ফ্যান কেন ভেঙে বা ছিঁড়ে পড়ে
পুরো শীতকাল ফ্যান বন্ধ থাকে। নিয়মিত ব্যবহারের আগে দেখে নিন ফ্যান ঠিকমতো লাগানো আছে কি না। ক্লামের সঙ্গে জয়েন্ট ঢিলে হয়ে গেছে কি না, সেটা দেখা দরকার। ফ্যান ছিঁড়ে আহত, নিহত হওয়ার ঘটনা অনেক আছে। নাট-বল্টু ঢিলা থাকলে কিংবা ব্লেডের স্ক্রু ভালোভাবে টাইট দেওয়া না থাকলে ফ্যান ভেঙে বা ছিঁড়ে পড়তে পারে।
ফ্যানের যত্নআত্তি
অনেক দিন ফ্যান না চললে ধুলাবালু, ময়লা জমে। তাই ফ্যান শতভাগ চালুর আগেই একবার পরিষ্কার করে নিন। একটি বিষয় মনে রাখতে হবে, কিছুদিন পরপর ফ্যান পরিষ্কার করতে হবে। সিলিং ফ্যানের পাখাগুলোর ময়লা প্রথমে ফুল ঝাড়ু দিয়ে হালকা ঝেড়ে নিন। পরে ডিটারজেন্ট গোলা পানিতে একটু খাওয়ার সোডা মিশিয়ে কাপড় দিয়ে পাখা ঘষে ময়লা তুলে ফেলুন। পরে আবার শুকনো কাপড় দিয়ে মুছুন। শুরুতে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে ময়লা বেশি ছড়িয়ে পড়বে।
আরও একটি পদ্ধতি হলো—একটি পুরোনো বালিশের কভারের মধ্যে ফ্যানের ব্লেডটি ঢুকিয়ে দিন। এরপর কাপড়ের মুখ চেপে ধরে হালকা করে টেনে নিন। দেখবেন সব ময়লা কভারের মধ্যে জমা হয়েছে। শুধু সিলিং ফ্যান নয়, টেবিল ও এগজস্ট ফ্যানও একইভাবে পরিষ্কার করে নিন। বছরে তিন-চারবার এগজস্ট ফ্যানের কভার এবং মোটরের ওপর জমা ধুলাবালু পরিষ্কার করে নেওয়া উচিত।
সিলিং ফ্যানের কিছু সমস্যা
সিলিং ফ্যানের সমস্যার অন্ত নেই। এটি হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে যেতে পারে। গতি হতে পারে ধীর। আগের চেয়ে শব্দ করে অনেক বেশি। সুইচ অন কিন্তু একটি পাখাও ঘুরছে না। এই সমস্যাগুলো সুইচ পুড়ে যাওয়া, কয়েল পুড়ে যাওয়া, ক্যাপাসিটার নষ্ট হয়ে যাওয়া, রেগুলেটর পুড়ে যাওয়া, বিয়ারিং জ্যাম হয়ে আটকে যাওয়া ইত্যাদি কারণে হতে পারে। ভালো মানের ক্যাপাসিটারের দাম ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। ২০০ টাকার মধ্যে ভালো মানের সুইচ বোর্ড পাওয়া যাবে। ভালো রেগুলেটরের দাম ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। ভালো জিনিস কিনে সমস্যাগুলো দূর করুন।
ফ্যানের দরদাম
বিভিন্ন দামে বাজারে ন্যাশনাল, ওয়ালটন, ক্রাউন, যমুনা, বিআরবি ইত্যাদি ব্র্যান্ডের সিলিং ফ্যান পাওয়া যায়। আকারভেদে এসব ফ্যানের দাম ২ হাজার ২০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে।
চার্জার ফ্যান
বাজারে হরেক ব্র্যান্ডের বিভিন্ন আকারের চার্জার ফ্যান আছে। আকারভেদে এসব ফ্যানের দাম ২ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে।
ফ্যান কেন ভেঙে বা ছিঁড়ে পড়ে
পুরো শীতকাল ফ্যান বন্ধ থাকে। নিয়মিত ব্যবহারের আগে দেখে নিন ফ্যান ঠিকমতো লাগানো আছে কি না। ক্লামের সঙ্গে জয়েন্ট ঢিলে হয়ে গেছে কি না, সেটা দেখা দরকার। ফ্যান ছিঁড়ে আহত, নিহত হওয়ার ঘটনা অনেক আছে। নাট-বল্টু ঢিলা থাকলে কিংবা ব্লেডের স্ক্রু ভালোভাবে টাইট দেওয়া না থাকলে ফ্যান ভেঙে বা ছিঁড়ে পড়তে পারে।
ফ্যানের যত্নআত্তি
অনেক দিন ফ্যান না চললে ধুলাবালু, ময়লা জমে। তাই ফ্যান শতভাগ চালুর আগেই একবার পরিষ্কার করে নিন। একটি বিষয় মনে রাখতে হবে, কিছুদিন পরপর ফ্যান পরিষ্কার করতে হবে। সিলিং ফ্যানের পাখাগুলোর ময়লা প্রথমে ফুল ঝাড়ু দিয়ে হালকা ঝেড়ে নিন। পরে ডিটারজেন্ট গোলা পানিতে একটু খাওয়ার সোডা মিশিয়ে কাপড় দিয়ে পাখা ঘষে ময়লা তুলে ফেলুন। পরে আবার শুকনো কাপড় দিয়ে মুছুন। শুরুতে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে ময়লা বেশি ছড়িয়ে পড়বে।
আরও একটি পদ্ধতি হলো—একটি পুরোনো বালিশের কভারের মধ্যে ফ্যানের ব্লেডটি ঢুকিয়ে দিন। এরপর কাপড়ের মুখ চেপে ধরে হালকা করে টেনে নিন। দেখবেন সব ময়লা কভারের মধ্যে জমা হয়েছে। শুধু সিলিং ফ্যান নয়, টেবিল ও এগজস্ট ফ্যানও একইভাবে পরিষ্কার করে নিন। বছরে তিন-চারবার এগজস্ট ফ্যানের কভার এবং মোটরের ওপর জমা ধুলাবালু পরিষ্কার করে নেওয়া উচিত।
সিলিং ফ্যানের কিছু সমস্যা
সিলিং ফ্যানের সমস্যার অন্ত নেই। এটি হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে যেতে পারে। গতি হতে পারে ধীর। আগের চেয়ে শব্দ করে অনেক বেশি। সুইচ অন কিন্তু একটি পাখাও ঘুরছে না। এই সমস্যাগুলো সুইচ পুড়ে যাওয়া, কয়েল পুড়ে যাওয়া, ক্যাপাসিটার নষ্ট হয়ে যাওয়া, রেগুলেটর পুড়ে যাওয়া, বিয়ারিং জ্যাম হয়ে আটকে যাওয়া ইত্যাদি কারণে হতে পারে। ভালো মানের ক্যাপাসিটারের দাম ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। ২০০ টাকার মধ্যে ভালো মানের সুইচ বোর্ড পাওয়া যাবে। ভালো রেগুলেটরের দাম ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। ভালো জিনিস কিনে সমস্যাগুলো দূর করুন।
ফ্যানের দরদাম
বিভিন্ন দামে বাজারে ন্যাশনাল, ওয়ালটন, ক্রাউন, যমুনা, বিআরবি ইত্যাদি ব্র্যান্ডের সিলিং ফ্যান পাওয়া যায়। আকারভেদে এসব ফ্যানের দাম ২ হাজার ২০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে।
চার্জার ফ্যান
বাজারে হরেক ব্র্যান্ডের বিভিন্ন আকারের চার্জার ফ্যান আছে। আকারভেদে এসব ফ্যানের দাম ২ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
১ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৩ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৭ ঘণ্টা আগে