Ajker Patrika

টিকটকে ভাইরাল হচ্ছে এআই দিয়ে তৈরি বর্ণবাদী ভিডিও

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৪: ৪৭
টিকটকের ভিডিওগুলোতে স্পষ্টভাবে বর্ণবাদী স্টেরিওটাইপ (গৎবাঁধা ধারণা) প্রচার করা হচ্ছে। ছবি: দ্য ভার্জ
টিকটকের ভিডিওগুলোতে স্পষ্টভাবে বর্ণবাদী স্টেরিওটাইপ (গৎবাঁধা ধারণা) প্রচার করা হচ্ছে। ছবি: দ্য ভার্জ

টিকটকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বর্ণবাদী ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। গুগলের ভিডিও জেনারেশন টুল ভিও ৩-এর মাধ্যমে তৈরি এসব ভিডিও ইতিমধ্যে কোটি ভিউ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা মিডিয়া ম্যাটার্স।

সংস্থাটি জানায়, ভিডিওগুলোতে স্পষ্টভাবে বর্ণবাদী স্টেরিওটাইপ (গৎবাঁধা ধারণা) প্রচার করা হচ্ছে, যার বেশির ভাগই কৃষ্ণাঙ্গদের লক্ষ্য করে বানানো। একটি ভিডিওতে ১ কোটি ৪২ লাখ ভিউ হয়েছে বলে জানিয়েছে মিডিয়া ম্যাটার্স।

ভিডিওগুলো ভিও ৩ দিয়ে তৈরি কি না, তা শনাক্ত করতে ভিডিওর কোনায় থাকা ‘ভিও’ ওয়াটারমার্ক (জলছাপ) এবং ব্যবহারকারীদের হ্যাশট্যাগ, ক্যাপশন ও ইউজারনেম পর্যবেক্ষণ করেছে মিডিয়া ম্যাটার্স। প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য ৮ সেকেন্ড বা একাধিক ৮ সেকেন্ডের ক্লিপ নিয়ে গঠিত, যা ভিও ৩-এর সময়সীমার সঙ্গে মিলে যায়।

চলতি বছরের মে মাসে চালু হয় গুগলের ভিও ৩ এআই ভিডিও টুল। শুধু টেক্সট প্রম্পট দিলেও এটি ভিডিও ও অডিও তৈরি করে দেয়।

গুগল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্ল্যাটফর্মটি ‘ক্ষতিকর অনুরোধ ও ভিডিও ব্লক করবে’।

অন্যদিকে টিকটকও তাদের নীতিমালায় বলেছে, ‘প্ল্যাটফর্মটিতে ঘৃণামূলক বক্তব্য ও আচরণের কোনো স্থান নেই এবং তারা এমন কনটেন্ট সুপারিশ করবে না, যা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি নেতিবাচক স্টেরিওটাইপ প্রচার করে।’

এ বিষয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে টিকটকের মুখপাত্র আরিয়ান ডে সেলিয়ার্স বলেন, ‘আমরা ঘৃণামূলক বক্তব্য ও আচরণের বিরুদ্ধে শক্তিশালী নিয়ম অনুসরণ করি এবং যেসব অ্যাকাউন্ট এই প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে, সেগুলোর অনেকগুলোই প্রতিবেদন প্রকাশের আগেই নিষিদ্ধ করা হয়েছিল।

দ্য ভার্জ আরও জানায়, মিডিয়া ম্যাটার্স যেসব ভিডিও শনাক্ত করেছে, তার কিছু ইউটিউবেও পাওয়া গেছে। তবে সেগুলোর ভিউ সংখ্যা তুলনামূলক কম। অন্যদিকে আরেক প্রযুক্তিবিষয়ক প্ল্যাটফর্ম ওয়্যারর্ড জানায়, একই ধরনের বর্ণবাদী এআই ভিডিও ইনস্টাগ্রামেও পাওয়া গেছে। মিডিয়া ম্যাটার্স জানায়, কিছু ভিডিওতে ইহুদিবিদ্বেষমূলক কনটেন্ট এবং অভিবাসী এবং এশীয়দের প্রতি বর্ণবাদী স্টেরিওটাইপ রয়েছে।

তবে এখন পর্যন্ত এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি গুগল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত