নরওয়েজিয়ান টেলিকম কোম্পানি টেলিনর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে গুগল ক্লাউডের অমল ফাড়কে নতুন চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে নিয়োগ করেছে। আজ মঙ্গলবার টেলিনরের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
অমল ফাড়কে সম্প্রতি গুগল ক্লাউডের টেলিকম ব্যবসার প্রধান ছিলেন। এর আগে ব্রিটিশ টেলিকম অ্যালকাটেল-লুসেন্ট এবং অ্যাকসেনচারের নেটওয়ার্ক পরিষেবা ইউনিটে কাজ করেছেন।
টেলিনরের সিইও সিগভে ব্রেক্ক রয়টার্সকে একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘টেলিনরের চ্যালেঞ্জগুলো তিনি জানেন। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই এগিয়ে যাবে টেলিনর।’
টেলিনর ২০২১ সালে গ্রাহক পরিষেবাকে ডিজিটালাইজ করতে গুগল ক্লাউডের সঙ্গে অংশীদারিত্বমূলক চুক্তি করে। বিভিন্ন কোম্পানি ডেটা সংগ্রহ ও এর যথাযথ ব্যবহার করতে এআই ব্যবহার করতে পারে।
ব্রেক্কে বলেন, ঐতিহ্যবাহী টেলিনর কোম্পানিকে ডিজিটাল করতে দ্রুত উদ্ভাবন এবং অংশীদারিত্বকে অগ্রাধিকার দিতে হবে। যদিও নেটওয়ার্কগুলোকে আরও শক্তিশালী করতে টেলিনর ১০ বছর আগে এআই ব্যবহার শুরু করেছিল। টেলিনর মূলত এখন অপারেশনগুলোকে আরও দক্ষ করে তুলতে, নতুন পণ্য বিকাশ করতে ও শক্তির দক্ষতা বাড়াতে সব ক্ষেত্রে এআই ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ব্রেক্কে।
অমল ফাড়কে বলেন, টেলিনর ব্যবসায়িক ক্রিয়াকলাপকে আরও দক্ষ করে তুলতে এআই ব্যবহার করবে। উদাহরণস্বরূপ, ট্রাফিকের চাহিদার পূর্বাভাস দিতে এবং আরও বেশি ব্যবহারকারীর এলাকায় আরও ব্যান্ডউইথ বরাদ্দ করবে এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগ উন্নত করবে। টেলিনরে এআই ব্যবহারের ফলে প্রতিষ্ঠানের কেউ চাকরি হারাবে না বলেও জানান তিনি।
নরওয়েজিয়ান টেলিকম কোম্পানি টেলিনর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে গুগল ক্লাউডের অমল ফাড়কে নতুন চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে নিয়োগ করেছে। আজ মঙ্গলবার টেলিনরের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
অমল ফাড়কে সম্প্রতি গুগল ক্লাউডের টেলিকম ব্যবসার প্রধান ছিলেন। এর আগে ব্রিটিশ টেলিকম অ্যালকাটেল-লুসেন্ট এবং অ্যাকসেনচারের নেটওয়ার্ক পরিষেবা ইউনিটে কাজ করেছেন।
টেলিনরের সিইও সিগভে ব্রেক্ক রয়টার্সকে একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘টেলিনরের চ্যালেঞ্জগুলো তিনি জানেন। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই এগিয়ে যাবে টেলিনর।’
টেলিনর ২০২১ সালে গ্রাহক পরিষেবাকে ডিজিটালাইজ করতে গুগল ক্লাউডের সঙ্গে অংশীদারিত্বমূলক চুক্তি করে। বিভিন্ন কোম্পানি ডেটা সংগ্রহ ও এর যথাযথ ব্যবহার করতে এআই ব্যবহার করতে পারে।
ব্রেক্কে বলেন, ঐতিহ্যবাহী টেলিনর কোম্পানিকে ডিজিটাল করতে দ্রুত উদ্ভাবন এবং অংশীদারিত্বকে অগ্রাধিকার দিতে হবে। যদিও নেটওয়ার্কগুলোকে আরও শক্তিশালী করতে টেলিনর ১০ বছর আগে এআই ব্যবহার শুরু করেছিল। টেলিনর মূলত এখন অপারেশনগুলোকে আরও দক্ষ করে তুলতে, নতুন পণ্য বিকাশ করতে ও শক্তির দক্ষতা বাড়াতে সব ক্ষেত্রে এআই ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ব্রেক্কে।
অমল ফাড়কে বলেন, টেলিনর ব্যবসায়িক ক্রিয়াকলাপকে আরও দক্ষ করে তুলতে এআই ব্যবহার করবে। উদাহরণস্বরূপ, ট্রাফিকের চাহিদার পূর্বাভাস দিতে এবং আরও বেশি ব্যবহারকারীর এলাকায় আরও ব্যান্ডউইথ বরাদ্দ করবে এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগ উন্নত করবে। টেলিনরে এআই ব্যবহারের ফলে প্রতিষ্ঠানের কেউ চাকরি হারাবে না বলেও জানান তিনি।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৩ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৫ ঘণ্টা আগে