প্রযুক্তি ডেস্ক
মজিলা ফায়ারফক্স ব্রাউজারে একাধিক নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা গেছে। এসব ত্রুটির কয়েকটি কাজে লাগিয়ে হ্যাকাররা ব্যবহারকারীদের ডিভাইসে সাইবার হামলা চালাতে পারে। ব্রাউজারে থাকা এই নিরাপত্তা ত্রুটিগুলোর সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। তবে ব্রাউজারের সর্বশেষ সংস্করণে এই ধরনের কোনো ত্রুটি না থাকায় সবার ব্রাউজার হালনাগাদের পরামর্শ দিয়েছেন তাঁরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম জানিয়েছে, ব্রাউজার টির সর্বশেষ সংস্করণ ‘ফায়ারফক্স ১১২’— এর আগের সব সংস্করণে একাধিক নিরাপত্তা ত্রুটি রয়েছে। এসব নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের ওপর নজরদারি করর পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যও চুরি করা সম্ভব। তাই হালনাগাদ সংস্করণ ব্যবহার না করলে বিভিন্ন সাইবার হামলাসহ বিভিন্ন নিরাপত্তাঝুঁকির মধ্যে পড়তে পারেন ব্যবহারকারীরা।
এদিকে, ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় স্বয়ংক্রিয় ‘টোটাল কুকি প্রোটেকশন’ সুবিধা চালু করেছে ফায়ারফক্স। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এত দিন শুধু উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের ডিভাইসে টোটাল কুকি প্রোটেকশনের সুবিধা পাওয়া যেত। তবে এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও স্বয়ংক্রিয় এই সুবিধা চালু করেছে ফায়ারফক্স। নতুন এ সুবিধা চালুর ফলে কোনো ওয়েবসাইট ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস গোপনে সংগ্রহ করতে পারবে না।
এর আগে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সুবিধায় নতুন তিনটি এক্সটেনশন আনে মজিলা ফায়ারফক্স। রিড-অ্যালাউড, ফায়ারফক্স রিলে ও ক্লিয়ার ইউআরএল নামের তিনটি এক্সটেনশন ব্যবহারকারীদের দেবে ইন্টারনেট ব্রাউজিংয়ে উন্নত অভিজ্ঞতা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এক্সটেনশনগুলোর মধ্যে ‘রিড-অ্যালাউড’ এক্সটেনশনটি ‘টেক্সট টু স্পিচ’ প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের নির্দিষ্ট ওয়েবসাইটের লেখা পড়ে শোনাবে। ফলে দৃষ্টিপ্রতিবন্ধী ও যারা চোখকে একটু আরাম দিতে চান, তাঁরা উপকৃত হবেন।
‘ফায়ারফক্স রিলে’ এক্সটেনশনটি ব্যবহার করে ই-মেইল আইডি গোপন রেখে প্রক্সি ই-মেইলের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে নিবন্ধনের সুবিধা পাওয়া যাবে। ফলে ওয়েবসাইট থেকে পাঠানো ই-মেইলগুলো প্রথমে এক্সটেনশনের প্রক্সি ই-মেইলে আসবে। পরে সেগুলো ব্যবহারকারীদের নিজস্ব ই-মেইলে পাঠানো হবে। এতে করে ব্যবহারকারী অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে নিজের ই-মেইল আইডি প্রকাশ না করেও নিজের কাজ চালিয়ে নিতে পারবেন।
‘ক্লিয়ার ইউআরএল’ এক্সটেনশনটি ব্যবহার করে যেকোনো ওয়েবসাইটের ঠিকানা বা ইউআরএল ছোট করে নেওয়া যাবে। ফলে অন্যকে সহজেই সংক্ষিপ্ত আকারের ইউআরএল পাঠানো যাবে। আপাতত শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এই সুবিধাগুলো পেলেও শিগগিরই আইওএস অপারেটিং সিস্টেমেও এই এক্সটেনশনগুলো ব্যবহার করা যাবে।
মজিলা ফায়ারফক্স ব্রাউজারে একাধিক নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা গেছে। এসব ত্রুটির কয়েকটি কাজে লাগিয়ে হ্যাকাররা ব্যবহারকারীদের ডিভাইসে সাইবার হামলা চালাতে পারে। ব্রাউজারে থাকা এই নিরাপত্তা ত্রুটিগুলোর সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। তবে ব্রাউজারের সর্বশেষ সংস্করণে এই ধরনের কোনো ত্রুটি না থাকায় সবার ব্রাউজার হালনাগাদের পরামর্শ দিয়েছেন তাঁরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম জানিয়েছে, ব্রাউজার টির সর্বশেষ সংস্করণ ‘ফায়ারফক্স ১১২’— এর আগের সব সংস্করণে একাধিক নিরাপত্তা ত্রুটি রয়েছে। এসব নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের ওপর নজরদারি করর পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যও চুরি করা সম্ভব। তাই হালনাগাদ সংস্করণ ব্যবহার না করলে বিভিন্ন সাইবার হামলাসহ বিভিন্ন নিরাপত্তাঝুঁকির মধ্যে পড়তে পারেন ব্যবহারকারীরা।
এদিকে, ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় স্বয়ংক্রিয় ‘টোটাল কুকি প্রোটেকশন’ সুবিধা চালু করেছে ফায়ারফক্স। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এত দিন শুধু উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের ডিভাইসে টোটাল কুকি প্রোটেকশনের সুবিধা পাওয়া যেত। তবে এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও স্বয়ংক্রিয় এই সুবিধা চালু করেছে ফায়ারফক্স। নতুন এ সুবিধা চালুর ফলে কোনো ওয়েবসাইট ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস গোপনে সংগ্রহ করতে পারবে না।
এর আগে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সুবিধায় নতুন তিনটি এক্সটেনশন আনে মজিলা ফায়ারফক্স। রিড-অ্যালাউড, ফায়ারফক্স রিলে ও ক্লিয়ার ইউআরএল নামের তিনটি এক্সটেনশন ব্যবহারকারীদের দেবে ইন্টারনেট ব্রাউজিংয়ে উন্নত অভিজ্ঞতা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এক্সটেনশনগুলোর মধ্যে ‘রিড-অ্যালাউড’ এক্সটেনশনটি ‘টেক্সট টু স্পিচ’ প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের নির্দিষ্ট ওয়েবসাইটের লেখা পড়ে শোনাবে। ফলে দৃষ্টিপ্রতিবন্ধী ও যারা চোখকে একটু আরাম দিতে চান, তাঁরা উপকৃত হবেন।
‘ফায়ারফক্স রিলে’ এক্সটেনশনটি ব্যবহার করে ই-মেইল আইডি গোপন রেখে প্রক্সি ই-মেইলের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে নিবন্ধনের সুবিধা পাওয়া যাবে। ফলে ওয়েবসাইট থেকে পাঠানো ই-মেইলগুলো প্রথমে এক্সটেনশনের প্রক্সি ই-মেইলে আসবে। পরে সেগুলো ব্যবহারকারীদের নিজস্ব ই-মেইলে পাঠানো হবে। এতে করে ব্যবহারকারী অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে নিজের ই-মেইল আইডি প্রকাশ না করেও নিজের কাজ চালিয়ে নিতে পারবেন।
‘ক্লিয়ার ইউআরএল’ এক্সটেনশনটি ব্যবহার করে যেকোনো ওয়েবসাইটের ঠিকানা বা ইউআরএল ছোট করে নেওয়া যাবে। ফলে অন্যকে সহজেই সংক্ষিপ্ত আকারের ইউআরএল পাঠানো যাবে। আপাতত শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এই সুবিধাগুলো পেলেও শিগগিরই আইওএস অপারেটিং সিস্টেমেও এই এক্সটেনশনগুলো ব্যবহার করা যাবে।
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১১ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
১২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
১৩ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৪ ঘণ্টা আগে