ভুয়া কাস্টমার রিভিউ সরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করছে আমাজন। গ্যাজেটস নাও এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আমাজন বলছে, গ্রাহক রিভিউ জমা দেওয়ার প্রকাশের আগে কোম্পানির নিজস্ব এআই মডেল তা পর্যালোচনা করবে। কিছু নির্দিষ্ট নির্দেশক মেনে ভুয়া বা নকল রিভিউ চিহ্নিত করবে।
এখন কিছু কিছু রিভিউ ম্যানুয়ালি পর্যালোচনা করা সম্ভব হয়। বেশিরভাগ রিভিউ পর্যালোচনা ছাড়া পোস্ট হয়। তবে আমাজন বলেছে, কোনো রিভিউ নকল বা ভুয়া হওয়ার বিষয় নিশ্চিত হলে কোম্পানিটি একে খুব দ্রুত সরিয়ে ফেলে বা ব্লক করে। প্রয়োজনে গ্রাহকের রিভিউ করার ক্ষমতা বন্ধ, অ্যাকাউন্ট ব্লক এমনকি জড়িতদের বিরুদ্ধে মামলার মত পদক্ষেপও নিতে পারে কোম্পানি।
আমাজনের মেশিন লার্নিং মডেলগুলো বিভিন্ন ডেটা বিশ্লেষণ করে। যেমন– পণ্যবিক্রেতা বাড়তি রিভিউ টানার মতো কোনো বিজ্ঞাপনে বিনিয়োগ করেছে কিনা, আপত্তিকর আচরণের কোনো অভিযোগ আছে কিনা এবং ঝুঁকিপূর্ণ আচরণসহ আরও অনেক কিছু অনুসন্ধান করে।
ডেটার মধ্যে অসংগতি খেয়াল করে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএমএস)। এর মাধ্যমে ভুয়া রিভিউ চিহ্নিত করা যায়। জটিল সম্পর্ক ও আচরণের ধরন বুঝতে ও বিশ্লেষণ করতে কোম্পানিটি ডিপ গ্রাফ নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে।
আমাজনের ফ্রড অ্যাবিউজ অ্যান্ড প্রিভেনশন বিভাগের সিনিয়র ডেটা সায়েন্স ম্যানেজার জোশ মিক বলেন, কোনটি আসল, কোনটি নকল রিভিউ তা বাইরের মানুষ বুঝতে পারে না। কোনো পণ্যে অনেক বেশি রিভিউ থাকতে পারে। কারণ বিক্রেতা হয়তো বিজ্ঞাপন দিয়েছিল বা তখন সেটি কম দামে বিক্রি হচ্ছিল। আবার রিভিউয়ের ভাষা নিম্নমানের হলেও অনেক গ্রাহকের কাছে সেগুলো নকল মনে হতে পারে।
রিভিউ বেশি সন্দেহজনক হলে বা সত্যতা নিরূপণে বাড়তি প্রমাণ দরকার হলে দক্ষ বিশ্লেষকদের কাছে সাহায্য নেয় আমাজন।
২০২২ সালে বিশ্বজুড়ে প্রায় ২০ কোটি ভুয়া রিভিউ সরিয়ে ফেলে আমাজন।
ভুয়া কাস্টমার রিভিউ সরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করছে আমাজন। গ্যাজেটস নাও এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আমাজন বলছে, গ্রাহক রিভিউ জমা দেওয়ার প্রকাশের আগে কোম্পানির নিজস্ব এআই মডেল তা পর্যালোচনা করবে। কিছু নির্দিষ্ট নির্দেশক মেনে ভুয়া বা নকল রিভিউ চিহ্নিত করবে।
এখন কিছু কিছু রিভিউ ম্যানুয়ালি পর্যালোচনা করা সম্ভব হয়। বেশিরভাগ রিভিউ পর্যালোচনা ছাড়া পোস্ট হয়। তবে আমাজন বলেছে, কোনো রিভিউ নকল বা ভুয়া হওয়ার বিষয় নিশ্চিত হলে কোম্পানিটি একে খুব দ্রুত সরিয়ে ফেলে বা ব্লক করে। প্রয়োজনে গ্রাহকের রিভিউ করার ক্ষমতা বন্ধ, অ্যাকাউন্ট ব্লক এমনকি জড়িতদের বিরুদ্ধে মামলার মত পদক্ষেপও নিতে পারে কোম্পানি।
আমাজনের মেশিন লার্নিং মডেলগুলো বিভিন্ন ডেটা বিশ্লেষণ করে। যেমন– পণ্যবিক্রেতা বাড়তি রিভিউ টানার মতো কোনো বিজ্ঞাপনে বিনিয়োগ করেছে কিনা, আপত্তিকর আচরণের কোনো অভিযোগ আছে কিনা এবং ঝুঁকিপূর্ণ আচরণসহ আরও অনেক কিছু অনুসন্ধান করে।
ডেটার মধ্যে অসংগতি খেয়াল করে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএমএস)। এর মাধ্যমে ভুয়া রিভিউ চিহ্নিত করা যায়। জটিল সম্পর্ক ও আচরণের ধরন বুঝতে ও বিশ্লেষণ করতে কোম্পানিটি ডিপ গ্রাফ নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে।
আমাজনের ফ্রড অ্যাবিউজ অ্যান্ড প্রিভেনশন বিভাগের সিনিয়র ডেটা সায়েন্স ম্যানেজার জোশ মিক বলেন, কোনটি আসল, কোনটি নকল রিভিউ তা বাইরের মানুষ বুঝতে পারে না। কোনো পণ্যে অনেক বেশি রিভিউ থাকতে পারে। কারণ বিক্রেতা হয়তো বিজ্ঞাপন দিয়েছিল বা তখন সেটি কম দামে বিক্রি হচ্ছিল। আবার রিভিউয়ের ভাষা নিম্নমানের হলেও অনেক গ্রাহকের কাছে সেগুলো নকল মনে হতে পারে।
রিভিউ বেশি সন্দেহজনক হলে বা সত্যতা নিরূপণে বাড়তি প্রমাণ দরকার হলে দক্ষ বিশ্লেষকদের কাছে সাহায্য নেয় আমাজন।
২০২২ সালে বিশ্বজুড়ে প্রায় ২০ কোটি ভুয়া রিভিউ সরিয়ে ফেলে আমাজন।
দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
১ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৫ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৫ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৮ ঘণ্টা আগে