যুক্তরাজ্যের ফেসবুক ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন প্ল্যান বিকল্প চালু করার বিবেচনা করছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। এই পরিকল্পনা অনুযায়ী, ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট ফি প্রদান করলে বিজ্ঞাপন দেখা ছাড়াই ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো মেটার প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানায়, ব্রিটিশ ভোক্তারা বিনা মূল্যে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারে। কারণ এগুলো ব্যক্তিগত বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জন করে। তবে সম্প্রতি যুক্তরাজ্যে আর এ ধরনের বিজ্ঞাপন দেখাবে না মেটা। তাই কোম্পানিটি এ ধরনের সাবস্ক্রিপশন-ভিত্তিক সেবা দেওয়ার কথা ভাবছে।
এর আগে ব্যক্তিগত ডেটার ওপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য মেটার বিরুদ্ধে মামলা দায়ের করেন মানবাধিকারকর্মী তানিয়া ও’কারল। মেটা এই মামলা নিষ্পত্তি করে এবং তানিয়াকে ব্যক্তিগত বিজ্ঞাপন দেখাবে না বলে কথা দেয়।
গত শনিবার তথ্য কমিশনার অফিস (আইসিও) জানায়, ‘মেটা তার ব্যবহারকারীর তথ্য সরাসরি বিপণনের উদ্দেশ্যে প্রক্রিয়াকরণ করে’ এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তির ‘যুক্তরাজ্যের জিডিপিআর আইনের অধীনে ডেটা ব্যবহার বন্ধের পূর্ণ অধিকার রয়েছে।’
আইসিও আরও যোগ করে, ‘প্রতিষ্ঠানগুলোকে মানুষের তথ্য ব্যবহারের বিষয়ে তাদের পছন্দের প্রতি সম্মান জানাতে হবে এবং তারা মেটার সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা চালিয়ে যাবে।
নিজের লিংকডইনে তানিয়া ও’কারল বলেন, ‘মামলার নিষ্পত্তির মাধ্যমে মেটা সম্মত হয়েছে আমার ব্যক্তিগত ডেটা সরাসরি বিপণনের জন্য ব্যবহার করবে না। সহজ ভাষায়, এর মানে হলো যে আমাকে আর ফেসবুকে নজরদারিভিত্তিক বিজ্ঞাপন দেখানো হবে না।’
তিনি আরও বলেন, ‘এটি শুধু আমার জন্য নয়, বরং প্রতিটি যুক্তরাজ্য ও ইউরোপীয় নাগরিকের জন্য একটি জয়। এটি ওয়েবের অন্যান্য জায়গায়ও নজরদারি বিজ্ঞাপনের বিরুদ্ধে দাঁড়ানোর পথ উন্মুক্ত করবে।’
মেটার এক মুখপাত্র জানান, ‘তাঁরা এই দীর্ঘস্থায়ী মামলার একটি পরিষ্কার সমাপ্তি টানতে পেরে খুশি। তিনি আরও জানান, ‘আমরা তানিয়া ও’কারলের দাবির সঙ্গে একমত নই। কোনো ব্যবসাপ্রতিষ্ঠানকে তার সেবা বিনা মূল্যে দিতে বাধ্য করা উচিত নয়।’
ফেসবুকের মূল কোম্পানি মেটা বলে, ‘আমরা যুক্তরাজ্যের জিডিপিআর বাধ্যবাধকতাকে গুরুত্বের সঙ্গে নিই এবং আমাদের ব্যবহারকারীদের তাদের ডেটা ও বিজ্ঞাপন পছন্দের নিয়ন্ত্রণের জন্য শক্তিশালী সেটিংস ও টুলস প্রদান করি।’
মেটা আরও জানায়, ‘ফেসবুক ও ইনস্টাগ্রাম নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করতে প্রচুর অর্থ ব্যয় হয় এবং এই সেবা ব্রিটিশ ভোক্তাদের জন্য বিনা মূল্যে উপলব্ধ থাকে শুধু ব্যক্তিগতকৃত বিজ্ঞাপনের মাধ্যমে।’
ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নে বিজ্ঞাপনবিহীন সাবস্ক্রিপশনের বিকল্প চালু করেছে মেটা।
আইসিওর এক মুখপাত্র বলেছেন, ‘মানুষের অধিকার রয়েছে তাদের ব্যক্তিগত তথ্য সরাসরি বিপণনের জন্য ব্যবহার না করার বিষয়ে আপত্তি জানানো। আমরা পরিষ্কারভাবে বলেছি যে, অনলাইন লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন সরাসরি বিপণন হিসেবে বিবেচিত হওয়া উচিত।’
এ ছাড়া, তিনি উল্লেখ করেছেন, ‘যদি মানুষ মনে করেন কোনো প্রতিষ্ঠান তাঁদের ডেটা ব্যবহার বন্ধ করার অনুরোধ মানছে না, তাঁরা আমাদের কাছে অভিযোগ দায়ের করতে পারেন। আমরা মেটার সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা চালিয়ে যাব।’
তথ্যসূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট ইউকে
যুক্তরাজ্যের ফেসবুক ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন প্ল্যান বিকল্প চালু করার বিবেচনা করছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। এই পরিকল্পনা অনুযায়ী, ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট ফি প্রদান করলে বিজ্ঞাপন দেখা ছাড়াই ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো মেটার প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানায়, ব্রিটিশ ভোক্তারা বিনা মূল্যে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারে। কারণ এগুলো ব্যক্তিগত বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জন করে। তবে সম্প্রতি যুক্তরাজ্যে আর এ ধরনের বিজ্ঞাপন দেখাবে না মেটা। তাই কোম্পানিটি এ ধরনের সাবস্ক্রিপশন-ভিত্তিক সেবা দেওয়ার কথা ভাবছে।
এর আগে ব্যক্তিগত ডেটার ওপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য মেটার বিরুদ্ধে মামলা দায়ের করেন মানবাধিকারকর্মী তানিয়া ও’কারল। মেটা এই মামলা নিষ্পত্তি করে এবং তানিয়াকে ব্যক্তিগত বিজ্ঞাপন দেখাবে না বলে কথা দেয়।
গত শনিবার তথ্য কমিশনার অফিস (আইসিও) জানায়, ‘মেটা তার ব্যবহারকারীর তথ্য সরাসরি বিপণনের উদ্দেশ্যে প্রক্রিয়াকরণ করে’ এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তির ‘যুক্তরাজ্যের জিডিপিআর আইনের অধীনে ডেটা ব্যবহার বন্ধের পূর্ণ অধিকার রয়েছে।’
আইসিও আরও যোগ করে, ‘প্রতিষ্ঠানগুলোকে মানুষের তথ্য ব্যবহারের বিষয়ে তাদের পছন্দের প্রতি সম্মান জানাতে হবে এবং তারা মেটার সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা চালিয়ে যাবে।
নিজের লিংকডইনে তানিয়া ও’কারল বলেন, ‘মামলার নিষ্পত্তির মাধ্যমে মেটা সম্মত হয়েছে আমার ব্যক্তিগত ডেটা সরাসরি বিপণনের জন্য ব্যবহার করবে না। সহজ ভাষায়, এর মানে হলো যে আমাকে আর ফেসবুকে নজরদারিভিত্তিক বিজ্ঞাপন দেখানো হবে না।’
তিনি আরও বলেন, ‘এটি শুধু আমার জন্য নয়, বরং প্রতিটি যুক্তরাজ্য ও ইউরোপীয় নাগরিকের জন্য একটি জয়। এটি ওয়েবের অন্যান্য জায়গায়ও নজরদারি বিজ্ঞাপনের বিরুদ্ধে দাঁড়ানোর পথ উন্মুক্ত করবে।’
মেটার এক মুখপাত্র জানান, ‘তাঁরা এই দীর্ঘস্থায়ী মামলার একটি পরিষ্কার সমাপ্তি টানতে পেরে খুশি। তিনি আরও জানান, ‘আমরা তানিয়া ও’কারলের দাবির সঙ্গে একমত নই। কোনো ব্যবসাপ্রতিষ্ঠানকে তার সেবা বিনা মূল্যে দিতে বাধ্য করা উচিত নয়।’
ফেসবুকের মূল কোম্পানি মেটা বলে, ‘আমরা যুক্তরাজ্যের জিডিপিআর বাধ্যবাধকতাকে গুরুত্বের সঙ্গে নিই এবং আমাদের ব্যবহারকারীদের তাদের ডেটা ও বিজ্ঞাপন পছন্দের নিয়ন্ত্রণের জন্য শক্তিশালী সেটিংস ও টুলস প্রদান করি।’
মেটা আরও জানায়, ‘ফেসবুক ও ইনস্টাগ্রাম নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করতে প্রচুর অর্থ ব্যয় হয় এবং এই সেবা ব্রিটিশ ভোক্তাদের জন্য বিনা মূল্যে উপলব্ধ থাকে শুধু ব্যক্তিগতকৃত বিজ্ঞাপনের মাধ্যমে।’
ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নে বিজ্ঞাপনবিহীন সাবস্ক্রিপশনের বিকল্প চালু করেছে মেটা।
আইসিওর এক মুখপাত্র বলেছেন, ‘মানুষের অধিকার রয়েছে তাদের ব্যক্তিগত তথ্য সরাসরি বিপণনের জন্য ব্যবহার না করার বিষয়ে আপত্তি জানানো। আমরা পরিষ্কারভাবে বলেছি যে, অনলাইন লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন সরাসরি বিপণন হিসেবে বিবেচিত হওয়া উচিত।’
এ ছাড়া, তিনি উল্লেখ করেছেন, ‘যদি মানুষ মনে করেন কোনো প্রতিষ্ঠান তাঁদের ডেটা ব্যবহার বন্ধ করার অনুরোধ মানছে না, তাঁরা আমাদের কাছে অভিযোগ দায়ের করতে পারেন। আমরা মেটার সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা চালিয়ে যাব।’
তথ্যসূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট ইউকে
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
২ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৪ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
৬ ঘণ্টা আগে