নরওয়েজিয়ান টেলিকম কোম্পানি টেলিনর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে গুগল ক্লাউডের অমল ফাড়কে নতুন চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে নিয়োগ করেছে। আজ মঙ্গলবার টেলিনরের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
অমল ফাড়কে সম্প্রতি গুগল ক্লাউডের টেলিকম ব্যবসার প্রধান ছিলেন। এর আগে ব্রিটিশ টেলিকম অ্যালকাটেল-লুসেন্ট এবং অ্যাকসেনচারের নেটওয়ার্ক পরিষেবা ইউনিটে কাজ করেছেন।
টেলিনরের সিইও সিগভে ব্রেক্ক রয়টার্সকে একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘টেলিনরের চ্যালেঞ্জগুলো তিনি জানেন। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই এগিয়ে যাবে টেলিনর।’
টেলিনর ২০২১ সালে গ্রাহক পরিষেবাকে ডিজিটালাইজ করতে গুগল ক্লাউডের সঙ্গে অংশীদারিত্বমূলক চুক্তি করে। বিভিন্ন কোম্পানি ডেটা সংগ্রহ ও এর যথাযথ ব্যবহার করতে এআই ব্যবহার করতে পারে।
ব্রেক্কে বলেন, ঐতিহ্যবাহী টেলিনর কোম্পানিকে ডিজিটাল করতে দ্রুত উদ্ভাবন এবং অংশীদারিত্বকে অগ্রাধিকার দিতে হবে। যদিও নেটওয়ার্কগুলোকে আরও শক্তিশালী করতে টেলিনর ১০ বছর আগে এআই ব্যবহার শুরু করেছিল। টেলিনর মূলত এখন অপারেশনগুলোকে আরও দক্ষ করে তুলতে, নতুন পণ্য বিকাশ করতে ও শক্তির দক্ষতা বাড়াতে সব ক্ষেত্রে এআই ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ব্রেক্কে।
অমল ফাড়কে বলেন, টেলিনর ব্যবসায়িক ক্রিয়াকলাপকে আরও দক্ষ করে তুলতে এআই ব্যবহার করবে। উদাহরণস্বরূপ, ট্রাফিকের চাহিদার পূর্বাভাস দিতে এবং আরও বেশি ব্যবহারকারীর এলাকায় আরও ব্যান্ডউইথ বরাদ্দ করবে এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগ উন্নত করবে। টেলিনরে এআই ব্যবহারের ফলে প্রতিষ্ঠানের কেউ চাকরি হারাবে না বলেও জানান তিনি।
নরওয়েজিয়ান টেলিকম কোম্পানি টেলিনর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে গুগল ক্লাউডের অমল ফাড়কে নতুন চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে নিয়োগ করেছে। আজ মঙ্গলবার টেলিনরের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
অমল ফাড়কে সম্প্রতি গুগল ক্লাউডের টেলিকম ব্যবসার প্রধান ছিলেন। এর আগে ব্রিটিশ টেলিকম অ্যালকাটেল-লুসেন্ট এবং অ্যাকসেনচারের নেটওয়ার্ক পরিষেবা ইউনিটে কাজ করেছেন।
টেলিনরের সিইও সিগভে ব্রেক্ক রয়টার্সকে একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘টেলিনরের চ্যালেঞ্জগুলো তিনি জানেন। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই এগিয়ে যাবে টেলিনর।’
টেলিনর ২০২১ সালে গ্রাহক পরিষেবাকে ডিজিটালাইজ করতে গুগল ক্লাউডের সঙ্গে অংশীদারিত্বমূলক চুক্তি করে। বিভিন্ন কোম্পানি ডেটা সংগ্রহ ও এর যথাযথ ব্যবহার করতে এআই ব্যবহার করতে পারে।
ব্রেক্কে বলেন, ঐতিহ্যবাহী টেলিনর কোম্পানিকে ডিজিটাল করতে দ্রুত উদ্ভাবন এবং অংশীদারিত্বকে অগ্রাধিকার দিতে হবে। যদিও নেটওয়ার্কগুলোকে আরও শক্তিশালী করতে টেলিনর ১০ বছর আগে এআই ব্যবহার শুরু করেছিল। টেলিনর মূলত এখন অপারেশনগুলোকে আরও দক্ষ করে তুলতে, নতুন পণ্য বিকাশ করতে ও শক্তির দক্ষতা বাড়াতে সব ক্ষেত্রে এআই ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ব্রেক্কে।
অমল ফাড়কে বলেন, টেলিনর ব্যবসায়িক ক্রিয়াকলাপকে আরও দক্ষ করে তুলতে এআই ব্যবহার করবে। উদাহরণস্বরূপ, ট্রাফিকের চাহিদার পূর্বাভাস দিতে এবং আরও বেশি ব্যবহারকারীর এলাকায় আরও ব্যান্ডউইথ বরাদ্দ করবে এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগ উন্নত করবে। টেলিনরে এআই ব্যবহারের ফলে প্রতিষ্ঠানের কেউ চাকরি হারাবে না বলেও জানান তিনি।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে