Ajker Patrika

রিমোট হবে আইফোন

কুহেলী রহমান
রিমোট হবে আইফোন

টিভির রিমোট নিয়ে কাড়াকাড়ি করার দিন শেষ হয়ে এল। আপনার প্রিয় স্মার্টফোনটির ওপরে অডিও জ্যাকের পাশে কি একটি ছোট্ট বিন্দু আছে? যদি থেকে থাকে তবে আপনার সেটিই হয়ে উঠতে পারে ইউনিভার্সাল রিমোট। এটি ব্যবহার করে বাড়ির এসি ও টিভি কন্ট্রোল করা যাবে এখন থেকে। 

রিমোট ইনফ্রারেড রশ্মির সাহায্যে কাজ করে। আইফোন ব্যবহারকারীদের জন্য এমন কিছু অ্যাপ রয়েছে, যার মাধ্যমে সেটিকে রিমোট কন্ট্রোলে পরিণত করা যায়। 

আইফোনকে যেভাবে টিভির রিমোট বানাবেন, অ্যাপ স্টোর থেকে টিভি রিমোট কন্ট্রোল অ্যাপ ডাউনলোড করুন। 

এরপর মোবাইল ফোন ও স্মার্ট টিভিকে একই নেটওয়ার্কে সংযুক্ত করুন। এবার আইফোনে স্মার্ট রিমোট কন্ট্রোল অ্যাপটি খুলুন এবং টিভির নাম সিলেক্ট করে সংযুক্ত করুন। 

এরপর আপনার আইফোন রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করবে। 

তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত