নাহিদ ইসলাম
সায়েন্স ফিকশন সিরিজ ‘স্টার ট্রেক’-এ মহাকাশযানের সদস্যরা বুকের ওপর একটি ব্যাজ পরতেন। ব্যাজটি আসলে একটি স্মার্ট ডিভাইস, যা ভয়েস কমান্ড নিয়ন্ত্রিত এবং ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেওয়াসহ বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করত। এই ব্যাজ থেকে অনুপ্রাণিত হয়ে প্রাক্তন অ্যাপল ডিজাইনার ইমরান চৌধুরী ও বেথ্যানি বনজিওর্নো তৈরি করেছেন হিউম্যান এআই পিন।
ডিভাইসটি খুব সহজেই একটি ম্যাগনেটিক সারফেসের সাহায্যে কাপড়ের সঙ্গে আটকে রাখা যাবে। বেশি মোটা কাপড়ের সঙ্গে ব্যবহারের জন্য এই ডিভাইসে মেটাল ক্লিপ রয়েছে। ম্যাগনেটিক সারফেসের পরিবর্তে ম্যাগনেটিক ব্যাটারি ব্যবহারেরও সুযোগ রয়েছে এতে। ডিভাইসটি খুবই ছোট, হালকা এবং সম্পূর্ণ বাটনহীন। এক আঙুল দিয়ে স্পর্শ করে একে ভয়েস কমান্ড দেওয়া যাবে, দুই আঙুল দিয়ে টাচ করে এর ক্যামেরা ব্যবহার করা যাবে এবং ট্যাপ করে ধরে রাখলে সর্বোচ্চ ১৫ সেকেন্ডের ভিডিও ধারণ করা যাবে। ডিভাইসটিতে কোনো স্ক্রিন নেই। পরিবর্তে আছে লেজার প্রজেকশন। হাতের তালুর ওপর প্রজেকশনের মাধ্যমে ডিভাইসটি সময়, তারিখ,কনির্দেশনাসহ বিভিন্ন তথ্য দেখাতে পারে। হালকা নীল রঙের এই লেজার প্রজেকশন দিয়ে ডিভাইসে সেটিংস মেন্যু নিয়ন্ত্রণ করতে হবে।
এই হিউম্যান এআই পিনটির রয়েছে ৫০টি ভাষা অনুবাদের ক্ষমতা। দুই আঙুল দিয়ে ডিভাইসটি স্পর্শ করে রাখলে নির্দিষ্ট ভাষায় অনুবাদ চালু হয়। পিন পরে থাকা অবস্থায় বিদেশি কারও সঙ্গে কথা বললে ভাষা শনাক্ত করে অনুবাদ করে দেবে এই এআই পিন ডিভাইস।
হিউম্যান এআই পিনের ক্যামেরা শুধু ছবি তোলা বা ভিডিও ধারণ করার জন্য নয়। এর ভিজ্যুয়াল রিকগনিশন বা দেখতে পারার ক্ষমতা আছে। যেকোনো জিনিস দেখে তার বর্ণনা দিতে পারে এই ডিভাইস, সাইনবোর্ড থেকে নির্দেশনা পড়ে শোনাতে পারে, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ডিভাইসটি পরে নতুন কক্ষে ঢুকলে সেখানে কোথায় কী আছে, তা জানাতে পারবে।
এমন দারুণ সব ফিচার থাকলেও একেবারে আনকোরা এই ডিভাইস এখনই স্মার্টফোনের বিকল্প হওয়ার মতো নির্ভরযোগ্য নয়। প্রাথমিক পর্বে থাকা এ ডিভাইসটি এখনো উত্তর দিতে অনেক সময় ভুল করে। অনেক সময় অনুবাদ করতে গিয়ে ব্যবহারকারীর অজানা কোনো ভাষায় জবাব শোনাতে থাকে। এর লেজার প্রজেকশন ব্যবহার করাটাও ঝামেলাপূর্ণ। কারণ হাতের তালু ফোনের স্ক্রিনের মতো সমান না হওয়ার কারণে লেখা পড়তে অসুবিধা হয় অথবা বাটন ঠিকমতো কাজ করে না। এ ছাড়া এর ভিজ্যুয়াল রিকগনিশন ঠিকমতো কাজ করে না মাঝে মাঝে, তখন একই জিনিসের ৪ থেকে ৫ রকমের বর্ণনা দেয় এই পিন। এ ছাড়া এর দাম সাধারণ যেকোনো ডিভাইসের চেয়ে গড়ে বেশি।
অনেক রকমের ত্রুটি আর বেশি দাম সত্ত্বেও এই হিউম্যান এআই পিনকে সর্বসাধারণের ব্যবহারযোগ্য এআই প্রযুক্তি বিকাশের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে মনে করছেন অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ।
তথ্যসূত্র: সিনেট, দ্য ভার্জ
সায়েন্স ফিকশন সিরিজ ‘স্টার ট্রেক’-এ মহাকাশযানের সদস্যরা বুকের ওপর একটি ব্যাজ পরতেন। ব্যাজটি আসলে একটি স্মার্ট ডিভাইস, যা ভয়েস কমান্ড নিয়ন্ত্রিত এবং ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেওয়াসহ বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করত। এই ব্যাজ থেকে অনুপ্রাণিত হয়ে প্রাক্তন অ্যাপল ডিজাইনার ইমরান চৌধুরী ও বেথ্যানি বনজিওর্নো তৈরি করেছেন হিউম্যান এআই পিন।
ডিভাইসটি খুব সহজেই একটি ম্যাগনেটিক সারফেসের সাহায্যে কাপড়ের সঙ্গে আটকে রাখা যাবে। বেশি মোটা কাপড়ের সঙ্গে ব্যবহারের জন্য এই ডিভাইসে মেটাল ক্লিপ রয়েছে। ম্যাগনেটিক সারফেসের পরিবর্তে ম্যাগনেটিক ব্যাটারি ব্যবহারেরও সুযোগ রয়েছে এতে। ডিভাইসটি খুবই ছোট, হালকা এবং সম্পূর্ণ বাটনহীন। এক আঙুল দিয়ে স্পর্শ করে একে ভয়েস কমান্ড দেওয়া যাবে, দুই আঙুল দিয়ে টাচ করে এর ক্যামেরা ব্যবহার করা যাবে এবং ট্যাপ করে ধরে রাখলে সর্বোচ্চ ১৫ সেকেন্ডের ভিডিও ধারণ করা যাবে। ডিভাইসটিতে কোনো স্ক্রিন নেই। পরিবর্তে আছে লেজার প্রজেকশন। হাতের তালুর ওপর প্রজেকশনের মাধ্যমে ডিভাইসটি সময়, তারিখ,কনির্দেশনাসহ বিভিন্ন তথ্য দেখাতে পারে। হালকা নীল রঙের এই লেজার প্রজেকশন দিয়ে ডিভাইসে সেটিংস মেন্যু নিয়ন্ত্রণ করতে হবে।
এই হিউম্যান এআই পিনটির রয়েছে ৫০টি ভাষা অনুবাদের ক্ষমতা। দুই আঙুল দিয়ে ডিভাইসটি স্পর্শ করে রাখলে নির্দিষ্ট ভাষায় অনুবাদ চালু হয়। পিন পরে থাকা অবস্থায় বিদেশি কারও সঙ্গে কথা বললে ভাষা শনাক্ত করে অনুবাদ করে দেবে এই এআই পিন ডিভাইস।
হিউম্যান এআই পিনের ক্যামেরা শুধু ছবি তোলা বা ভিডিও ধারণ করার জন্য নয়। এর ভিজ্যুয়াল রিকগনিশন বা দেখতে পারার ক্ষমতা আছে। যেকোনো জিনিস দেখে তার বর্ণনা দিতে পারে এই ডিভাইস, সাইনবোর্ড থেকে নির্দেশনা পড়ে শোনাতে পারে, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ডিভাইসটি পরে নতুন কক্ষে ঢুকলে সেখানে কোথায় কী আছে, তা জানাতে পারবে।
এমন দারুণ সব ফিচার থাকলেও একেবারে আনকোরা এই ডিভাইস এখনই স্মার্টফোনের বিকল্প হওয়ার মতো নির্ভরযোগ্য নয়। প্রাথমিক পর্বে থাকা এ ডিভাইসটি এখনো উত্তর দিতে অনেক সময় ভুল করে। অনেক সময় অনুবাদ করতে গিয়ে ব্যবহারকারীর অজানা কোনো ভাষায় জবাব শোনাতে থাকে। এর লেজার প্রজেকশন ব্যবহার করাটাও ঝামেলাপূর্ণ। কারণ হাতের তালু ফোনের স্ক্রিনের মতো সমান না হওয়ার কারণে লেখা পড়তে অসুবিধা হয় অথবা বাটন ঠিকমতো কাজ করে না। এ ছাড়া এর ভিজ্যুয়াল রিকগনিশন ঠিকমতো কাজ করে না মাঝে মাঝে, তখন একই জিনিসের ৪ থেকে ৫ রকমের বর্ণনা দেয় এই পিন। এ ছাড়া এর দাম সাধারণ যেকোনো ডিভাইসের চেয়ে গড়ে বেশি।
অনেক রকমের ত্রুটি আর বেশি দাম সত্ত্বেও এই হিউম্যান এআই পিনকে সর্বসাধারণের ব্যবহারযোগ্য এআই প্রযুক্তি বিকাশের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে মনে করছেন অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ।
তথ্যসূত্র: সিনেট, দ্য ভার্জ
একসময় কনটেন্ট তৈরি বিষয়টি ছিল ব্যয়বহুল। ক্যামেরা, স্টুডিও আর পেশাদার টিম নিয়ে কাজ করতে হতো। কিন্তু প্রযুক্তি সে অবস্থাকে একেবারে মিনিমাল জায়গায় নিয়ে এসেছে। এখন একটি স্মার্টফোন দিয়েই কনটেন্ট নির্মাণ সম্ভব। সঙ্গে কিছু গ্যাজেট আর গিয়ার থাকলে তো কথাই নেই।
৮ ঘণ্টা আগেফ্রিল্যান্সিং করে শুধু ছেলেরা নন, অনেকটা এগিয়েছেন মেয়েরাও। তাঁদের একজন ১৯ বছর বয়সী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী স্নিগ্ধা আক্তার বৃষ্টি। পড়াশোনার পাশাপাশি সংসার সামলে ফ্রিল্যান্সিং করে মাসে তাঁর আয় প্রায় লাখ টাকা। দুটি প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া ম্যানেজার তিনি এবং বিব্র্যান্ড নামে একটি এজেন্সির
৮ ঘণ্টা আগেমাউন্ট এভারেস্টের দুর্গম যাত্রাপথ এখন প্রযুক্তির ছোঁয়ায় আরও নিরাপদ হতে চলেছে। মিলন পান্ডে নামের এক ড্রোনচালক এই বিপজ্জনক পথে পর্বতারোহীদের জন্য আশার আলো হয়ে উঠেছেন। খাবার, জরুরি সরঞ্জাম এবং চিকিৎসাসামগ্রী এখন ড্রোনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গম এলাকায়, যা কমিয়ে দিচ্ছে প্রাণহানির ঝুঁকি।
৮ ঘণ্টা আগেদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট ২০২৫’ আয়োজন করেছে রবি আজিয়াটা লিমিটেড। এ উপলক্ষে গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে