ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করায় আরও গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে কেউ প্রোফাইল ছবির স্ক্রিনশট নিতে পারবে না। ফলে একজনের ছবি দিয়ে অন্যজন ভুয়া বা নকল অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না।
ফিচারটি সর্বপ্রথম লক্ষ্য করে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ। অ্যান্ড্রয়েড ফোনের নতুন আপডেটে হোয়াটসঅ্যাপে অন্য কারও প্রোফাইল ছবি তুলতে চাইলে একটি এরর মেসেজ দেখা যাবে। এই ফিচার অ্যাপটিতে ডিফল্ট হিসেবে থাকবে বলে আশা করা হচ্ছে।
এই ফিচার পরীক্ষা করে দেখা গেছে, শুধু ফুল স্ক্রিনের প্রোফাইল ছবির স্ক্রিনশট তোলা যায় না। তবে চ্যাট থ্রেডের ওপর মিনি প্রোফাইল বা প্রোফাইল রিভিউ থেকে স্ক্রিনশট নেওয়া যায়। তাই এ ক্ষেত্রেও একটি বাধা থাকার প্রয়োজন ছিল। তবে এর মাধ্যমে কম রেজল্যুশনে ছবি তোলা যায়।
এখনো হোয়াটসঅ্যাপের সব সংস্করণে ফিচারটি দেখা যায়নি। বেটা ভি২.২৪. ৬.১৬ সংস্করণে এই ফিচার দেখা গিয়েছে।
হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী অ্যাপ টেলিগ্রামে ও সিগন্যালে এই ফিচার নেই।
ছদ্মবেশ ও অন্যান্য গোপনীয়তার উদ্বেগকে ঠেকাতে ফিচারটি নিয়ে এসেছে মেটা। ফেসবুকেও ব্যক্তিগত প্রোফাইলে স্ক্রিনশট নেওয়া যায় না।
নিজের প্রোফাইল ছবির সুরক্ষা নিয়ে বেশি উদ্বিগ্ন হলে ছবিটি কিছু মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. চ্যাট ট্যাব থেকে ওপরের ডান পাশে তিনটি ডট থেকে সেটিংস অপশনে ট্যাপ করুন।
৩. প্রাইভেসি অপশনে প্রবেশ করুন।
৪. প্রোফাইল ছবি অপশন থেকে যাদের কাছে থেকে ছবিটি লুকাতে চান তাদের নির্বাচন করুন।
এভাবে কিছু মানুষ থেকে নিজের প্রোফাইল ছবি লুকিয়ে রাখতে পারবেন। আর প্রোফাইল ছবি ডিলিট করার অপশন তো আছেই।
কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপে একসঙ্গে পাঁচটি চ্যাট ও তিনটি মেসেজ পিন করার ফিচারও নিয়ে এসেছে। এর আগে প্ল্যাটফর্মটিতে কেবল একটি মেসেজ ও তিনটি মেসেজ পিন করার সুবিধা ছিল। ফিচারটি পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
এছাড়া চ্যাটিংয়ের ফিচারকে আরও উন্নত করার জন্য গত ফেব্রুয়ারিতে চারটি টেক্সট ফরম্যাট অপশন নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এগুলো মাধ্যমে চ্যাটের মধ্যেই বুলেট ও নম্বর তালিকা, বল্ক কোটস বা উদ্ধৃতি হাইলাইটস ও ইনলাইন কোড তৈরি করা যাবে।
ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করায় আরও গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে কেউ প্রোফাইল ছবির স্ক্রিনশট নিতে পারবে না। ফলে একজনের ছবি দিয়ে অন্যজন ভুয়া বা নকল অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না।
ফিচারটি সর্বপ্রথম লক্ষ্য করে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ। অ্যান্ড্রয়েড ফোনের নতুন আপডেটে হোয়াটসঅ্যাপে অন্য কারও প্রোফাইল ছবি তুলতে চাইলে একটি এরর মেসেজ দেখা যাবে। এই ফিচার অ্যাপটিতে ডিফল্ট হিসেবে থাকবে বলে আশা করা হচ্ছে।
এই ফিচার পরীক্ষা করে দেখা গেছে, শুধু ফুল স্ক্রিনের প্রোফাইল ছবির স্ক্রিনশট তোলা যায় না। তবে চ্যাট থ্রেডের ওপর মিনি প্রোফাইল বা প্রোফাইল রিভিউ থেকে স্ক্রিনশট নেওয়া যায়। তাই এ ক্ষেত্রেও একটি বাধা থাকার প্রয়োজন ছিল। তবে এর মাধ্যমে কম রেজল্যুশনে ছবি তোলা যায়।
এখনো হোয়াটসঅ্যাপের সব সংস্করণে ফিচারটি দেখা যায়নি। বেটা ভি২.২৪. ৬.১৬ সংস্করণে এই ফিচার দেখা গিয়েছে।
হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী অ্যাপ টেলিগ্রামে ও সিগন্যালে এই ফিচার নেই।
ছদ্মবেশ ও অন্যান্য গোপনীয়তার উদ্বেগকে ঠেকাতে ফিচারটি নিয়ে এসেছে মেটা। ফেসবুকেও ব্যক্তিগত প্রোফাইলে স্ক্রিনশট নেওয়া যায় না।
নিজের প্রোফাইল ছবির সুরক্ষা নিয়ে বেশি উদ্বিগ্ন হলে ছবিটি কিছু মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. চ্যাট ট্যাব থেকে ওপরের ডান পাশে তিনটি ডট থেকে সেটিংস অপশনে ট্যাপ করুন।
৩. প্রাইভেসি অপশনে প্রবেশ করুন।
৪. প্রোফাইল ছবি অপশন থেকে যাদের কাছে থেকে ছবিটি লুকাতে চান তাদের নির্বাচন করুন।
এভাবে কিছু মানুষ থেকে নিজের প্রোফাইল ছবি লুকিয়ে রাখতে পারবেন। আর প্রোফাইল ছবি ডিলিট করার অপশন তো আছেই।
কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপে একসঙ্গে পাঁচটি চ্যাট ও তিনটি মেসেজ পিন করার ফিচারও নিয়ে এসেছে। এর আগে প্ল্যাটফর্মটিতে কেবল একটি মেসেজ ও তিনটি মেসেজ পিন করার সুবিধা ছিল। ফিচারটি পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
এছাড়া চ্যাটিংয়ের ফিচারকে আরও উন্নত করার জন্য গত ফেব্রুয়ারিতে চারটি টেক্সট ফরম্যাট অপশন নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এগুলো মাধ্যমে চ্যাটের মধ্যেই বুলেট ও নম্বর তালিকা, বল্ক কোটস বা উদ্ধৃতি হাইলাইটস ও ইনলাইন কোড তৈরি করা যাবে।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১০ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৩ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৪ ঘণ্টা আগে