
চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের (সিএআইসিটি) তথ্য বিশ্লেষণ করে রয়টার্স বলছে, গত মার্চে চীনে অ্যাপলের চালান ১২ শতাংশ বেড়েছে। এর ফলে ২০২৪ সালের প্রথম দুই মাসে অ্যাপলের বিক্রি বেড়েছে। তবে এ সময় কোম্পানিটির বিক্রি ৩৭ শতাংশ কমেছে।
রয়টার্স অনুযায়ী, বিশ্বে স্মার্টফোনের বৃহত্তম বাজার চীন। গত বছর চীনের বাজারের ৯ দশমিক ৩ শতাংশ ছিল হুয়াওয়ের দখলে।
চীনে আইফোনের নিদির্ষ্ট কিছু মডেলের দামে প্রায় ২ হাজার ৩০০ ইউয়ান বা ৩১৮ ডলার পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে অ্যাপল। হুয়াওয়ের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে এই সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্টটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
চীনের টিমল প্ল্যাটফরমে আইফোনের অফিশিয়ালভাবে এই মূল্য ছাড় দিচ্ছে। মূলছাড়টি ২০ মে থেকে শুরু হয়েছে, চলবে ১৮ মে পর্যন্ত। গত ফেব্রুয়ারিতেও আইফোনের কিছু মডেলের ওপর বিশেষ মূল্য ছাড় দিয়েছিল অ্যাপল। তবে এবারের মূল্যছাড়ের পরিমাণ আগের চেয়ে অনেক বেশি।
গত ফেব্রুয়ারির ক্যাম্পেইনে সর্বোচ্চ মূলছাড় ছিল ১ হাজার ১৫০ ইউয়ান। এবার মূলছাড় ২ হাজার ৩০০ ইউয়ান পর্যন্ত। সবচেয়ে বেশি ছাড় আইফোন ১৫ প্রো ম্যাক্সের ১ টিবি সংস্করণের মডেলে দেওয়া হয়েছে। অন্য মডেলগুলোর ওপর উল্লেখযোগ্যভাবে মূল্য ছাড় দেওয়া হয়েছে। যেমন: আইফোন ১৫ মডেলের ১২৮ জিবি সংস্করণে ১ হাজার ৪০০ ইউয়ান মূল্য ছাড় দেওয়া হয়েছে।
গত মাসে নতুন ‘পুরা ৭০’ সিরিজ উন্মোচন করে হুয়াওয়ে। এই সিরিজ চীনে জনপ্রিয়তা পাওয়ায় অ্যাপল বেশ চাপের মুখে পড়েছে। এ ছাড়া গত বছরের আগস্টে মেট ৬০ মডেল উন্মোচন করে হুয়াওয়ে। এর ফলেও আইফোন বিক্রির ক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়।
গত ফেব্রুয়ারিতে কোম্পানির দেওয়া মূল্যছাড় চীনে আইফোনের বিক্রির মন্দা প্রশমিত করতে সাহায্য করেছে বলে মনে হচ্ছে।
চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের (সিএআইসিটি) তথ্য বিশ্লেষণ করে রয়টার্স বলছে, গত মার্চে চীনে অ্যাপলের চালান ১২ শতাংশ বেড়েছে। এর ফলে ২০২৪ সালের প্রথম দুই মাসে অ্যাপলের বিক্রি বেড়েছে। তবে এ সময় কোম্পানিটির বিক্রি ৩৭ শতাংশ কমেছে।
রয়টার্স অনুযায়ী, বিশ্বে স্মার্টফোনের বৃহত্তম বাজার চীন। গত বছর চীনের বাজারের ৯ দশমিক ৩ শতাংশ ছিল হুয়াওয়ের দখলে।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে