সকল অ্যাপে ডকুমেন্ট স্ক্যানার ব্যবহার করার সুবিধা নিয়ে এল গুগল। ফলে অনিরাপদ স্ক্যানার অ্যাপ ব্যবহারের পরিবর্তে গুগল ড্রাইভের স্ক্যানার ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের ডেটা সুরক্ষিত রাখতে পারবেন।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে অ্যান্ড্রয়েড ফোনের বিশেষজ্ঞ মিশাল রহমান বলেন, গুগল ডকুমেন্টের স্ক্যানারের এপিআই (অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) এখন কোম্পানির মেশিন লার্নিং (এমএল) কিটের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে ডকুমেন্ট স্ক্যানার ফিচার অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে ও স্ক্যানার ব্যবহারের জন্য প্রতিবার ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে না।
গুগল প্লে সার্ভিসের ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়েই ড্রাইভের স্ক্যানার ফিচারটি কাজ করবে।
কোনো অ্যাপের স্ক্যানার অপশনটি নির্বাচন করলেই পছন্দমতো ডকুমেন্ট স্ক্যান করা যাবে। স্ক্যান করার পর প্রয়োজন অনুসারে ডকুমেন্টটি এডিট, ফিল্টার ব্যবহার করা যাবে ও কোনো ছায়া থাকলে তাও সরানো যাবে। ভুলক্রমে ডকুমেন্ট উল্টোভাবে স্ক্যান করলেও এটি রোটেট করা যাবে। ব্যবহারকারী নিজস্ব ডিভাইসে হবে তাই এতে নিরাপত্তা ঝুঁকি নেই।
গত বছরে আগে গুগল ড্রাইভের ডকুমেন্টকে ভার্চুয়ালি আরও ভালোভাবে গুছিয়ে রাখতে ড্রাইভে স্ক্যানিং ফিচারে নতুন দুই আপডেট। ক্রপ ও রোটেট, ফিল্টার (অটো, কালার ও গ্রেস্কেলের অপশন), রিটেক ও ডিলিটের মতো টুলগুলো নিয়ে আসা হয় এসব আপডেটে। অটো ক্যাপচার মোডের মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করা আরও সহজ হয়। এর মাধ্যমে ডকুমেন্টের সীমানা প্রতিবার সঠিকভাবে ক্যামেরা নির্বাচন করতে পারে। স্ক্যানারের এসব পরিবর্তন ছোট হলেও ডকুমেন্ট ভালোভাবে স্ক্যানিংয়ের জন্য এগুলো গুরুত্বপূর্ণ।
সকল অ্যাপে ডকুমেন্ট স্ক্যানার ব্যবহার করার সুবিধা নিয়ে এল গুগল। ফলে অনিরাপদ স্ক্যানার অ্যাপ ব্যবহারের পরিবর্তে গুগল ড্রাইভের স্ক্যানার ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের ডেটা সুরক্ষিত রাখতে পারবেন।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে অ্যান্ড্রয়েড ফোনের বিশেষজ্ঞ মিশাল রহমান বলেন, গুগল ডকুমেন্টের স্ক্যানারের এপিআই (অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) এখন কোম্পানির মেশিন লার্নিং (এমএল) কিটের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে ডকুমেন্ট স্ক্যানার ফিচার অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে ও স্ক্যানার ব্যবহারের জন্য প্রতিবার ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে না।
গুগল প্লে সার্ভিসের ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়েই ড্রাইভের স্ক্যানার ফিচারটি কাজ করবে।
কোনো অ্যাপের স্ক্যানার অপশনটি নির্বাচন করলেই পছন্দমতো ডকুমেন্ট স্ক্যান করা যাবে। স্ক্যান করার পর প্রয়োজন অনুসারে ডকুমেন্টটি এডিট, ফিল্টার ব্যবহার করা যাবে ও কোনো ছায়া থাকলে তাও সরানো যাবে। ভুলক্রমে ডকুমেন্ট উল্টোভাবে স্ক্যান করলেও এটি রোটেট করা যাবে। ব্যবহারকারী নিজস্ব ডিভাইসে হবে তাই এতে নিরাপত্তা ঝুঁকি নেই।
গত বছরে আগে গুগল ড্রাইভের ডকুমেন্টকে ভার্চুয়ালি আরও ভালোভাবে গুছিয়ে রাখতে ড্রাইভে স্ক্যানিং ফিচারে নতুন দুই আপডেট। ক্রপ ও রোটেট, ফিল্টার (অটো, কালার ও গ্রেস্কেলের অপশন), রিটেক ও ডিলিটের মতো টুলগুলো নিয়ে আসা হয় এসব আপডেটে। অটো ক্যাপচার মোডের মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করা আরও সহজ হয়। এর মাধ্যমে ডকুমেন্টের সীমানা প্রতিবার সঠিকভাবে ক্যামেরা নির্বাচন করতে পারে। স্ক্যানারের এসব পরিবর্তন ছোট হলেও ডকুমেন্ট ভালোভাবে স্ক্যানিংয়ের জন্য এগুলো গুরুত্বপূর্ণ।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১১ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৫ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৬ ঘণ্টা আগে