শাহরিয়ার ফারদিন
প্রাণ তথা জীবনের অন্যতম মৌলিক গাঠনিক উপাদান বলে বিবেচনা করা হয় নিউক্লিওটাইডকে। মানুষের বংশগতির ধারক-বাহক বলে পরিচিত ডিএনএর মৌলিক গাঠনিক উপাদানও এটি। এবার জীবনের এই মৌলিক উপাদানটিকে পরীক্ষাগারে তৈরির দাবি করেছেন জার্মানির ইউনিভার্সিটি অব কোলনের বিজ্ঞানীরা।
এ বিষয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘জার্নাল অব আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে’। নিবন্ধে বলা হয়েছে, কৃত্রিমভাবে নিউক্লিক অ্যাসিড তৈরির পথে এটি যুগান্তকারী পদক্ষেপ। তাঁরা কেবল এই নিউক্লিক অ্যাসিড কৃত্রিমভাবে সৃষ্টিই করেননি, এতে স্বাভাবিক নিউক্লিক অ্যাসিডের চেয়ে বেশ কিছু বেশি বৈশিষ্ট্যও যুক্ত করেছেন।
কৃত্রিম উপায়ে আবিষ্কৃত এই নিউক্লিকটি অ্যাসিড মানুষের দেহের ডিএনএতে স্বাভাবিক প্রক্রিয়ায় তৈরি হওয়া নিউক্লিক অ্যাসিডের চেয়ে বেশি স্থিতিশীল। এই বিষয়টি ভবিষ্যতে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা দেবে বলে জানিয়েছেন প্রকল্পটির অন্যতম গবেষক ড. স্টেফানি ক্যাথ শর।
ক্যাথ শর বলছেন, ‘কৃত্রিম উপায়ে তৈরি এই নিউক্লিওটাইড ব্যবহার করে ডিএনএ ও আরএনএর ছোট ছোট সিকোয়েন্স বা অ্যাপটেমারস সৃষ্টি করা সম্ভব হবে। এসব ছোট ছোট সিকোয়েন্স কোষের কর্মকাণ্ড নিয়ন্ত্রণেও ব্যবহার করা সম্ভব।’ বিশেষ করে, বিভিন্ন জটিল রোগের ক্ষেত্রে একেবারে নির্দিষ্ট কোষ ধরে ধরে প্রয়োজনীয় ওষুধ ব্যবহারের কাজটি সহজ করে দেবে এই কৃত্রিম নিউক্লিওটাইড।
এ ছাড়া মানুষের শরীরে বিভিন্ন রোগবালাই শনাক্ত করার ক্ষেত্রেও এই কৃত্রিম নিউক্লিওটাইড ব্যবহার করা সম্ভব। ড. শরের মতে, মানুষের শরীরের বিভিন্ন ধরনের প্রোটিন ভাইরাস ও অন্যান্য জৈব উপাদান শনাক্ত করার কাজেও ব্যবহার করা সম্ভব এটিকে।
তথ্যসূত্র: সায়েন্স ডেইলি
প্রাণ তথা জীবনের অন্যতম মৌলিক গাঠনিক উপাদান বলে বিবেচনা করা হয় নিউক্লিওটাইডকে। মানুষের বংশগতির ধারক-বাহক বলে পরিচিত ডিএনএর মৌলিক গাঠনিক উপাদানও এটি। এবার জীবনের এই মৌলিক উপাদানটিকে পরীক্ষাগারে তৈরির দাবি করেছেন জার্মানির ইউনিভার্সিটি অব কোলনের বিজ্ঞানীরা।
এ বিষয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘জার্নাল অব আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে’। নিবন্ধে বলা হয়েছে, কৃত্রিমভাবে নিউক্লিক অ্যাসিড তৈরির পথে এটি যুগান্তকারী পদক্ষেপ। তাঁরা কেবল এই নিউক্লিক অ্যাসিড কৃত্রিমভাবে সৃষ্টিই করেননি, এতে স্বাভাবিক নিউক্লিক অ্যাসিডের চেয়ে বেশ কিছু বেশি বৈশিষ্ট্যও যুক্ত করেছেন।
কৃত্রিম উপায়ে আবিষ্কৃত এই নিউক্লিকটি অ্যাসিড মানুষের দেহের ডিএনএতে স্বাভাবিক প্রক্রিয়ায় তৈরি হওয়া নিউক্লিক অ্যাসিডের চেয়ে বেশি স্থিতিশীল। এই বিষয়টি ভবিষ্যতে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা দেবে বলে জানিয়েছেন প্রকল্পটির অন্যতম গবেষক ড. স্টেফানি ক্যাথ শর।
ক্যাথ শর বলছেন, ‘কৃত্রিম উপায়ে তৈরি এই নিউক্লিওটাইড ব্যবহার করে ডিএনএ ও আরএনএর ছোট ছোট সিকোয়েন্স বা অ্যাপটেমারস সৃষ্টি করা সম্ভব হবে। এসব ছোট ছোট সিকোয়েন্স কোষের কর্মকাণ্ড নিয়ন্ত্রণেও ব্যবহার করা সম্ভব।’ বিশেষ করে, বিভিন্ন জটিল রোগের ক্ষেত্রে একেবারে নির্দিষ্ট কোষ ধরে ধরে প্রয়োজনীয় ওষুধ ব্যবহারের কাজটি সহজ করে দেবে এই কৃত্রিম নিউক্লিওটাইড।
এ ছাড়া মানুষের শরীরে বিভিন্ন রোগবালাই শনাক্ত করার ক্ষেত্রেও এই কৃত্রিম নিউক্লিওটাইড ব্যবহার করা সম্ভব। ড. শরের মতে, মানুষের শরীরের বিভিন্ন ধরনের প্রোটিন ভাইরাস ও অন্যান্য জৈব উপাদান শনাক্ত করার কাজেও ব্যবহার করা সম্ভব এটিকে।
তথ্যসূত্র: সায়েন্স ডেইলি
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১২ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৫ ঘণ্টা আগে