অনলাইন ডেস্ক
স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। দেশে শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে যাত্রা করল ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। একটিতে খরচ বেশি, আরেকটিতে কম। বাংলাদেশের গ্রাহকেরা আজ মঙ্গলবার থেকেই স্টারলিংক প্যাকেজের জন্য অর্ডার করতে পারবেন।
স্টারলিংকের সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪৭ হাজার টাকা। প্যাকেজ দুটি হলো স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬ হাজার টাকা, অপরটিতে ৪ হাজার ২০০ টাকা।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, স্টারলিংকে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই অর্ডার করতে পারবেন।
একটি সংযোগের মাধ্যমে কতগুলো ডিভাইস সংযুক্ত করা যাবে, তা রাউটারের মডেল এবং কনফিগারেশনের ওপর নির্ভর করবে। সাধারণত, স্টারলিংকের স্ট্যান্ডার্ড রাউটার (জেন ২ এবং জেন ৩) একযোগে ১২৮টি পর্যন্ত ডিভাইস সমর্থন করে। জেন ৩ রাউটার ২৩৫টি পর্যন্ত ডিভাইস সমর্থন করতে পারে, অবশ্য এটি স্টারলিংক আনুষ্ঠানিকভাবে করেনি।
স্টারলিংক রাউটারের ক্ষমতা
স্টারলিংকের ডকুমেন্টেশন এবং অ্যাপ অনুসারে, জেন ২ এবং জেন ৩ রাউটার আনুষ্ঠানিকভাবে একসঙ্গে ১২৮টি ডিভাইস সমর্থন করে। তবে, কিছু অনানুষ্ঠানিক দাবি অনুযায়ী, জেন ৩ রাউটার ২৩৫টি পর্যন্ত ডিভাইস সমর্থন করতে পারে। বিশেষায়িত নেটওয়ার্কিং ব্যবস্থা ব্যবহার করে ৮ হাজারটি পর্যন্ত ডিভাইস সমর্থন করা সম্ভব। তবে এর জন্য অতিরিক্ত হার্ডওয়্যারের প্রয়োজন হয়। আর এটি সাধারণ ব্যবহারের জন্য নয়।
রাউটার ১২৮-২৩৫টি ডিভাইস সমর্থন করলেও, সংযুক্ত ডিভাইসের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নেটওয়ার্কের কার্যকারিতা কমে যেতে পারে। কারণ ব্যান্ডউইথ সবার মধ্যে ভাগ হয়ে যায়। সর্বোত্তম পারফরম্যান্সের জন্য, সর্বোচ্চ ক্ষমতার চেয়ে কম ডিভাইস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে পিক আওয়ারে (সন্ধ্যা ৬টা-রাত ১১টা) একাধিক ডিভাইসে উচ্চ ব্যান্ডউইথের কার্যক্রম (যেমন স্ট্রিমিং, গেমিং) চালালে সংযোগ ধীরগতির হতে পারে।
থার্ড-পার্টি রাউটার
স্টারলিংক রাউটার বাইপাস করে থার্ড-পার্টি রাউটার বা মেশ সিস্টেম ব্যবহার করলে ডিভাইসের সংখ্যা বাড়ানো সম্ভব। এটি উন্নত বৈশিষ্ট্য যেমন— লোড ব্যালেন্সিং, ভালো কভারেজ এবং আরও বেশি ডিভাইসের সমর্থন দেয়।
স্টারলিংকে ডিভাইস সংযোগ করার পদ্ধতি
ডিভাইস সংযুক্ত করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
১. স্টারলিংক কিট সেটআপ
২. ওয়াই-ফাই এর মাধ্যমে সংযোগ
৩. ইথারনেটের (কেবল) মাধ্যমে সংযোগ
৪. থার্ড-পার্টি রাউটার বা মেশ সিস্টেম ব্যবহার
৫. পারফরম্যান্স অপটিমাইজেশন
৬. নির্দিষ্ট ডিভাইসের সমস্যা সমাধান
উল্লেখ্য, স্টারলিংক রাউটার ঘরের ভেতরে প্রায় ২ হাজার থেকে ৩ হাজার ২০০ বর্গফুট এলাকা কভারেজ দেয়। ব্যবসা বা বড় নেটওয়ার্কের জন্য স্টারলিংকের এন্টারপ্রাইজ প্ল্যান বা থার্ড-পার্টি প্যাকেজ ব্যবহার করা যেতে পারে।
তবে মধ্যবর্তী বাধা, খারাপ আবহাওয়া (যেমন ভারী বৃষ্টি), বা পিক-আওয়ারে বেশি ডিভাইস ব্যবহৃত হওয়ার কারণে পারফরম্যান্স প্রভাবিত হতে পারে।
আরও খবর পড়ুন:
স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। দেশে শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে যাত্রা করল ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। একটিতে খরচ বেশি, আরেকটিতে কম। বাংলাদেশের গ্রাহকেরা আজ মঙ্গলবার থেকেই স্টারলিংক প্যাকেজের জন্য অর্ডার করতে পারবেন।
স্টারলিংকের সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪৭ হাজার টাকা। প্যাকেজ দুটি হলো স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬ হাজার টাকা, অপরটিতে ৪ হাজার ২০০ টাকা।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, স্টারলিংকে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই অর্ডার করতে পারবেন।
একটি সংযোগের মাধ্যমে কতগুলো ডিভাইস সংযুক্ত করা যাবে, তা রাউটারের মডেল এবং কনফিগারেশনের ওপর নির্ভর করবে। সাধারণত, স্টারলিংকের স্ট্যান্ডার্ড রাউটার (জেন ২ এবং জেন ৩) একযোগে ১২৮টি পর্যন্ত ডিভাইস সমর্থন করে। জেন ৩ রাউটার ২৩৫টি পর্যন্ত ডিভাইস সমর্থন করতে পারে, অবশ্য এটি স্টারলিংক আনুষ্ঠানিকভাবে করেনি।
স্টারলিংক রাউটারের ক্ষমতা
স্টারলিংকের ডকুমেন্টেশন এবং অ্যাপ অনুসারে, জেন ২ এবং জেন ৩ রাউটার আনুষ্ঠানিকভাবে একসঙ্গে ১২৮টি ডিভাইস সমর্থন করে। তবে, কিছু অনানুষ্ঠানিক দাবি অনুযায়ী, জেন ৩ রাউটার ২৩৫টি পর্যন্ত ডিভাইস সমর্থন করতে পারে। বিশেষায়িত নেটওয়ার্কিং ব্যবস্থা ব্যবহার করে ৮ হাজারটি পর্যন্ত ডিভাইস সমর্থন করা সম্ভব। তবে এর জন্য অতিরিক্ত হার্ডওয়্যারের প্রয়োজন হয়। আর এটি সাধারণ ব্যবহারের জন্য নয়।
রাউটার ১২৮-২৩৫টি ডিভাইস সমর্থন করলেও, সংযুক্ত ডিভাইসের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নেটওয়ার্কের কার্যকারিতা কমে যেতে পারে। কারণ ব্যান্ডউইথ সবার মধ্যে ভাগ হয়ে যায়। সর্বোত্তম পারফরম্যান্সের জন্য, সর্বোচ্চ ক্ষমতার চেয়ে কম ডিভাইস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে পিক আওয়ারে (সন্ধ্যা ৬টা-রাত ১১টা) একাধিক ডিভাইসে উচ্চ ব্যান্ডউইথের কার্যক্রম (যেমন স্ট্রিমিং, গেমিং) চালালে সংযোগ ধীরগতির হতে পারে।
থার্ড-পার্টি রাউটার
স্টারলিংক রাউটার বাইপাস করে থার্ড-পার্টি রাউটার বা মেশ সিস্টেম ব্যবহার করলে ডিভাইসের সংখ্যা বাড়ানো সম্ভব। এটি উন্নত বৈশিষ্ট্য যেমন— লোড ব্যালেন্সিং, ভালো কভারেজ এবং আরও বেশি ডিভাইসের সমর্থন দেয়।
স্টারলিংকে ডিভাইস সংযোগ করার পদ্ধতি
ডিভাইস সংযুক্ত করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
১. স্টারলিংক কিট সেটআপ
২. ওয়াই-ফাই এর মাধ্যমে সংযোগ
৩. ইথারনেটের (কেবল) মাধ্যমে সংযোগ
৪. থার্ড-পার্টি রাউটার বা মেশ সিস্টেম ব্যবহার
৫. পারফরম্যান্স অপটিমাইজেশন
৬. নির্দিষ্ট ডিভাইসের সমস্যা সমাধান
উল্লেখ্য, স্টারলিংক রাউটার ঘরের ভেতরে প্রায় ২ হাজার থেকে ৩ হাজার ২০০ বর্গফুট এলাকা কভারেজ দেয়। ব্যবসা বা বড় নেটওয়ার্কের জন্য স্টারলিংকের এন্টারপ্রাইজ প্ল্যান বা থার্ড-পার্টি প্যাকেজ ব্যবহার করা যেতে পারে।
তবে মধ্যবর্তী বাধা, খারাপ আবহাওয়া (যেমন ভারী বৃষ্টি), বা পিক-আওয়ারে বেশি ডিভাইস ব্যবহৃত হওয়ার কারণে পারফরম্যান্স প্রভাবিত হতে পারে।
আরও খবর পড়ুন:
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে