ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটার বিরুদ্ধে ২০২১ সালে একটি মামলা দায়ের করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মামলা নিষ্পত্তি করার জন্য এখন ২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে মেটা।
২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল হামলার পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছিল। সে সময় মেটা জানিয়েছিল, তাকে অন্তত দুই বছরের জন্য প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হবে। এ জন্য মেটা এবং এর সিইও মার্ক জাকারবার্গের বিরুদ্ধে মামলা করেছিলেন ট্রাম্প।
তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ২০২৪ সালের জুলাইয়ে ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মেটা।
মামলা নিষ্পত্তির ঘটনাটি প্রথমে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশ করা হয়। নিষ্পত্তির প্রায় ২২ মিলিয়ন ডলার ট্রাম্পের প্রেসিডেনশিয়াল লাইব্রেরির তহবিলে যাবে, বাকি টাকা আইনি খরচ এবং মামলার অন্যান্য পক্ষের মধ্যে বিতরণ করা হবে। তবে নিজেদের সিদ্ধান্ত ভুল ছিল তা স্বীকার করবে না মেটা।
২০২৪ সালের নির্বাচনের পর ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জাকারবার্গ। এই ঘটনা পূর্বের সম্পর্কের একপ্রকার পরিবর্তনের আভাস দেয়।
জানুয়ারিতে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১ মিলিয়ন ডলার দান করে মেটা। যেখানে তিনি অন্যান্য বিশ্বব্যাপী টেক বিলিয়নিয়ারদের পাশাপাশি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকারবার্গও।
বেশ কয়েক বছর ধরে জাকারবার্গ এবং ফেসবুকের সমালোচনা করেছেন ট্রাম্প। ২০১৭ সালে তিনি প্ল্যাটফর্মটিকে ‘অ্যান্টি-ট্রাম্প’ হিসেবে অভিহিত করেছিলেন।
ট্রাম্পের অ্যাকাউন্টগুলো ব্যান করার পর তাদের সম্পর্ক আরও খারাপ হয়। ২০২৪ সালের মার্চে তিনি ফেসবুককে ‘জনগণের শত্রু’ বলে অভিহিত করেন।
এর আগে টুইটার থেকেও ট্রাম্পকে ‘স্থায়ীভাবে’ নিষিদ্ধ করা হয়। তবে ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে কিনে নেন ইলন মাস্ক এবং প্ল্যাটফর্মটির নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন। প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার পর এক্সে একটি পোল তৈরি করেন মাস্ক। সেই পোলের ফলাফলের ভিত্তিতে ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়।
এদিকে চীনের ডিপসিকের চমকের পরও এআইতে তাদের ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পক্ষে যুক্তি তুলে ধরেছেন মেটা। গত বুধবার কোম্পানিটি জানায়, এআই খাতে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই বিশাল বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাকারবার্গ জানিয়েছেন, ডিপসিকের উত্থান থেকে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে, তবে এখনই এটি সম্পর্কে দৃঢ় মতামত দিতে কবে।
তিনি আরও বলেন, ডিপসিকের এই খবর আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে যে, এই দিকে আমাদের মনোযোগ দেওয়ার সিদ্ধান্তটি সঠিক।
ডিপসিকের উত্থানে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ার কমে গেলেও মেটার শেয়ার বেড়েছে। কোম্পানি আশানুরূপ আর্থিক ফলাফল প্রকাশ করেছে।
এ ছাড়া, মেটা তাদের ওপেন সোর্স এআই মডেল চালু করেছে এবং বিশ্বাস করে যে আমেরিকান স্ট্যান্ডার্ড গুরুত্বপূর্ণ হবে। জাকারবার্গ ৬৫ বিলিয়ন বিনিয়োগের মাধ্যমে এআই অবকাঠামো সম্প্রসারণে মনোযোগ দিয়েছেন, যা বিশ্বের কোটি কোটি মানুষের জন্য আরও উন্নত সেবা প্রদান করবে।
তিনি আরও বলেন, ২০২৫ সালের মধ্যে স্মার্ট গ্লাসের বিক্রি বাড়ানো এবং ফেসবুকের সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা পুনরুদ্ধার করতে কোম্পানি কাজ করবে।
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটার বিরুদ্ধে ২০২১ সালে একটি মামলা দায়ের করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মামলা নিষ্পত্তি করার জন্য এখন ২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে মেটা।
২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল হামলার পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছিল। সে সময় মেটা জানিয়েছিল, তাকে অন্তত দুই বছরের জন্য প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হবে। এ জন্য মেটা এবং এর সিইও মার্ক জাকারবার্গের বিরুদ্ধে মামলা করেছিলেন ট্রাম্প।
তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ২০২৪ সালের জুলাইয়ে ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মেটা।
মামলা নিষ্পত্তির ঘটনাটি প্রথমে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশ করা হয়। নিষ্পত্তির প্রায় ২২ মিলিয়ন ডলার ট্রাম্পের প্রেসিডেনশিয়াল লাইব্রেরির তহবিলে যাবে, বাকি টাকা আইনি খরচ এবং মামলার অন্যান্য পক্ষের মধ্যে বিতরণ করা হবে। তবে নিজেদের সিদ্ধান্ত ভুল ছিল তা স্বীকার করবে না মেটা।
২০২৪ সালের নির্বাচনের পর ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জাকারবার্গ। এই ঘটনা পূর্বের সম্পর্কের একপ্রকার পরিবর্তনের আভাস দেয়।
জানুয়ারিতে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১ মিলিয়ন ডলার দান করে মেটা। যেখানে তিনি অন্যান্য বিশ্বব্যাপী টেক বিলিয়নিয়ারদের পাশাপাশি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকারবার্গও।
বেশ কয়েক বছর ধরে জাকারবার্গ এবং ফেসবুকের সমালোচনা করেছেন ট্রাম্প। ২০১৭ সালে তিনি প্ল্যাটফর্মটিকে ‘অ্যান্টি-ট্রাম্প’ হিসেবে অভিহিত করেছিলেন।
ট্রাম্পের অ্যাকাউন্টগুলো ব্যান করার পর তাদের সম্পর্ক আরও খারাপ হয়। ২০২৪ সালের মার্চে তিনি ফেসবুককে ‘জনগণের শত্রু’ বলে অভিহিত করেন।
এর আগে টুইটার থেকেও ট্রাম্পকে ‘স্থায়ীভাবে’ নিষিদ্ধ করা হয়। তবে ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে কিনে নেন ইলন মাস্ক এবং প্ল্যাটফর্মটির নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন। প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার পর এক্সে একটি পোল তৈরি করেন মাস্ক। সেই পোলের ফলাফলের ভিত্তিতে ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়।
এদিকে চীনের ডিপসিকের চমকের পরও এআইতে তাদের ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পক্ষে যুক্তি তুলে ধরেছেন মেটা। গত বুধবার কোম্পানিটি জানায়, এআই খাতে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই বিশাল বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাকারবার্গ জানিয়েছেন, ডিপসিকের উত্থান থেকে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে, তবে এখনই এটি সম্পর্কে দৃঢ় মতামত দিতে কবে।
তিনি আরও বলেন, ডিপসিকের এই খবর আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে যে, এই দিকে আমাদের মনোযোগ দেওয়ার সিদ্ধান্তটি সঠিক।
ডিপসিকের উত্থানে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ার কমে গেলেও মেটার শেয়ার বেড়েছে। কোম্পানি আশানুরূপ আর্থিক ফলাফল প্রকাশ করেছে।
এ ছাড়া, মেটা তাদের ওপেন সোর্স এআই মডেল চালু করেছে এবং বিশ্বাস করে যে আমেরিকান স্ট্যান্ডার্ড গুরুত্বপূর্ণ হবে। জাকারবার্গ ৬৫ বিলিয়ন বিনিয়োগের মাধ্যমে এআই অবকাঠামো সম্প্রসারণে মনোযোগ দিয়েছেন, যা বিশ্বের কোটি কোটি মানুষের জন্য আরও উন্নত সেবা প্রদান করবে।
তিনি আরও বলেন, ২০২৫ সালের মধ্যে স্মার্ট গ্লাসের বিক্রি বাড়ানো এবং ফেসবুকের সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা পুনরুদ্ধার করতে কোম্পানি কাজ করবে।
সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
৩ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
৪ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
৬ ঘণ্টা আগে