তাইওয়ানের টেক জায়ান্ট ফক্সকনের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াং লিউকে ভারতের বেসামরিক পুরস্কার ‘পদ্মভূষণে’ ভূষিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করেছে। সেখানে নাম রয়েছে প্রযুক্তি খাতের এই উদ্যোক্তার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
এ বছর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মভূষণ’ পাচ্ছেন ১৭ জন। এই পুরস্কারের জন মনোনীত ইয়াং লিউ একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা এবং উদ্ভাবক। প্রযুক্তিশিল্পে তার রয়েছে চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা।
ইয়াং লিউ তিনটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। ১৯৮৮ সালে মাদারবোর্ড কোম্পানি ইয়াং মাইক্রো সিস্টেম, পারসোনাল কম্পিউটারের চিপসেটের জন্য ১৯৯৫ সালে আইসি ডিজাইন কোম্পানি এবং ১৯৯৭ সালে আইটিএক্স নামে একটি আইটি টেক কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি।
তাইওয়ানভিত্তিক কোম্পানি ফক্সকন বিশ্বের প্রায় ৭০ শতাংশ আইফোনের প্রস্তুতকারক। বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক প্রস্তুতকারক এই কোম্পানি করোনা মহামারি ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে চীন থেকে তাদের উৎপাদন সরিয়ে নিয়েছে। দক্ষিণ ভারতে বিনিয়োগ ব্যাপক হারে বাড়িয়ে চীনের বদলে এখন ভারতে ব্যবসা সম্প্রসারিত করছে ফক্সকন।
গত বছর ইয়াং লিউ বলেছিলেন, ভারতে ব্যবসাসংক্রান্ত নীতিগুলোর সংস্কারের ফলে ইলেকট্রনিকস পণ্য উৎপাদনের পুরো বাস্তুতন্ত্রের বিকাশের বিশাল সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে উৎপাদনের ক্ষেত্রে ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ হতে যাচ্ছে।
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণের ঘোষণা দেওয়া হয়েছে। এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৩২টি পদ্ম পুরস্কার অনুমোদন করেছেন রাষ্ট্রপতি। শিল্প, সমাজকর্ম, পাবলিক অ্যাফেয়ার্স, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, নাগরিক পরিষেবায় অবদানের জন্য ‘পদ্ম পুরস্কার’ তালিকায় ‘পদ্মবিভূষণ’ পাচ্ছেন ৫ জন, ‘পদ্মভূষণ’ ১৭ জন ও ‘পদ্মশ্রী’ পাচ্ছেন ১১০ জন।
রবীন্দ্রসংগীতে অবদান রাখার জন্য এ বছর রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে মনোনীত করা হয়েছে।
প্রতিবছর ভারতের প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
তাইওয়ানের টেক জায়ান্ট ফক্সকনের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াং লিউকে ভারতের বেসামরিক পুরস্কার ‘পদ্মভূষণে’ ভূষিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করেছে। সেখানে নাম রয়েছে প্রযুক্তি খাতের এই উদ্যোক্তার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
এ বছর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মভূষণ’ পাচ্ছেন ১৭ জন। এই পুরস্কারের জন মনোনীত ইয়াং লিউ একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা এবং উদ্ভাবক। প্রযুক্তিশিল্পে তার রয়েছে চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা।
ইয়াং লিউ তিনটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। ১৯৮৮ সালে মাদারবোর্ড কোম্পানি ইয়াং মাইক্রো সিস্টেম, পারসোনাল কম্পিউটারের চিপসেটের জন্য ১৯৯৫ সালে আইসি ডিজাইন কোম্পানি এবং ১৯৯৭ সালে আইটিএক্স নামে একটি আইটি টেক কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি।
তাইওয়ানভিত্তিক কোম্পানি ফক্সকন বিশ্বের প্রায় ৭০ শতাংশ আইফোনের প্রস্তুতকারক। বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক প্রস্তুতকারক এই কোম্পানি করোনা মহামারি ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে চীন থেকে তাদের উৎপাদন সরিয়ে নিয়েছে। দক্ষিণ ভারতে বিনিয়োগ ব্যাপক হারে বাড়িয়ে চীনের বদলে এখন ভারতে ব্যবসা সম্প্রসারিত করছে ফক্সকন।
গত বছর ইয়াং লিউ বলেছিলেন, ভারতে ব্যবসাসংক্রান্ত নীতিগুলোর সংস্কারের ফলে ইলেকট্রনিকস পণ্য উৎপাদনের পুরো বাস্তুতন্ত্রের বিকাশের বিশাল সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে উৎপাদনের ক্ষেত্রে ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ হতে যাচ্ছে।
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণের ঘোষণা দেওয়া হয়েছে। এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৩২টি পদ্ম পুরস্কার অনুমোদন করেছেন রাষ্ট্রপতি। শিল্প, সমাজকর্ম, পাবলিক অ্যাফেয়ার্স, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, নাগরিক পরিষেবায় অবদানের জন্য ‘পদ্ম পুরস্কার’ তালিকায় ‘পদ্মবিভূষণ’ পাচ্ছেন ৫ জন, ‘পদ্মভূষণ’ ১৭ জন ও ‘পদ্মশ্রী’ পাচ্ছেন ১১০ জন।
রবীন্দ্রসংগীতে অবদান রাখার জন্য এ বছর রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে মনোনীত করা হয়েছে।
প্রতিবছর ভারতের প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
২ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৪ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৮ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৮ ঘণ্টা আগে