ফেসবুকে অনেক ভিডিও চোখের সামনে চলে আসে। এর মধ্যে কিছু ভিডিও বিব্রতকর হতে পারে। আর কোনো ভিডিও দেখলেই সেটির ইতিহাস স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে জমা হয়। নিজের গোপনীয়তা রক্ষা করার ভিডিওর ইতিহাস বা ওয়াচ হিস্ট্রি মুছে ফেলা জরুরি।
খুব সহজেই ফেসবুক অ্যাপ ও ব্রাউজার দিয়ে ওয়াচ হিস্ট্রি মুছে ফেলা যায়। ফেসবুকের অ্যাক্টিভিটি সেকশন থেকে ভিডিও হিস্ট্রি দেখা হয়।
ফেসবুক অ্যাপ থেকে ওয়াচ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন এবং ডান পাশের ওপরের দিকে থাকা হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন। আইওসের ক্ষেত্রে এটি ডান পাশের নিচের দিকে থাকবে।
২. এরপর সেটিংস ও প্রাইভেসি অপশনে ট্যাপ করুন। এরপর সেটিংস অপশনে ট্যাপ করুন।
৩. একটি পেজ চালু হবে। স্ক্রল করে অ্যাক্টিভিটি লগ বাটন খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন।
৪. অ্যাক্টিভিটি লগ পেজে পাবলিক পোস্ট, পাবলিক ট্যাগের মতো অপশন গুলো দেখতে পারবেন। অপশনগুলো বাঁ পাশে টেনে টেনে অ্যাক্টিভিটিগুলো থেকে ‘ভিডিও ওয়াচড’ অপশনটি নির্বাচন করুন।
৫ এরপর একটি একটি করে ভিডিওর হিস্ট্রি ডিলিট করার জন্য ভিডিও হিস্ট্রির বাঁ পাশে থাকা ডান পাশে তিন ডটে ট্যাপ করুন। এরপর ডিলিট বাটনে ট্যাপ করুন।
সবগুলো হিস্ট্রি একসঙ্গে ডিলিট করার জন্য ‘ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি’ অপশনে ট্যাপ করুন। এরপর ডিলিট করার বিষয়টি নিশ্চিত করার জন্য একটি পপ আপ দেখানো হবে। পপ আপের ‘ক্লিয়ার’ অপশনে ট্যাপ করুন।
ব্রাউজার থেকে ওয়াচ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে
১. পছন্দের ব্রাউজার থেকে ফেসবুকের ওয়েবসাইটে যান এবং নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. ডান পাশের ওপরে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
৩. ড্রপ ডাউন মেনু থেকে সেটিংস ও প্রাইভেসি অপশনে ক্লিক করুন।
৪. এরপর অ্যাক্টিভিটি লগ অপশনে ক্লিক করুন।
৫. নিচের দিকে স্ক্রল করে ‘ভিডিওস ইউ হ্যাভ ওয়াচড’ অপশনে ক্লিক করুন।
৬. ফেসবুকে যেসব ভিডিও দেখা হয়েছে সেগুলোর তালিকা দেখা যাবে।
৭. এরপর একটি একটি করে ভিডিওর হিস্ট্রি ডিলিট করার জন্য তিন ডট মেনুতে ক্লিক করুন। এরপর ডিলিট বাটনে ট্যাপ করুন।
৮. সবগুলো হিস্ট্রি একসঙ্গে ডিলিট করার জন্য ‘ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি অপশনে ট্যাপ করুন। ডিলিট করার বিষয়টি নিশ্চিত করার জন্য একটি পপআপ দেখানো হবে। পপআপের ‘ক্লিয়ার’ অপশনে ট্যাপ করুন।
ফেসবুকে অনেক ভিডিও চোখের সামনে চলে আসে। এর মধ্যে কিছু ভিডিও বিব্রতকর হতে পারে। আর কোনো ভিডিও দেখলেই সেটির ইতিহাস স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে জমা হয়। নিজের গোপনীয়তা রক্ষা করার ভিডিওর ইতিহাস বা ওয়াচ হিস্ট্রি মুছে ফেলা জরুরি।
খুব সহজেই ফেসবুক অ্যাপ ও ব্রাউজার দিয়ে ওয়াচ হিস্ট্রি মুছে ফেলা যায়। ফেসবুকের অ্যাক্টিভিটি সেকশন থেকে ভিডিও হিস্ট্রি দেখা হয়।
ফেসবুক অ্যাপ থেকে ওয়াচ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন এবং ডান পাশের ওপরের দিকে থাকা হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন। আইওসের ক্ষেত্রে এটি ডান পাশের নিচের দিকে থাকবে।
২. এরপর সেটিংস ও প্রাইভেসি অপশনে ট্যাপ করুন। এরপর সেটিংস অপশনে ট্যাপ করুন।
৩. একটি পেজ চালু হবে। স্ক্রল করে অ্যাক্টিভিটি লগ বাটন খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন।
৪. অ্যাক্টিভিটি লগ পেজে পাবলিক পোস্ট, পাবলিক ট্যাগের মতো অপশন গুলো দেখতে পারবেন। অপশনগুলো বাঁ পাশে টেনে টেনে অ্যাক্টিভিটিগুলো থেকে ‘ভিডিও ওয়াচড’ অপশনটি নির্বাচন করুন।
৫ এরপর একটি একটি করে ভিডিওর হিস্ট্রি ডিলিট করার জন্য ভিডিও হিস্ট্রির বাঁ পাশে থাকা ডান পাশে তিন ডটে ট্যাপ করুন। এরপর ডিলিট বাটনে ট্যাপ করুন।
সবগুলো হিস্ট্রি একসঙ্গে ডিলিট করার জন্য ‘ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি’ অপশনে ট্যাপ করুন। এরপর ডিলিট করার বিষয়টি নিশ্চিত করার জন্য একটি পপ আপ দেখানো হবে। পপ আপের ‘ক্লিয়ার’ অপশনে ট্যাপ করুন।
ব্রাউজার থেকে ওয়াচ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে
১. পছন্দের ব্রাউজার থেকে ফেসবুকের ওয়েবসাইটে যান এবং নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. ডান পাশের ওপরে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
৩. ড্রপ ডাউন মেনু থেকে সেটিংস ও প্রাইভেসি অপশনে ক্লিক করুন।
৪. এরপর অ্যাক্টিভিটি লগ অপশনে ক্লিক করুন।
৫. নিচের দিকে স্ক্রল করে ‘ভিডিওস ইউ হ্যাভ ওয়াচড’ অপশনে ক্লিক করুন।
৬. ফেসবুকে যেসব ভিডিও দেখা হয়েছে সেগুলোর তালিকা দেখা যাবে।
৭. এরপর একটি একটি করে ভিডিওর হিস্ট্রি ডিলিট করার জন্য তিন ডট মেনুতে ক্লিক করুন। এরপর ডিলিট বাটনে ট্যাপ করুন।
৮. সবগুলো হিস্ট্রি একসঙ্গে ডিলিট করার জন্য ‘ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি অপশনে ট্যাপ করুন। ডিলিট করার বিষয়টি নিশ্চিত করার জন্য একটি পপআপ দেখানো হবে। পপআপের ‘ক্লিয়ার’ অপশনে ট্যাপ করুন।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে