Ajker Patrika

প্রতিদিন ছড়িয়ে পড়ছে নতুন ৪ লাখ কম্পিউটার ভাইরাস

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৮: ৩৬
প্রতিদিন ছড়িয়ে পড়ছে নতুন ৪ লাখ কম্পিউটার ভাইরাস

কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা অজ্ঞাতে নিজেই নিজের অনুলিপি তৈরি করতে পারে। কম্পিউটার ভাইরাস বিভিন্নভাবে সফটওয়্যার ও হার্ডওয়্যারের ক্ষতি করতে পারে। ইন্টারনেটে ছড়িয়ে থাকা কোটি কোটি ভাইরাসের কারণে আমাদের ডিভাইসগুলো সব সময়ই বড় নিরাপত্তা হুমকিতে থাকে। 

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আরও বড় দুঃসংবাদ হচ্ছে, প্রায় ৩ লাখ ৫০ হাজার নতুন কম্পিউটার ভাইরাস এবং ক্ষতিকারক প্রোগ্রাম প্রতিদিন ছড়িয়ে পড়ছে। সাধারণত ভাইরাসের ধরনে ভিন্নতা থাকলে অ্যান্টিভাইরাসগুলো ভাইরাস শনাক্ত করতে বেশ সময় নেয়। এতে করে নিরাপত্তা ঝুঁকি রয়েই যায়। তাই প্রতিদিন এতো লাখ লাখ ভাইরাস ছড়িয়ে পড়া অ্যান্টিভাইরাস ব্যবহারকারীদের জন্যও অনেক ক্ষেত্রে দুঃচিন্তার কারণ। 

আইটি নিরাপত্তা পণ্যের কার্যকারিতা বিশ্লেষক জার্মান প্রতিষ্ঠান এভি-টেস্ট ইনস্টিটিউট অনুযায়ী, প্রতিদিন ৩ লাখ ৫০ হাজার ম্যালওয়্যার, অবাঞ্ছিত অ্যাপ্লিকেশন এবং ভাইরাস শনাক্ত করা হয়। ২০২১ সালে এর সংখ্যা মোট ১১৯ কোটি ছাড়িয়ে গেছে। 

বিভিন্ন পরিসংখ্যান বলছে, ৭০ শতাংশ ভাইরাসই তৈরি হয় চুক্তিভিত্তিক। হ্যাকারেরা বিভিন্ন সংস্থার হয়ে এটি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত