স্টারবাকসের এমন একটি শাখার কথা কল্পনা করুন, যেখানে প্রায় ১০০ রোবট খাবার পরিবেশন করছে কাস্টমারদের। কল্পনা নয়, বাস্তবেই এমনটি ঘটছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান নাভারের সদর দপ্তর নাভার ১৭৮৪ টাওয়ারে অবস্থিত স্টারবাকসে। নাভারের সদর দপ্তরটি রোবোটিকসের বৃহত্তম পরীক্ষাগার। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড পরিষেবাগুলোতে নতুন নতুন ধারণার বাস্তব চিত্রায়ণ কতটা করতে পারল নাভার, সেটাই পরীক্ষা করা হয় টাওয়ারটিতে। নাভারের মতে, কাজের পরিবেশ আরও ভালো করার জন্য উন্নত প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে সেখানে। ভবিষ্যতের কর্মস্থল কেমন হবে, সেই ধারণাও দিচ্ছে নাভার ১৭৮৪ টাওয়ার।
তাই এই টাওয়ারে অবস্থিত স্টারবাকসে রোবটের দেখা পেলে তা হয়তো অনেক বেশি বিস্ময়ের সৃষ্টি করবে না। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত ৩৬ তলাবিশিষ্ট ভবনটিতে নাভারের রুকি রোবটগুলো স্টারবাকসে কাজ করে বেয়ারা হিসেবে। প্রতিদিনই নাভার ১৭৮৪ টাওয়ারটিতে প্রায় ১০০ রোবট স্টারবাকসের কফি, লাঞ্চ বক্স থেকে শুরু করে বিভিন্ন পার্সেল পৌঁছে দেয় কর্মীদের কাছে।
রুকি হলো ক্লাউড-ভিত্তিক রোবট। নাভার তার বট পরিষেবাভিত্তিক প্রযুক্তির প্রচারে রুকি রোবটগুলো ব্যবহার করে। এ ধরনের রোবট এআই, রোবট ও ক্লাউড (এআরসি) প্ল্যাটফরমে কাজ করে, যা নাভার ক্লাউড ও ফাইভজি নেটওয়ার্কের ওপর ভিত্তি করে পরিচালিত।
খাবার, পানীয় বা অন্যান্য আইটেম সংরক্ষণের জন্য চাকাওয়ালা রুকির একটি বগি রয়েছে, যা পছন্দসই স্থানে পরিবহন করা যায়। এ ছাড়া, নাভারের রোবোপোর্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রোবট লিফটও এই রুকি, যা ভবনটির বিভিন্ন তলায় যেতে পারে।
রুকিকে বিভিন্ন কাজে সাহায্য করার জন্য রয়েছে অ্যাম্বিডেক্স নামক দুই হাতবিশিষ্ট রোবট। স্টারবাকসে মানুষের সঙ্গে নিরাপদ মিথস্ক্রিয়া নিশ্চিত করার জন্য অ্যাম্বিডেক্সে ব্যবহার করা হয়েছে বিশেষ প্রযুক্তি। তার দিয়ে পরিচালিত এই রোবটের বিশেষত্ব হচ্ছে নির্ভুল কাজ ও গতি। ভারী জিনিস বহনেও বিশেষভাবে সক্ষম অ্যাম্বিডেক্স।
নাভারের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এটা আশ্চর্যজনক যে, এত বিশাল জায়গায় এতগুলো রোবট অবিরাম কাজ করছে। ১৭৮৪ টাওয়ারে প্রতিদিনের পরিষেবা যেন প্রতিদিনের গবেষণামূলক পরীক্ষা। এখানে প্রতিদিনের ঘটনাগুলো পরের দিনের নতুন তথ্যে পরিণত হয়।’
তিনটি প্রধান বিভাগকে কেন্দ্র করে নাভার সাজিয়েছে তাদের রোবট গবেষণা প্রচেষ্টা। সেগুলো হচ্ছে—পরিষেবাভিত্তিক রোবটকে জনপ্রিয় করা, মানুষ ও রোবটের মধ্যে স্বাভাবিক মিথস্ক্রিয়া এবং রোবটের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা।
স্টারবাকসের এমন একটি শাখার কথা কল্পনা করুন, যেখানে প্রায় ১০০ রোবট খাবার পরিবেশন করছে কাস্টমারদের। কল্পনা নয়, বাস্তবেই এমনটি ঘটছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান নাভারের সদর দপ্তর নাভার ১৭৮৪ টাওয়ারে অবস্থিত স্টারবাকসে। নাভারের সদর দপ্তরটি রোবোটিকসের বৃহত্তম পরীক্ষাগার। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড পরিষেবাগুলোতে নতুন নতুন ধারণার বাস্তব চিত্রায়ণ কতটা করতে পারল নাভার, সেটাই পরীক্ষা করা হয় টাওয়ারটিতে। নাভারের মতে, কাজের পরিবেশ আরও ভালো করার জন্য উন্নত প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে সেখানে। ভবিষ্যতের কর্মস্থল কেমন হবে, সেই ধারণাও দিচ্ছে নাভার ১৭৮৪ টাওয়ার।
তাই এই টাওয়ারে অবস্থিত স্টারবাকসে রোবটের দেখা পেলে তা হয়তো অনেক বেশি বিস্ময়ের সৃষ্টি করবে না। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত ৩৬ তলাবিশিষ্ট ভবনটিতে নাভারের রুকি রোবটগুলো স্টারবাকসে কাজ করে বেয়ারা হিসেবে। প্রতিদিনই নাভার ১৭৮৪ টাওয়ারটিতে প্রায় ১০০ রোবট স্টারবাকসের কফি, লাঞ্চ বক্স থেকে শুরু করে বিভিন্ন পার্সেল পৌঁছে দেয় কর্মীদের কাছে।
রুকি হলো ক্লাউড-ভিত্তিক রোবট। নাভার তার বট পরিষেবাভিত্তিক প্রযুক্তির প্রচারে রুকি রোবটগুলো ব্যবহার করে। এ ধরনের রোবট এআই, রোবট ও ক্লাউড (এআরসি) প্ল্যাটফরমে কাজ করে, যা নাভার ক্লাউড ও ফাইভজি নেটওয়ার্কের ওপর ভিত্তি করে পরিচালিত।
খাবার, পানীয় বা অন্যান্য আইটেম সংরক্ষণের জন্য চাকাওয়ালা রুকির একটি বগি রয়েছে, যা পছন্দসই স্থানে পরিবহন করা যায়। এ ছাড়া, নাভারের রোবোপোর্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রোবট লিফটও এই রুকি, যা ভবনটির বিভিন্ন তলায় যেতে পারে।
রুকিকে বিভিন্ন কাজে সাহায্য করার জন্য রয়েছে অ্যাম্বিডেক্স নামক দুই হাতবিশিষ্ট রোবট। স্টারবাকসে মানুষের সঙ্গে নিরাপদ মিথস্ক্রিয়া নিশ্চিত করার জন্য অ্যাম্বিডেক্সে ব্যবহার করা হয়েছে বিশেষ প্রযুক্তি। তার দিয়ে পরিচালিত এই রোবটের বিশেষত্ব হচ্ছে নির্ভুল কাজ ও গতি। ভারী জিনিস বহনেও বিশেষভাবে সক্ষম অ্যাম্বিডেক্স।
নাভারের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এটা আশ্চর্যজনক যে, এত বিশাল জায়গায় এতগুলো রোবট অবিরাম কাজ করছে। ১৭৮৪ টাওয়ারে প্রতিদিনের পরিষেবা যেন প্রতিদিনের গবেষণামূলক পরীক্ষা। এখানে প্রতিদিনের ঘটনাগুলো পরের দিনের নতুন তথ্যে পরিণত হয়।’
তিনটি প্রধান বিভাগকে কেন্দ্র করে নাভার সাজিয়েছে তাদের রোবট গবেষণা প্রচেষ্টা। সেগুলো হচ্ছে—পরিষেবাভিত্তিক রোবটকে জনপ্রিয় করা, মানুষ ও রোবটের মধ্যে স্বাভাবিক মিথস্ক্রিয়া এবং রোবটের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে