Ajker Patrika

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে নতুন পদক্ষেপ নিচ্ছে টিকটক

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১২: ৩২
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে নতুন পদক্ষেপ নিচ্ছে টিকটক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ভুল তথ্য ছড়ানো ও নিয়ম-নীতির লঙ্ঘন বন্ধ করতে অতিরিক্ত ব্যবস্থা নিতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম অ্যাপ টিকটক। সম্প্রতি এক ঘোষণায় টিকটক কর্তৃপক্ষ নতুন এই পদক্ষেপের কথা জানিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

টিকটক বলেছে, আগামী সপ্তাহে তারা একটি শিক্ষামূলক ভিডিও প্রকাশ করবে। এ ছাড়া এই প্ল্যাটফর্মের প্রভাবশালী ব্যক্তি ও বিজ্ঞাপনী সংস্থাগুলোর সঙ্গেও আলোচনায় বসবে, যাতে নির্বাচন ঘিরে অর্থ দিয়ে ভিডিও প্রচার করার নিয়ম-নীতিগুলো স্পষ্ট হয়। 

টিকটক তার ব্যবহারকারীদের সতর্ক করে বলেছে, যদি তারা ধরতে পারে যে সঠিক নিয়ম-কানুন না মেনে অর্থ দিয়ে রাজনৈতিক ভিডিও প্রকাশ করা হয়েছে, তাহলে সেই ভিডিও তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হবে। 

টিকটক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অর্থের বিনিময়ে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার না করার ব্যাপারে তাদের একটি দীর্ঘস্থায়ী নীতি রয়েছে। নির্বাচনী ভুল তথ্য, নির্বাচন কর্মীদের হয়রানি করা, ঘৃণ্য আচরণ করা ও সহিংস চরমপন্থা—সবই টিকটকে নিষিদ্ধ। 

টিকটকের এই পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাজ্যভিত্তিক থিংক ট্যাংক ডেমোস। প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণ কেন্দ্রের প্রধান জুডসন বলেছেন, ‘টিকটক স্বীকার করেছে যে নিয়মনীতির উন্নয়ন ঘটানো সম্ভব। এটা দেখে ভালো লাগছে।’ 

জুডসন আরও বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা প্রভাবশালী ব্যক্তিত্ব, তাদের এর ব্যবহারের নিয়ম সম্পর্কে আরও ভালোভাবে শিক্ষিত করার উদ্যোগ একটি দুর্বল বিকল্প। কারণ রাজনৈতিক ব্যক্তিরা ঠিকই এর ফাঁকফোকর বের করবেন এবং এর অপব্যবহার করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত