অনলাইন ডেস্ক
টিভি ও মনিটরের মতো স্মার্টফোনের ডিসপ্লেতেও একটি নির্দিষ্ট রিফ্রেশ রেট থাকে। অনেক দিন ধরেই বেশির ভাগ স্মার্টফোনে ৬০ হার্টজের বেশি রিফ্রেশ রেট ছিল না। এখনো পর্যন্ত অনেক সাধারণ আইফোনে (যেমন আইফোন ১৬ বা আইফোন ১৬ ই) ৬০ হার্টজের রিফ্রেশ রেট থাকে এবং সে কারণে ব্যবহারকারীরা হয়তো কিছু অভাব বোধ করেন না। তবে বর্তমান সময়ে প্রো সংস্করণ এবং বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনে ১২০ হার্টজ ডিসপ্লে দেওয়া হচ্ছে।
রিফ্রেশ রেট কী
রিফ্রেশ রেট হলো একটি স্ক্রিন বা ডিসপ্লে প্রতি সেকেন্ডে কতবার ছবি বা ফ্রেম আপডেট করে, তার পরিমাপক। এটি হার্টজ এককে প্রকাশ করা হয়। একটি ৬০ হার্টজ রিফ্রেশ রেট মানে স্ক্রিন প্রতি সেকেন্ডে ৬০ বার আপডেট হয়। ১২০ হার্টজ রিফ্রেশ রেট মানে স্ক্রিন প্রতি সেকেন্ডে ১২০ বার নতুন ফ্রেম দেখায়।
এই ১২০ হার্টজের স্মার্টফোনে ৫টি বিশেষ সুবিধা পাওয়া যায়। সেগুলো হলো—
১. নিরবচ্ছিন্ন স্ক্রলিং
সবচেয়ে প্রথম যে ব্যাপারটি চোখে পড়ে তা হলো, ৬০ হার্টজের ফোনের তুলনায় ১২০ হর্টজের ফোনের ইন্টারফেস অনেক বেশি স্পষ্ট ও দ্রুত মনে হয়। স্ক্রলিং বা টেক্সট রিডিংয়ের সময় স্ক্রিনে কোনো কাঁপুনি দেখা যায় না। ৬০ হার্টজ ফোনে মাঝে মাঝে ‘কাঁপুনি’ দেখা দিতে পারে, তবে ১২০ হার্টজ ফোনে সেটা প্রায় অস্পষ্ট হয়ে যায়।
তাই একবার ১২০ হার্টজের ফোন ব্যবহার করলে কেউ ৬০ হার্টজে ফিরে যেতে চায় না। তবে আশ্চর্যজনকভাবে ৮০০ ডলারের আইফোনেও ১২০ হার্টজ প্যানেল যুক্ত করছে না অ্যাপল।
২. অলওয়েজ-অন ডিসপ্লে প্রযুক্তি
১২০ হার্টজ ফোনে প্রায়শই অলওয়েজ-অন ডিসপ্লে প্রযুক্তি পাওয়া যায়। এতে ফোনটি ওয়ান হার্টজ (১ হার্টজ) রিফ্রেশ রেটেও কাজ করতে পারে, যা অনেক কম শক্তি খরচ করে। এই প্রযুক্তি ব্যবহারকারীদের লকস্ক্রিন থেকে দ্রুত সময়, ব্যাটারি লেভেল বা নোটিফিকেশন দেখতে দেয়, যাতে ফোন খোলার বা স্ক্রিন ট্যাপ করার প্রয়োজন পড়ে না। ফলে বেশ কিছু সময় বাঁচানো যায়।
৩. বিদ্যুৎ সাশ্রয়
আপনি হয়তো ভাবছেন যে ৬০ হার্টজ ডিসপ্লে বেশি বিদ্যুৎ-শক্তি সাশ্রয়ী হবে, তবে বাস্তবে ১২০ হার্টজ ডিসপ্লে ফোনগুলো ডাইনামিক রিফ্রেশ রেটের মাধ্যমে শক্তি কম খরচ করে। উদাহরণস্বরূপ, যখন আপনি একটি স্থির ওয়েবপেজে প্রবেশ করছেন, তখন ফোনের রিফ্রেশ রেট কমে গিয়ে আরও কম শক্তি খরচ করতে পারে, আর গেম খেলার সময় আবার সেটা ১২০ হার্টজে ফিরে আসে। এভাবে ফোন তার ব্যাটারি কম খরচ করে।
অলওয়েজ-অন ফিচার বন্ধ করে দেওয়া অথবা রিফ্রেশ রেটের সর্বোচ্চ সীমা কমিয়ে রাখলে আরও ভালোভাবে ব্যাটারির খরচ নিয়ন্ত্রণ করা সম্ভব। তবুও এই সুবিধাগুলো কতটা কার্যকর হবে তা আপনার ব্যবহৃত ফোন ও এর সফটওয়্যার অপশনের ওপর নির্ভর করে। তাই ফোন কেনার আগে স্পেসিফিকেশন ও রিভিউ ভালোভাবে খতিয়ে দেখা উচিত।
৪. গেমিংয়ে আরও বেশি প্রতিক্রিয়াশীল
১২০ হার্টজ ডিসপ্লে ফোন গেমিংয়ের জন্য খুবই উপকারী, বিশেষত যদি আপনার ফোনের প্রসেসর শক্তিশালী হয়। ‘ফ্রেমস উইন গেমস’ বলে যে কথা প্রচলিত, সেটা একেবারে ঠিক। উচ্চ ফ্রেম রেট আপনাকে গেমের মধ্যে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সহায়তা করে। ফলস্বরূপ, গেমের মধ্যে প্রতিটি মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।
৫. তিন গুণ দ্রুত টাচ রেসপন্স
১২০ হার্টজ ডিসপ্লে ফোনে টাচ রেসপন্স অনেক দ্রুত হতে পারে। অর্থাৎ, এ ধরনের ফোনে স্ক্রিন টাচ করার পর প্রতিক্রিয়া দেখানোর সময় উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে টাইপিং আরও দ্রুত ও নির্ভুল হয়, কারণ প্রতিটি স্পর্শের সাড়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। এতে টাইপিংয়ের সময় ভুল হওয়ার সম্ভাবনাও কমে যায়।
এসব সুবিধা এমন একটা অভিজ্ঞতা তৈরি করে, যা বেশির ভাগ ব্যবহারকারীর কাছে ১২০ হার্টজ ডিসপ্লেকে আকর্ষণীয় করে তোলে।
টিভি ও মনিটরের মতো স্মার্টফোনের ডিসপ্লেতেও একটি নির্দিষ্ট রিফ্রেশ রেট থাকে। অনেক দিন ধরেই বেশির ভাগ স্মার্টফোনে ৬০ হার্টজের বেশি রিফ্রেশ রেট ছিল না। এখনো পর্যন্ত অনেক সাধারণ আইফোনে (যেমন আইফোন ১৬ বা আইফোন ১৬ ই) ৬০ হার্টজের রিফ্রেশ রেট থাকে এবং সে কারণে ব্যবহারকারীরা হয়তো কিছু অভাব বোধ করেন না। তবে বর্তমান সময়ে প্রো সংস্করণ এবং বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনে ১২০ হার্টজ ডিসপ্লে দেওয়া হচ্ছে।
রিফ্রেশ রেট কী
রিফ্রেশ রেট হলো একটি স্ক্রিন বা ডিসপ্লে প্রতি সেকেন্ডে কতবার ছবি বা ফ্রেম আপডেট করে, তার পরিমাপক। এটি হার্টজ এককে প্রকাশ করা হয়। একটি ৬০ হার্টজ রিফ্রেশ রেট মানে স্ক্রিন প্রতি সেকেন্ডে ৬০ বার আপডেট হয়। ১২০ হার্টজ রিফ্রেশ রেট মানে স্ক্রিন প্রতি সেকেন্ডে ১২০ বার নতুন ফ্রেম দেখায়।
এই ১২০ হার্টজের স্মার্টফোনে ৫টি বিশেষ সুবিধা পাওয়া যায়। সেগুলো হলো—
১. নিরবচ্ছিন্ন স্ক্রলিং
সবচেয়ে প্রথম যে ব্যাপারটি চোখে পড়ে তা হলো, ৬০ হার্টজের ফোনের তুলনায় ১২০ হর্টজের ফোনের ইন্টারফেস অনেক বেশি স্পষ্ট ও দ্রুত মনে হয়। স্ক্রলিং বা টেক্সট রিডিংয়ের সময় স্ক্রিনে কোনো কাঁপুনি দেখা যায় না। ৬০ হার্টজ ফোনে মাঝে মাঝে ‘কাঁপুনি’ দেখা দিতে পারে, তবে ১২০ হার্টজ ফোনে সেটা প্রায় অস্পষ্ট হয়ে যায়।
তাই একবার ১২০ হার্টজের ফোন ব্যবহার করলে কেউ ৬০ হার্টজে ফিরে যেতে চায় না। তবে আশ্চর্যজনকভাবে ৮০০ ডলারের আইফোনেও ১২০ হার্টজ প্যানেল যুক্ত করছে না অ্যাপল।
২. অলওয়েজ-অন ডিসপ্লে প্রযুক্তি
১২০ হার্টজ ফোনে প্রায়শই অলওয়েজ-অন ডিসপ্লে প্রযুক্তি পাওয়া যায়। এতে ফোনটি ওয়ান হার্টজ (১ হার্টজ) রিফ্রেশ রেটেও কাজ করতে পারে, যা অনেক কম শক্তি খরচ করে। এই প্রযুক্তি ব্যবহারকারীদের লকস্ক্রিন থেকে দ্রুত সময়, ব্যাটারি লেভেল বা নোটিফিকেশন দেখতে দেয়, যাতে ফোন খোলার বা স্ক্রিন ট্যাপ করার প্রয়োজন পড়ে না। ফলে বেশ কিছু সময় বাঁচানো যায়।
৩. বিদ্যুৎ সাশ্রয়
আপনি হয়তো ভাবছেন যে ৬০ হার্টজ ডিসপ্লে বেশি বিদ্যুৎ-শক্তি সাশ্রয়ী হবে, তবে বাস্তবে ১২০ হার্টজ ডিসপ্লে ফোনগুলো ডাইনামিক রিফ্রেশ রেটের মাধ্যমে শক্তি কম খরচ করে। উদাহরণস্বরূপ, যখন আপনি একটি স্থির ওয়েবপেজে প্রবেশ করছেন, তখন ফোনের রিফ্রেশ রেট কমে গিয়ে আরও কম শক্তি খরচ করতে পারে, আর গেম খেলার সময় আবার সেটা ১২০ হার্টজে ফিরে আসে। এভাবে ফোন তার ব্যাটারি কম খরচ করে।
অলওয়েজ-অন ফিচার বন্ধ করে দেওয়া অথবা রিফ্রেশ রেটের সর্বোচ্চ সীমা কমিয়ে রাখলে আরও ভালোভাবে ব্যাটারির খরচ নিয়ন্ত্রণ করা সম্ভব। তবুও এই সুবিধাগুলো কতটা কার্যকর হবে তা আপনার ব্যবহৃত ফোন ও এর সফটওয়্যার অপশনের ওপর নির্ভর করে। তাই ফোন কেনার আগে স্পেসিফিকেশন ও রিভিউ ভালোভাবে খতিয়ে দেখা উচিত।
৪. গেমিংয়ে আরও বেশি প্রতিক্রিয়াশীল
১২০ হার্টজ ডিসপ্লে ফোন গেমিংয়ের জন্য খুবই উপকারী, বিশেষত যদি আপনার ফোনের প্রসেসর শক্তিশালী হয়। ‘ফ্রেমস উইন গেমস’ বলে যে কথা প্রচলিত, সেটা একেবারে ঠিক। উচ্চ ফ্রেম রেট আপনাকে গেমের মধ্যে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সহায়তা করে। ফলস্বরূপ, গেমের মধ্যে প্রতিটি মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।
৫. তিন গুণ দ্রুত টাচ রেসপন্স
১২০ হার্টজ ডিসপ্লে ফোনে টাচ রেসপন্স অনেক দ্রুত হতে পারে। অর্থাৎ, এ ধরনের ফোনে স্ক্রিন টাচ করার পর প্রতিক্রিয়া দেখানোর সময় উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে টাইপিং আরও দ্রুত ও নির্ভুল হয়, কারণ প্রতিটি স্পর্শের সাড়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। এতে টাইপিংয়ের সময় ভুল হওয়ার সম্ভাবনাও কমে যায়।
এসব সুবিধা এমন একটা অভিজ্ঞতা তৈরি করে, যা বেশির ভাগ ব্যবহারকারীর কাছে ১২০ হার্টজ ডিসপ্লেকে আকর্ষণীয় করে তোলে।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে