নতুন সব ফিচারসহ ম্যাকের অপারেটিং সিস্টেমের (ম্যাকওএস) নতুন ভার্সন ‘সোনোমা’ নিয়ে আসছে অ্যাপল। সোনোমোর স্টেবল আপডেট আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ম্যাকে পাওয়া যাবে। এটি নতুন ফিচারসহ ম্যাকে বেশ কিছু পরিবর্তন আনবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
যেসব মডেল ম্যাক সোনোমার সমর্থন পাবে
ম্যাকের যেসব মডেলের সঙ্গে আপডেটটি সামঞ্জস্যপূর্ণ তা তুলে ধরা হল–
ম্যাকবুক প্রো: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাকবুক এয়ার: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক মিনি: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
আইম্যাক: ২০১৯ এবং এর পরবর্তী ভার্সন
আইম্যাক প্রো: ২০১৭
ম্যাক স্টুডিও: ২০২২ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক প্রো: ২০১৯ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক সোনোমার আপডেটে যেসব ফিচার যুক্ত হবে তার বিস্তারিত আলোচনা করা হল।
ডেস্কটপ উইজেট
ম্যাকওএস সোনোমা আপডেটের মাধ্যমে আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচের মত ম্যাকেও উইজেট থাকবে। আইফোনের মত ম্যাকের উইজেটগুলোও ইন্টারঅ্যাকটিভ হবে। ম্যাকে অ্যাপগুলো ইনস্টল না করলেও আইফোনের অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উইজেটগুলোর অ্যাকসেস পাওয়া যাবে।
ডকে ওয়েব অ্যাপ যুক্ত করার সুবিধা
ম্যাক সোনোমার আপডেটে ম্যাক ব্যবহারকারীরা যেকোনো ওয়েবসাইটকে ওয়েব অ্যাপ হিসেবে ডকে যুক্ত করতে পারবে। এর ফলে ওয়েব অ্যাপ ব্যবহার আরও সহজ হয়ে যাবে।
ওয়েব অ্যাপ তৈরি করতে সাফারি থেকে ওয়েবসাইটটি খুলতে হবে। এরপর ফাইল মেনুতে গিয়ে ‘এড টু ডক’ সিলেক্ট করতে হবে। ওয়েব অ্যাপগুলো শুধুমাত্র সাধারণ টুলবারের মত কাজ করবে না, সেই সঙ্গে পুশ নোটিফিকেশনকেও সমর্থন করবে।
নতুন স্ক্রিন সেভার ও ওয়ালপেপার
ম্যাকওএস সোনোমার মাধ্যমে ম্যাকে অ্যাপল টিভির মত এরিয়াল স্ক্রিন সেভার সেট করা যাবে। স্ক্রিনসেভারগুলোতে বিশ্বের বিভিন্ন জায়গার ভিডিও ধীর গতিতে (স্লো–মোশন) দেখা যাবে। আবার আপডেটটি প্রতিটি স্ক্রিন সেভারকে একইরকম ডেস্কটপ ওয়ালপেপারে রূপান্তরের সুযোগ দেবে।
সাফারি প্রোফাইল
অ্যাপল গত জুনে সাফারির সর্বশেষ ভার্সনে ভিন্ন ভিন্ন প্রোফাইল তৈরির সুবিধা এনেছে। ফিচারটির মাধ্যমে ব্যক্তিগত কাজ ও অফিশিয়াল কাজ বা অন্য কাজের জন্য আলাদা আলাদা প্রোফাইল তৈরি করা যাবে।
অ্যাপল বলছে, প্রতিটি প্রোফাইলের ভিন্ন ভিন্ন ব্রাইজিং ইতিহাস (হিস্টরি), কুকিস, এক্সটেনশন, ট্যাব গ্রুপ ও ফেবারেটস থাকবে।
গেম মোড
ম্যাকওএস সোনোমাতে নতুন গেম মোড ফিচার থাকবে। ম্যাকে গেমিংয়ের সময় এই ফিচার সীমিতভাবে সিপিউ ও জিপিউয়ের কর্মদক্ষতাকে গুরুত্ব দেবে। নতুন আপডেটের গেম মোডে এয়ারপড ও কিছু নির্দিষ্ট কন্ট্রোলারের লেটেন্সি কমিয়ে দেবে।
নতুন সব ফিচারসহ ম্যাকের অপারেটিং সিস্টেমের (ম্যাকওএস) নতুন ভার্সন ‘সোনোমা’ নিয়ে আসছে অ্যাপল। সোনোমোর স্টেবল আপডেট আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ম্যাকে পাওয়া যাবে। এটি নতুন ফিচারসহ ম্যাকে বেশ কিছু পরিবর্তন আনবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
যেসব মডেল ম্যাক সোনোমার সমর্থন পাবে
ম্যাকের যেসব মডেলের সঙ্গে আপডেটটি সামঞ্জস্যপূর্ণ তা তুলে ধরা হল–
ম্যাকবুক প্রো: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাকবুক এয়ার: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক মিনি: ২০১৮ এবং এর পরবর্তী ভার্সন
আইম্যাক: ২০১৯ এবং এর পরবর্তী ভার্সন
আইম্যাক প্রো: ২০১৭
ম্যাক স্টুডিও: ২০২২ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক প্রো: ২০১৯ এবং এর পরবর্তী ভার্সন
ম্যাক সোনোমার আপডেটে যেসব ফিচার যুক্ত হবে তার বিস্তারিত আলোচনা করা হল।
ডেস্কটপ উইজেট
ম্যাকওএস সোনোমা আপডেটের মাধ্যমে আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচের মত ম্যাকেও উইজেট থাকবে। আইফোনের মত ম্যাকের উইজেটগুলোও ইন্টারঅ্যাকটিভ হবে। ম্যাকে অ্যাপগুলো ইনস্টল না করলেও আইফোনের অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উইজেটগুলোর অ্যাকসেস পাওয়া যাবে।
ডকে ওয়েব অ্যাপ যুক্ত করার সুবিধা
ম্যাক সোনোমার আপডেটে ম্যাক ব্যবহারকারীরা যেকোনো ওয়েবসাইটকে ওয়েব অ্যাপ হিসেবে ডকে যুক্ত করতে পারবে। এর ফলে ওয়েব অ্যাপ ব্যবহার আরও সহজ হয়ে যাবে।
ওয়েব অ্যাপ তৈরি করতে সাফারি থেকে ওয়েবসাইটটি খুলতে হবে। এরপর ফাইল মেনুতে গিয়ে ‘এড টু ডক’ সিলেক্ট করতে হবে। ওয়েব অ্যাপগুলো শুধুমাত্র সাধারণ টুলবারের মত কাজ করবে না, সেই সঙ্গে পুশ নোটিফিকেশনকেও সমর্থন করবে।
নতুন স্ক্রিন সেভার ও ওয়ালপেপার
ম্যাকওএস সোনোমার মাধ্যমে ম্যাকে অ্যাপল টিভির মত এরিয়াল স্ক্রিন সেভার সেট করা যাবে। স্ক্রিনসেভারগুলোতে বিশ্বের বিভিন্ন জায়গার ভিডিও ধীর গতিতে (স্লো–মোশন) দেখা যাবে। আবার আপডেটটি প্রতিটি স্ক্রিন সেভারকে একইরকম ডেস্কটপ ওয়ালপেপারে রূপান্তরের সুযোগ দেবে।
সাফারি প্রোফাইল
অ্যাপল গত জুনে সাফারির সর্বশেষ ভার্সনে ভিন্ন ভিন্ন প্রোফাইল তৈরির সুবিধা এনেছে। ফিচারটির মাধ্যমে ব্যক্তিগত কাজ ও অফিশিয়াল কাজ বা অন্য কাজের জন্য আলাদা আলাদা প্রোফাইল তৈরি করা যাবে।
অ্যাপল বলছে, প্রতিটি প্রোফাইলের ভিন্ন ভিন্ন ব্রাইজিং ইতিহাস (হিস্টরি), কুকিস, এক্সটেনশন, ট্যাব গ্রুপ ও ফেবারেটস থাকবে।
গেম মোড
ম্যাকওএস সোনোমাতে নতুন গেম মোড ফিচার থাকবে। ম্যাকে গেমিংয়ের সময় এই ফিচার সীমিতভাবে সিপিউ ও জিপিউয়ের কর্মদক্ষতাকে গুরুত্ব দেবে। নতুন আপডেটের গেম মোডে এয়ারপড ও কিছু নির্দিষ্ট কন্ট্রোলারের লেটেন্সি কমিয়ে দেবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
৪৪ মিনিট আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
২ ঘণ্টা আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
৩ ঘণ্টা আগেবর্তমান প্রজন্মের সাজসজ্জায় এসেছে এক অভিনব পরিবর্তন। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ আর ঠোঁটে হালকা বেগুনি রং মিলিয়ে এক ধরনের ক্লান্ত ও অবসন্ন মেকআপ লুক এখন টিকটকে খুবই জনপ্রিয়। এত দিন চেহারার যেসব ক্লান্তির চিহ্ন লুকানোর চেষ্টা করা হতো, এখন সেটাই ‘টায়ার্ড গার্ল’ নামের নতুন ট্রেন্ড।
৪ ঘণ্টা আগে