সকল অ্যাপে ডকুমেন্ট স্ক্যানার ব্যবহার করার সুবিধা নিয়ে এল গুগল। ফলে অনিরাপদ স্ক্যানার অ্যাপ ব্যবহারের পরিবর্তে গুগল ড্রাইভের স্ক্যানার ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের ডেটা সুরক্ষিত রাখতে পারবেন।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে অ্যান্ড্রয়েড ফোনের বিশেষজ্ঞ মিশাল রহমান বলেন, গুগল ডকুমেন্টের স্ক্যানারের এপিআই (অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) এখন কোম্পানির মেশিন লার্নিং (এমএল) কিটের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে ডকুমেন্ট স্ক্যানার ফিচার অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে ও স্ক্যানার ব্যবহারের জন্য প্রতিবার ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে না।
গুগল প্লে সার্ভিসের ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়েই ড্রাইভের স্ক্যানার ফিচারটি কাজ করবে।
কোনো অ্যাপের স্ক্যানার অপশনটি নির্বাচন করলেই পছন্দমতো ডকুমেন্ট স্ক্যান করা যাবে। স্ক্যান করার পর প্রয়োজন অনুসারে ডকুমেন্টটি এডিট, ফিল্টার ব্যবহার করা যাবে ও কোনো ছায়া থাকলে তাও সরানো যাবে। ভুলক্রমে ডকুমেন্ট উল্টোভাবে স্ক্যান করলেও এটি রোটেট করা যাবে। ব্যবহারকারী নিজস্ব ডিভাইসে হবে তাই এতে নিরাপত্তা ঝুঁকি নেই।
গত বছরে আগে গুগল ড্রাইভের ডকুমেন্টকে ভার্চুয়ালি আরও ভালোভাবে গুছিয়ে রাখতে ড্রাইভে স্ক্যানিং ফিচারে নতুন দুই আপডেট। ক্রপ ও রোটেট, ফিল্টার (অটো, কালার ও গ্রেস্কেলের অপশন), রিটেক ও ডিলিটের মতো টুলগুলো নিয়ে আসা হয় এসব আপডেটে। অটো ক্যাপচার মোডের মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করা আরও সহজ হয়। এর মাধ্যমে ডকুমেন্টের সীমানা প্রতিবার সঠিকভাবে ক্যামেরা নির্বাচন করতে পারে। স্ক্যানারের এসব পরিবর্তন ছোট হলেও ডকুমেন্ট ভালোভাবে স্ক্যানিংয়ের জন্য এগুলো গুরুত্বপূর্ণ।
সকল অ্যাপে ডকুমেন্ট স্ক্যানার ব্যবহার করার সুবিধা নিয়ে এল গুগল। ফলে অনিরাপদ স্ক্যানার অ্যাপ ব্যবহারের পরিবর্তে গুগল ড্রাইভের স্ক্যানার ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের ডেটা সুরক্ষিত রাখতে পারবেন।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে অ্যান্ড্রয়েড ফোনের বিশেষজ্ঞ মিশাল রহমান বলেন, গুগল ডকুমেন্টের স্ক্যানারের এপিআই (অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) এখন কোম্পানির মেশিন লার্নিং (এমএল) কিটের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে ডকুমেন্ট স্ক্যানার ফিচার অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে ও স্ক্যানার ব্যবহারের জন্য প্রতিবার ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে না।
গুগল প্লে সার্ভিসের ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়েই ড্রাইভের স্ক্যানার ফিচারটি কাজ করবে।
কোনো অ্যাপের স্ক্যানার অপশনটি নির্বাচন করলেই পছন্দমতো ডকুমেন্ট স্ক্যান করা যাবে। স্ক্যান করার পর প্রয়োজন অনুসারে ডকুমেন্টটি এডিট, ফিল্টার ব্যবহার করা যাবে ও কোনো ছায়া থাকলে তাও সরানো যাবে। ভুলক্রমে ডকুমেন্ট উল্টোভাবে স্ক্যান করলেও এটি রোটেট করা যাবে। ব্যবহারকারী নিজস্ব ডিভাইসে হবে তাই এতে নিরাপত্তা ঝুঁকি নেই।
গত বছরে আগে গুগল ড্রাইভের ডকুমেন্টকে ভার্চুয়ালি আরও ভালোভাবে গুছিয়ে রাখতে ড্রাইভে স্ক্যানিং ফিচারে নতুন দুই আপডেট। ক্রপ ও রোটেট, ফিল্টার (অটো, কালার ও গ্রেস্কেলের অপশন), রিটেক ও ডিলিটের মতো টুলগুলো নিয়ে আসা হয় এসব আপডেটে। অটো ক্যাপচার মোডের মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করা আরও সহজ হয়। এর মাধ্যমে ডকুমেন্টের সীমানা প্রতিবার সঠিকভাবে ক্যামেরা নির্বাচন করতে পারে। স্ক্যানারের এসব পরিবর্তন ছোট হলেও ডকুমেন্ট ভালোভাবে স্ক্যানিংয়ের জন্য এগুলো গুরুত্বপূর্ণ।
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১২ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১৫ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১৫ ঘণ্টা আগে