Ajker Patrika

ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলের ৪২ কোটি ৫০ লাখ ডলার জরিমানা

আজকের পত্রিকা ডেস্ক­
গুগল আগেও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন মামলায় জড়িয়েছে। ছবি: গুগল
গুগল আগেও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন মামলায় জড়িয়েছে। ছবি: গুগল

ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার বা ৪২ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালত। মামলার অভিযোগ ছিল, ব্যবহারকারীরা ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’ ফিচার বন্ধ করলেও গুগল তাদের তথ্য সংগ্রহ করে চলেছে।

আলফাবেটের মালিকানাধীন গুগল আট বছর ধরে কোটি কোটি ব্যবহারকারীর মোবাইল ডিভাইস থেকে অনুমতি ছাড়াই তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার করেছে বলে মামলায় অভিযোগ আনা হয়। এতে গোপনীয়তার প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে বলে দাবি করেন বাদীপক্ষের আইনজীবীরা।

২০২০ সালের জুলাই মাসে করা এই ক্লাস অ্যাকশন মামলায় ব্যবহারকারীরা গুগলের বিরুদ্ধে ৩১ বিলিয়ন বা ৩ হাজার ১০০ কোটি ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করেন। তবে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে জুরি দুটি অভিযোগে গুগলকে দায়ী করে রায় দেয়। তবে তারা জানায়, গুগল ‘খারাপ উদ্দেশ্যে’ কাজ করেনি, তাই কোনো দণ্ডমূলক ক্ষতিপূরণ আরোপ করা হবে না।

গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, ‘এ রায় আমাদের পণ্য কীভাবে কাজ করে, তা ভুলভাবে ব্যাখ্যা করে। আমাদের প্রাইভেসি টুল ব্যবহারকারীদের ডেটার ওপর নিয়ন্ত্রণ দেয়। যখন তারা পারসোনালাইজেশন বন্ধ করে, তখন আমরা তাদের সেই পছন্দকে সম্মান জানাই।’ গুগল এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলেও জানান তিনি।

অন্যদিকে, ব্যবহারকারীদের পক্ষের আইনজীবী ডেভিড বয়েস বলেন, ‘জুরির রায়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট।’

মামলায় অভিযোগ করা হয়, গুগল অ্যাপ যেমন উবার, ভেনমো এবং মেটার ইনস্টাগ্রামের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে গোপনে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করেছে, যদিও ব্যবহারকারীরা ব্যক্তিগতকরণ বন্ধ করে রেখেছিলেন।

বিচার চলাকালে গুগল দাবি করে, তারা যে তথ্য সংগ্রহ করেছে, তা ‘ব্যক্তিগত নয়, ছদ্মনামী এবং সুরক্ষিতভাবে পৃথক ও এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষিত এই তথ্য ব্যবহারকারীর অ্যাকাউন্ট বা পরিচয়ের সঙ্গে সংযুক্ত ছিল না।

যুক্তরাষ্ট্রের জেলা বিচারক রিচার্ড সিবোর্গ এই মামলাকে ক্লাস অ্যাকশন হিসেবে অনুমোদন দেন, যা প্রায় ৯৮ মিলিয়ন বা ৯ কোটি ৪০ লাখ গুগল ব্যবহারকারী ও ১৭৪ মিলিয়ন বা ১৭ কোটি ৪ লাখ ডিভাইসকে অন্তর্ভুক্ত করে।

উল্লেখ্য, গুগল আগেও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন মামলায় জড়িয়েছে। ২০২৪ সালের এপ্রিলে গোপন ব্রাউজিং বা ‘ইনকগনিটো মোডে’ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের অভিযোগে একটি মামলায় গুগল বিলিয়ন বিলিয়ন তথ্য রেকর্ড ধ্বংস করতে সম্মত হয়। একই বছর টেক্সাস অঙ্গরাজ্যের প্রাইভেসি আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ১৪০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হয় গুগলকে।

তবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলা বহুল আলোচিত অ্যান্টিট্রাস্ট মামলায় বড় জয় পেল টেক জায়ান্ট গুগল। ওয়াশিংটনের আরেক আদালত রায় দিয়েছেন, গুগলকে তার জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ বিক্রি করতে হবে না। তবে প্রতিযোগীদের সঙ্গে ডেটা শেয়ার করতে হবে, যাতে অনলাইন সার্চের বাজারে প্রতিযোগিতা বাড়ে।

তথ্যসূত্র: রয়টার্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...