Ajker Patrika

বাংলালিংকের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম

প্রযুক্তি ডেস্ক
বাংলালিংকের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম

টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক একটি ভিন্নধর্মী ডিজিটাল উদ্যোগ নিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করেছে। এটির নাম ‘ডিজিরেভোলিউশন’। 

বাংলালিংক এক বিজ্ঞপ্তিতে জানায়, ১২ সপ্তাহব্যাপী প্রোগ্রামটি ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। ডিজিরেভোলিউশন এর মাধ্যমে তারা অ্যানালিটিক্স, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং ও অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টের ওপর প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ পাবে। 

বাংলালিংক জানিয়েছে, বাছাইকৃত শিক্ষার্থীরা এই উদ্যোগের আওতায় বাংলালিংকের অভিজ্ঞ পেশাদারদের তত্ত্বাবধানে বিভিন্ন ভার্চুয়াল লার্নিং সেশনে অংশগ্রহণ করবে। 

বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, মেধাবী তরুণদের প্রতিভার প্রতি আমাদের আস্থা রয়েছে। ভবিষ্যতের জন্য উপযুক্ত জনশক্তি সৃষ্টির লক্ষে আমরা তাদেরকে আধুনিক প্রশিক্ষণের সুযোগ দিতে চাই। 

জানা গেছে, সেশনগুলোতে ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, বিজনেস ইন্টেলিজেন্স ও অ্যানালাইসিস, অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদি গুরুত্বপূর্ণ পেশাগত বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি সেশন শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়নের ব্যবস্থাও থাকবে এই প্রোগ্রামে। 

বাংলালিংক-এর অভিজ্ঞ পেশাজীবীদের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিতে অবশ্যই ভূমিকা রাখবে। বর্তমানে চাকরির বাজারে এসব বিষয়ের অনেক চাহিদা রয়েছে। 

প্রযুক্তির মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের উদ্দেশ্যে এই ধরনের উদ্যোগ নিয়মিত গ্রহণ করতে থাকবে বাংলালিংক। এ জন্য তারা বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত