অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনে বেশ কিছু ফিচার যুক্ত হবে। এরই ধারাবাহিকতায় স্মার্টফোনটির ওয়েদার বা আবহাওয়া অ্যাপেও নতুন দুটি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। ‘ফিলস লাইক’ ফিচারের নকশায় পরিবর্তনের পাশাপাশি অ্যাপটিতে বাড়ি ও অফিসের ঠিকানাও স্বয়ক্রিয়ভাবে যুক্ত হবে। ফলে দুটি স্থানের আবহাওয়ার তথ্য একই সঙ্গে দেখতে পারবেন ব্যবহারকারীরা।
ওয়েদার অ্যাপের পরিবর্তনগুলোর কিছু স্ক্রিনশট প্রকাশ করে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ। ছবি অনুসারে, আইফোনের স্ক্রিনে আসল তাপমাত্রার নিচে আরও স্পষ্টভাবে ‘ফিলস লাইক’ তাপমাত্রা দেখানো হবে। এর ফলে ব্যবহারকারীদের বারবার স্ক্রল করে এটি বের করতে হবে না। ‘ফিলস লাইক’ তাপমাত্রার ফন্ট সাইজ ও স্টাইলও পরিবর্তন করা হয়েছে, যেন দুটি ধরনের তাপমাত্রার মধ্যে পার্থক্য দেখা যায়।
আবহাওয়া কেন্দ্রের দ্বারা রেকর্ডকৃত বস্তুনিষ্ঠ বায়ু তাপমাত্রার বিপরীতে মানুষ কতটা গরম বা ঠান্ডা অনুভব করে তার একটি পরিমাপ হলো ‘ফিলস লাইক’ তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতা, বাতাসের গতি ও বায়ুর তাপমাত্রার মতো বিভিন্ন বিষয়ের ওপর এই তাপমাত্রা নির্ভর করে। নতুন আইওএস ১৮ আপডেটের মাধ্যমে ওয়েদার অ্যাপে একই সময়ে দুই ধরনের তাপমাত্রা দেখতে পারবেন ব্যবহারকারীরা।
নাইনটুফাইভ ম্যাকের মতে, যখন বায়ুর আসল তাপমাত্রা ও ফিলস লাইক তাপমাত্রার মধ্যে বিশেষ পার্থক্য থাকবে, তখনই কেবল এই তাপমাত্রা দেখানো হবে। এই পার্থক্য কম হলে অ্যাপটিতে শুধু বায়ুর তাপমাত্রা দেখা যাবে।
ওয়েদার অ্যাপের দ্বিতীয় ফিচারের মাধ্যমে নিজের বাড়ির ও অফিসের তাপমাত্রা একই সঙ্গে দেখতে পারবেন ব্যবহারকারীরা। আইওএস ১৮ আপডেটে কন্টাক্ট অ্যাপ থেকে ঘর ও অফিসের ঠিকানা ওয়েদার অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। এর আগে ব্যবহারকারীদের ম্যানুয়ালি ঠিকানাগুলো যুক্ত করতে হতো।
ওয়েদার অ্যাপের এসব পরিবর্তন আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনসহ ম্যাক ও আইপ্যাডেও পাওয়া যাবে।
ম্যাকে ম্যাকওএস সেকোইয়া ও আইপ্যাডে আইপ্যাড ১৮ আপডেটের মাধ্যমে ওয়েদার অ্যাপের এসব ফিচার ব্যবহার করা যাবে।
অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনে বেশ কিছু ফিচার যুক্ত হবে। এরই ধারাবাহিকতায় স্মার্টফোনটির ওয়েদার বা আবহাওয়া অ্যাপেও নতুন দুটি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। ‘ফিলস লাইক’ ফিচারের নকশায় পরিবর্তনের পাশাপাশি অ্যাপটিতে বাড়ি ও অফিসের ঠিকানাও স্বয়ক্রিয়ভাবে যুক্ত হবে। ফলে দুটি স্থানের আবহাওয়ার তথ্য একই সঙ্গে দেখতে পারবেন ব্যবহারকারীরা।
ওয়েদার অ্যাপের পরিবর্তনগুলোর কিছু স্ক্রিনশট প্রকাশ করে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ। ছবি অনুসারে, আইফোনের স্ক্রিনে আসল তাপমাত্রার নিচে আরও স্পষ্টভাবে ‘ফিলস লাইক’ তাপমাত্রা দেখানো হবে। এর ফলে ব্যবহারকারীদের বারবার স্ক্রল করে এটি বের করতে হবে না। ‘ফিলস লাইক’ তাপমাত্রার ফন্ট সাইজ ও স্টাইলও পরিবর্তন করা হয়েছে, যেন দুটি ধরনের তাপমাত্রার মধ্যে পার্থক্য দেখা যায়।
আবহাওয়া কেন্দ্রের দ্বারা রেকর্ডকৃত বস্তুনিষ্ঠ বায়ু তাপমাত্রার বিপরীতে মানুষ কতটা গরম বা ঠান্ডা অনুভব করে তার একটি পরিমাপ হলো ‘ফিলস লাইক’ তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতা, বাতাসের গতি ও বায়ুর তাপমাত্রার মতো বিভিন্ন বিষয়ের ওপর এই তাপমাত্রা নির্ভর করে। নতুন আইওএস ১৮ আপডেটের মাধ্যমে ওয়েদার অ্যাপে একই সময়ে দুই ধরনের তাপমাত্রা দেখতে পারবেন ব্যবহারকারীরা।
নাইনটুফাইভ ম্যাকের মতে, যখন বায়ুর আসল তাপমাত্রা ও ফিলস লাইক তাপমাত্রার মধ্যে বিশেষ পার্থক্য থাকবে, তখনই কেবল এই তাপমাত্রা দেখানো হবে। এই পার্থক্য কম হলে অ্যাপটিতে শুধু বায়ুর তাপমাত্রা দেখা যাবে।
ওয়েদার অ্যাপের দ্বিতীয় ফিচারের মাধ্যমে নিজের বাড়ির ও অফিসের তাপমাত্রা একই সঙ্গে দেখতে পারবেন ব্যবহারকারীরা। আইওএস ১৮ আপডেটে কন্টাক্ট অ্যাপ থেকে ঘর ও অফিসের ঠিকানা ওয়েদার অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। এর আগে ব্যবহারকারীদের ম্যানুয়ালি ঠিকানাগুলো যুক্ত করতে হতো।
ওয়েদার অ্যাপের এসব পরিবর্তন আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনসহ ম্যাক ও আইপ্যাডেও পাওয়া যাবে।
ম্যাকে ম্যাকওএস সেকোইয়া ও আইপ্যাডে আইপ্যাড ১৮ আপডেটের মাধ্যমে ওয়েদার অ্যাপের এসব ফিচার ব্যবহার করা যাবে।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে