যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত চীনা কোম্পানি হুয়াওয়ে ও টেক জায়ান্ট অ্যাপলের মধ্যে যখন তীব্র প্রতিযোগিতা চলছে, তখন নিজেকে ‘অ্যাপলের ভক্ত’ বলে চমকে দিয়েছেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেংফেই। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
চীনের প্রযুক্তি উদ্যোক্তা রেন গত মাসে অনুষ্ঠিত হওয়া হুয়াওয়ের আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষাবিদদের বলেন, তিনি যেকোনো বিদেশি ব্র্যান্ডের প্রতি ‘জেনফোবিয়া’ (বিদেশি বা অপরিচিত মানুষের প্রতি ভয় বা ঘৃণা) প্রদর্শনের বিরুদ্ধে। অ্যাপলকে তিনি মূল্যবান শিক্ষক হিসেবে দেখেন।
রেন বলেন, ‘অ্যাপলের পণ্য কেন এত ভালো তা নিয়ে আমরা মাঝে মধ্যেই ভাবি এবং অ্যাপলের সঙ্গে আমাদের পার্থক্যও দেখতে পারি।’
তিনি এ রকম শিক্ষকের কাছ থেকে জানার সুযোগ পেয়ে ও তুলনা করতে পেরে অনেক খুশি। তাই তাকে অ্যাপলের ভক্ত বললে ভুল হবে না। তিনি আরও বলেন, তার মেয়েও অ্যাপলের পণ্য ব্যবহার করে।
২০১৯ সালের এক সাক্ষাৎকারে অ্যাপলের কোম্পানির প্রশংসা করে রেন বলেন, গোপনীয়তা সুরক্ষার (প্রাইভেসি প্রটেকশন) ক্ষেত্রে তিনি অ্যাপলকে অনুসরণ করেন।
তিনি এই মন্তব্য তখন করলেন যখন হুয়াওয়ের নতুন ফোন মেট ৬০ প্রো ও মেট ৬০ প্রো প্লাস ৫জি বাজারে এসে চীনে স্বদেশপ্রেমের উচ্ছ্বাস সৃষ্টি করেছে। ফোনগুলো চীনের কিরিন ৯০০০ প্রসেসর দিয়ে তৈরি যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অমান্য করার প্রতীক হয়ে উঠেছে।
রেন এ সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরে তাদের কোম্পানি চিপ তৈরির উপাদান সংগ্রহে অন্য প্ল্যাটফর্মে নজর দেয়। এখন তারা নিজেদের প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছেন। প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রের মত একই ভিত্তি নিয়ে না হলেও এরা একে অপরের সঙ্গে সংযুক্ত হবে।
নতুন মেট ৬০ প্রো মডেলটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। স্মার্টফোনের বাজারে হুয়াওয়ে ব্যবসা পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে, যদিও কোম্পানিটি আইফোন ১৫ সিরিজের সঙ্গে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হবে। দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল–জুন) চীনের শীর্ষ পাঁচটি স্মার্টফোন বিক্রির তালিকায় হুয়াওয়ে ফিরে এসেছে।
চীনের সংবাদমাধ্যম সিকিউরিটিস ডেইলি এর মতে, কোম্পানিটি ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে স্মার্টফোনে চালানের লক্ষ্য ২০ শতাংশ বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত চীনা কোম্পানি হুয়াওয়ে ও টেক জায়ান্ট অ্যাপলের মধ্যে যখন তীব্র প্রতিযোগিতা চলছে, তখন নিজেকে ‘অ্যাপলের ভক্ত’ বলে চমকে দিয়েছেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেংফেই। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
চীনের প্রযুক্তি উদ্যোক্তা রেন গত মাসে অনুষ্ঠিত হওয়া হুয়াওয়ের আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষাবিদদের বলেন, তিনি যেকোনো বিদেশি ব্র্যান্ডের প্রতি ‘জেনফোবিয়া’ (বিদেশি বা অপরিচিত মানুষের প্রতি ভয় বা ঘৃণা) প্রদর্শনের বিরুদ্ধে। অ্যাপলকে তিনি মূল্যবান শিক্ষক হিসেবে দেখেন।
রেন বলেন, ‘অ্যাপলের পণ্য কেন এত ভালো তা নিয়ে আমরা মাঝে মধ্যেই ভাবি এবং অ্যাপলের সঙ্গে আমাদের পার্থক্যও দেখতে পারি।’
তিনি এ রকম শিক্ষকের কাছ থেকে জানার সুযোগ পেয়ে ও তুলনা করতে পেরে অনেক খুশি। তাই তাকে অ্যাপলের ভক্ত বললে ভুল হবে না। তিনি আরও বলেন, তার মেয়েও অ্যাপলের পণ্য ব্যবহার করে।
২০১৯ সালের এক সাক্ষাৎকারে অ্যাপলের কোম্পানির প্রশংসা করে রেন বলেন, গোপনীয়তা সুরক্ষার (প্রাইভেসি প্রটেকশন) ক্ষেত্রে তিনি অ্যাপলকে অনুসরণ করেন।
তিনি এই মন্তব্য তখন করলেন যখন হুয়াওয়ের নতুন ফোন মেট ৬০ প্রো ও মেট ৬০ প্রো প্লাস ৫জি বাজারে এসে চীনে স্বদেশপ্রেমের উচ্ছ্বাস সৃষ্টি করেছে। ফোনগুলো চীনের কিরিন ৯০০০ প্রসেসর দিয়ে তৈরি যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অমান্য করার প্রতীক হয়ে উঠেছে।
রেন এ সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরে তাদের কোম্পানি চিপ তৈরির উপাদান সংগ্রহে অন্য প্ল্যাটফর্মে নজর দেয়। এখন তারা নিজেদের প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছেন। প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রের মত একই ভিত্তি নিয়ে না হলেও এরা একে অপরের সঙ্গে সংযুক্ত হবে।
নতুন মেট ৬০ প্রো মডেলটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। স্মার্টফোনের বাজারে হুয়াওয়ে ব্যবসা পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে, যদিও কোম্পানিটি আইফোন ১৫ সিরিজের সঙ্গে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হবে। দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল–জুন) চীনের শীর্ষ পাঁচটি স্মার্টফোন বিক্রির তালিকায় হুয়াওয়ে ফিরে এসেছে।
চীনের সংবাদমাধ্যম সিকিউরিটিস ডেইলি এর মতে, কোম্পানিটি ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে স্মার্টফোনে চালানের লক্ষ্য ২০ শতাংশ বাড়িয়েছে।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
৩ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১২ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৬ ঘণ্টা আগে