অনলাইন ডেস্ক
অ্যাপলের আগামী প্রজন্মের আইফোন বাজারে আসতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আইফোন ১৭ এয়ার। সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এই মডেলটি হতে পারে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন—এমনকি একটি সাধারণ কাঠের পেন্সিলের চেয়েও পাতলা।
জনপ্রিয় ইউটিউব চ্যানেল আনবক্সে থেরাপি–তে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন প্রযুক্তি ইউটিউবার লুইস হিলসেনটেগার। ভিডিওতে দেখা যায়, আইফোন ১৭ এয়ারের একটি ডামি ইউনিট মাত্র ৫ দশমিক ৬৫ এমএম পুরু। সাধারণ কাঠের পেন্সিলের পুরুত্ব প্রায় ৬ এমএম। তাই এই ফোনটি আরও পাতলা হওয়ায় প্রযুক্তি প্রেমীদের মাঝে আলোচনার ঝড় উঠেছে।
হিলসেনটেগার ভিডিওতে আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশে আইফোন ১৭ এয়ার ধরে দেখান। প্রো ম্যাক্স যেখানে প্রায় ৮ দশমিক ৭৫ মিমি পুরু, সেখানে এয়ার সংস্করণটি প্রায় অর্ধেক পুরু। তিনি বলেন, ‘এই ফোনটি হাতে ধরলেই এক ধরনের ভবিষ্যতের গ্যাজেট ধরার মতো অনুভূতি পাওয়া যায়।’
তবে এমন পাতলা ডিজাইনের কারণে আইফোনের কিছু ফিচার কম থাকতে পারে। বিভিন্ন সূত্র অনুযায়ী, আইফোন ১৭ এয়ারে পিছনে একটিমাত্র ক্যামেরা থাকবে এবং ব্যাটারির ধারণক্ষমতাও হবে কম। তবে ব্যাটারির পারফরম্যান্স সম্পর্কে এখনো নির্দিষ্ট কিছু জানা যায়নি।
আইফোন ১৭ এয়ারকে অ্যাপল ‘প্লাস’ মডেলের স্থানে বাজারজাত করা হতে পারে। ফলে অ্যাপলের আইফোন লাইনআপে স্ট্যান্ডার্ড, প্রো, প্রো ম্যাক্স-এর পাশাপাশি একটি ‘হালকা পাতলা’ ডিজাইনের বিকল্প হিসেবে থাকবে এয়ার মডেলটি।
ল্য সম্পর্কে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা না এলেও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টমস গাউড এর বরাতে জানা গেছে, আইফোন ১৭ এয়ারের দাম আইফোন ১৬ প্লাসের সমান হতে পারে, যা যুক্তরাষ্ট্রে ৮৯৯ ডলার এবং ভারতে প্রায় ৮৯ হাজার ৯০০ রুপি। তবে কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, এটি প্রো ম্যাক্সের চেয়েও বেশি দামে হতে পারে। যুক্তরাষ্ট্রে ১ হাজার ১৯৯ ডলার এবং ভারতে ১ লাখ ৪৪ হাজার ৯০০ রুপিতে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কম স্পেসিফিকেশনের ফোনের জন্য বেশি কাছে এই দাম বেশি বলে মনে হতে পারে।
এদিকে, সাময়িকভাবে কিছু ইলেকট্রনিক পণ্যের ওপর শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ফলে অ্যাপল চীনভিত্তিক উৎপাদন চালিয়ে গেলেও এখনই পণ্যের দাম বাড়ার তেমন আশঙ্কা নেই। তবে সামনের মার্কিন নির্বাচন এবং সংশ্লিষ্ট বাণিজ্যনীতির পরিবর্তনের ওপর অনেক কিছু নির্ভর করছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭ এয়ার। এটির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ এজ, যার পুরুত্ব হবে অনুমানিক ৬ দশমিক এমএম। সেক্ষেত্রে আইফোন ১৭ এয়ারের ৫ দশমিক ৬ এমএম ডিজাইন সত্যি হলে এটি হতে পারে বছরের সবচেয়ে পাতলা প্রিমিয়াম ফোন।
তবে এখনো যা কিছু দেখা যাচ্ছে, তা একটি ডামি মাত্র। অ্যাপল এই ডিজাইন নিয়ে এগোলে, এটি হতে পারে তাদের সবচেয়ে সাহসী এবং বিতর্কিত ফোন ডিজাইনের একটি।
অ্যাপলের আগামী প্রজন্মের আইফোন বাজারে আসতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আইফোন ১৭ এয়ার। সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এই মডেলটি হতে পারে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন—এমনকি একটি সাধারণ কাঠের পেন্সিলের চেয়েও পাতলা।
জনপ্রিয় ইউটিউব চ্যানেল আনবক্সে থেরাপি–তে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন প্রযুক্তি ইউটিউবার লুইস হিলসেনটেগার। ভিডিওতে দেখা যায়, আইফোন ১৭ এয়ারের একটি ডামি ইউনিট মাত্র ৫ দশমিক ৬৫ এমএম পুরু। সাধারণ কাঠের পেন্সিলের পুরুত্ব প্রায় ৬ এমএম। তাই এই ফোনটি আরও পাতলা হওয়ায় প্রযুক্তি প্রেমীদের মাঝে আলোচনার ঝড় উঠেছে।
হিলসেনটেগার ভিডিওতে আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশে আইফোন ১৭ এয়ার ধরে দেখান। প্রো ম্যাক্স যেখানে প্রায় ৮ দশমিক ৭৫ মিমি পুরু, সেখানে এয়ার সংস্করণটি প্রায় অর্ধেক পুরু। তিনি বলেন, ‘এই ফোনটি হাতে ধরলেই এক ধরনের ভবিষ্যতের গ্যাজেট ধরার মতো অনুভূতি পাওয়া যায়।’
তবে এমন পাতলা ডিজাইনের কারণে আইফোনের কিছু ফিচার কম থাকতে পারে। বিভিন্ন সূত্র অনুযায়ী, আইফোন ১৭ এয়ারে পিছনে একটিমাত্র ক্যামেরা থাকবে এবং ব্যাটারির ধারণক্ষমতাও হবে কম। তবে ব্যাটারির পারফরম্যান্স সম্পর্কে এখনো নির্দিষ্ট কিছু জানা যায়নি।
আইফোন ১৭ এয়ারকে অ্যাপল ‘প্লাস’ মডেলের স্থানে বাজারজাত করা হতে পারে। ফলে অ্যাপলের আইফোন লাইনআপে স্ট্যান্ডার্ড, প্রো, প্রো ম্যাক্স-এর পাশাপাশি একটি ‘হালকা পাতলা’ ডিজাইনের বিকল্প হিসেবে থাকবে এয়ার মডেলটি।
ল্য সম্পর্কে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা না এলেও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টমস গাউড এর বরাতে জানা গেছে, আইফোন ১৭ এয়ারের দাম আইফোন ১৬ প্লাসের সমান হতে পারে, যা যুক্তরাষ্ট্রে ৮৯৯ ডলার এবং ভারতে প্রায় ৮৯ হাজার ৯০০ রুপি। তবে কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, এটি প্রো ম্যাক্সের চেয়েও বেশি দামে হতে পারে। যুক্তরাষ্ট্রে ১ হাজার ১৯৯ ডলার এবং ভারতে ১ লাখ ৪৪ হাজার ৯০০ রুপিতে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কম স্পেসিফিকেশনের ফোনের জন্য বেশি কাছে এই দাম বেশি বলে মনে হতে পারে।
এদিকে, সাময়িকভাবে কিছু ইলেকট্রনিক পণ্যের ওপর শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ফলে অ্যাপল চীনভিত্তিক উৎপাদন চালিয়ে গেলেও এখনই পণ্যের দাম বাড়ার তেমন আশঙ্কা নেই। তবে সামনের মার্কিন নির্বাচন এবং সংশ্লিষ্ট বাণিজ্যনীতির পরিবর্তনের ওপর অনেক কিছু নির্ভর করছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭ এয়ার। এটির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ এজ, যার পুরুত্ব হবে অনুমানিক ৬ দশমিক এমএম। সেক্ষেত্রে আইফোন ১৭ এয়ারের ৫ দশমিক ৬ এমএম ডিজাইন সত্যি হলে এটি হতে পারে বছরের সবচেয়ে পাতলা প্রিমিয়াম ফোন।
তবে এখনো যা কিছু দেখা যাচ্ছে, তা একটি ডামি মাত্র। অ্যাপল এই ডিজাইন নিয়ে এগোলে, এটি হতে পারে তাদের সবচেয়ে সাহসী এবং বিতর্কিত ফোন ডিজাইনের একটি।
বিশ্ববিখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে গেছেন মার্কিন প্রকৌশলী ক্রিস্টিনা বালান। অবশেষে সেই লড়াইয়ে বড় জয় পেলেন তিনি।
১৮ মিনিট আগেএকসঙ্গে অনেকজনকে বার্তা পাঠানোর বা বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার কার্যকরী মাধ্যম হলো মেসেঞ্জার। এই প্ল্যাটফর্মে গ্রুপ খুলে পরিবার, সহপাঠী, অফিসের টিম কিংবা পুরোনো বন্ধুরা সবাইকে এক জায়গায় নিয়ে সহজেই যোগাযোগ রাখা যায়। এতে একই সময়ে সবাইকে একই বার্তা পাঠানো যায় এবং দলগত কাজ বা আড্ডা আরও উপভোগ্য হয়ে ওঠে।
২২ মিনিট আগেনতুন শুল্কনীতি প্রকাশের পর থেকে বিশ্বের সব ব্যবসায়ীর কপালে ভাঁজ এনে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; বিশেষ করে টেক ব্যবসায়ীরা চিন্তায় পড়ে গিয়েছিলেন বিভিন্ন গ্যাজেট ও ইলেকট্রনিক যন্ত্রাংশের দাম নিয়ে।
২২ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে যোগ হলো নতুন মাত্রা। ‘ডিয়া’ নামে একটি ওপেন সোর্স এআই মডেল শুধু কথা বলেই নয়; হাসি, কাশি, গলাখাঁকারি, এমনকি চিৎকারও করতে পারে।
২৫ মিনিট আগে