অনলাইন ডেস্ক
আজকের যুগে ল্যাপটপ শুধু কাজের যন্ত্রই নয়, বরং এটি ধারণ করে হাজার হাজার গুরুত্বপূর্ণ নথি, ছবি ও প্রিয় স্মৃতির সংরক্ষণ। ল্যাপটপ হারিয়ে বা চুরি হয়ে গেলে শুধু কাজের বিঘ্নই ঘটে না, হারিয়ে যায় মূল্যবান তথ্যও। তাই এমন দুর্ঘটনা ঘটলে কী করতে হবে এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে কী পদক্ষেপ নেওয়া উচিত, তা জানা জরুরি।
ল্যাপটপ হারিয়ে গেলে যা করবেন
সন্ধানের চেষ্টা করুন: মাইক্রোসফট বা অ্যাপলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ সেবা ব্যবহার করে ল্যাপটপের অবস্থান জানার চেষ্টা করুন। প্রয়োজনে ল্যাপটপটি দূর থেকে লক করুন এবং ‘লস্ট মোড’ চালু করুন যাতে আপনার তথ্য নিরাপদ থাকে।
বিশ্বস্ত ডিভাইস তালিকা থেকে সরান: হারানো ল্যাপটপটি দিয়ে আপনি আগে কোনো অ্যাকাউন্টে লগইন করে থাকলে সেই অ্যাকাউন্ট ল্যাপটপটিকে চিনে রাখতে পারে—যেমন অ্যাপল বা মাইক্রোসফট অ্যাকাউন্ট, ক্লাউড পরিষেবা, অনলাইন শপিং অ্যাপ বা অন্যান্য ব্রাউজারভিত্তিক অ্যাপ। তাই এসব অ্যাকাউন্টের বিশ্বস্ত ডিভাইস তালিকা থেকে ল্যাপটপটি মুছে ফেলুন।
পাসওয়ার্ড পরিবর্তন করুন: জরুরি অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করুন। শুরু করুন আপনার ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে, কারণ এটি দিয়েই অন্য অ্যাকাউন্টে ‘পাসওয়ার্ড রিসেট’ করা যেতে পারে।
পুলিশকে জানান: পুলিশকে ল্যাপটপের বর্ণনা, মডেল, রং ও সিরিয়াল নম্বর দিন, যা হয়তো ল্যাপটপের বক্স বা অ্যাপল বা মাইক্রোসফট অ্যাকাউন্টে পাওয়া যাবে।
ব্যাংককে জানান: আপনার ল্যাপটপে যদি কোনো ক্রেডিট কার্ডের তথ্য সংরক্ষিত থাকে, তবে ব্যাংককে জানিয়ে ব্যবস্থা নিন।
ল্যাপটপের সঙ্গে সংযুক্ত ডিভাইস সরিয়ে ফেলুন: আপনার ল্যাপটপ যদি অন্য ডিভাইসের সঙ্গে সিংক করা থাকে, তাহলে সেই ডিভাইসগুলো ব্যবহার করে দ্রুত অ্যাকাউন্টে লগইন করুন এবং পাসওয়ার্ড পরিবর্তন বা রিমোট লক করে দিন। যদি তা সম্ভব না হয়, তাহলে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে ওই ডিভাইসগুলো ‘আন লিংক’ বা সংযোগ বিচ্ছিন্ন করে দিন।
সামাজিক প্রতারণা থেকে সতর্ক থাকুন
হারানো ল্যাপটপের ডেটা ব্যবহার করে কেউ আপনার পরিচিতজনদের ফাঁদে ফেলতে পারে (যেমন: ‘আমি বিপদে আছি’ জাতীয় মেসেজ পাঠানো)।
তাই সতর্ক থাকতে পরিচিতদের আগেই সতর্ক করে দিন যেন তাঁরা এমন মেসেজে প্রতিক্রিয়া না দেখান।
আজকের যুগে ল্যাপটপ শুধু কাজের যন্ত্রই নয়, বরং এটি ধারণ করে হাজার হাজার গুরুত্বপূর্ণ নথি, ছবি ও প্রিয় স্মৃতির সংরক্ষণ। ল্যাপটপ হারিয়ে বা চুরি হয়ে গেলে শুধু কাজের বিঘ্নই ঘটে না, হারিয়ে যায় মূল্যবান তথ্যও। তাই এমন দুর্ঘটনা ঘটলে কী করতে হবে এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে কী পদক্ষেপ নেওয়া উচিত, তা জানা জরুরি।
ল্যাপটপ হারিয়ে গেলে যা করবেন
সন্ধানের চেষ্টা করুন: মাইক্রোসফট বা অ্যাপলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ সেবা ব্যবহার করে ল্যাপটপের অবস্থান জানার চেষ্টা করুন। প্রয়োজনে ল্যাপটপটি দূর থেকে লক করুন এবং ‘লস্ট মোড’ চালু করুন যাতে আপনার তথ্য নিরাপদ থাকে।
বিশ্বস্ত ডিভাইস তালিকা থেকে সরান: হারানো ল্যাপটপটি দিয়ে আপনি আগে কোনো অ্যাকাউন্টে লগইন করে থাকলে সেই অ্যাকাউন্ট ল্যাপটপটিকে চিনে রাখতে পারে—যেমন অ্যাপল বা মাইক্রোসফট অ্যাকাউন্ট, ক্লাউড পরিষেবা, অনলাইন শপিং অ্যাপ বা অন্যান্য ব্রাউজারভিত্তিক অ্যাপ। তাই এসব অ্যাকাউন্টের বিশ্বস্ত ডিভাইস তালিকা থেকে ল্যাপটপটি মুছে ফেলুন।
পাসওয়ার্ড পরিবর্তন করুন: জরুরি অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করুন। শুরু করুন আপনার ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে, কারণ এটি দিয়েই অন্য অ্যাকাউন্টে ‘পাসওয়ার্ড রিসেট’ করা যেতে পারে।
পুলিশকে জানান: পুলিশকে ল্যাপটপের বর্ণনা, মডেল, রং ও সিরিয়াল নম্বর দিন, যা হয়তো ল্যাপটপের বক্স বা অ্যাপল বা মাইক্রোসফট অ্যাকাউন্টে পাওয়া যাবে।
ব্যাংককে জানান: আপনার ল্যাপটপে যদি কোনো ক্রেডিট কার্ডের তথ্য সংরক্ষিত থাকে, তবে ব্যাংককে জানিয়ে ব্যবস্থা নিন।
ল্যাপটপের সঙ্গে সংযুক্ত ডিভাইস সরিয়ে ফেলুন: আপনার ল্যাপটপ যদি অন্য ডিভাইসের সঙ্গে সিংক করা থাকে, তাহলে সেই ডিভাইসগুলো ব্যবহার করে দ্রুত অ্যাকাউন্টে লগইন করুন এবং পাসওয়ার্ড পরিবর্তন বা রিমোট লক করে দিন। যদি তা সম্ভব না হয়, তাহলে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে ওই ডিভাইসগুলো ‘আন লিংক’ বা সংযোগ বিচ্ছিন্ন করে দিন।
সামাজিক প্রতারণা থেকে সতর্ক থাকুন
হারানো ল্যাপটপের ডেটা ব্যবহার করে কেউ আপনার পরিচিতজনদের ফাঁদে ফেলতে পারে (যেমন: ‘আমি বিপদে আছি’ জাতীয় মেসেজ পাঠানো)।
তাই সতর্ক থাকতে পরিচিতদের আগেই সতর্ক করে দিন যেন তাঁরা এমন মেসেজে প্রতিক্রিয়া না দেখান।
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে