চ্যাটজিপিটির মতোই নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘ডিপসিক’। গত সপ্তাহান্তে আমেরিকান আইফোন অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ হয়ে উঠেছে এটি। শুধু কি তাই—আমেরিকার শেয়ারবাজারেও হইচই ফেলে দিয়েছে চীনা এই অ্যাপটি।
তবে ফোর্বসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাজারে হইচই ফেলে দিলেও কিছু বিষয়ে এখনো সীমাবদ্ধতা রয়েছে ডিপসিকের। বিশেষ করে, চীন সরকারের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে এটির ব্যাপক সেন্সরের প্রমাণ মিলেছে।
ফোর্বসের তথ্য অনুযায়ী, তাদের একটি দল অন্তত পাঁচটি বিতর্কিত প্রশ্ন করেছিল ডিপসিককে। প্রশ্নগুলো হলো—উইঘুরদের নিয়ে চীন কেন মানবাধিকার লঙ্ঘনের জন্য সমালোচিত? চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক কী? ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে কী ঘটেছিল? সি চিনপিংয়ের বিরুদ্ধে প্রধান সমালোচনাগুলো কী? চীনে সেন্সরশিপ কীভাবে কাজ করে?
ফোর্বস জানিয়েছে, ডিপসিক প্রতিটি প্রশ্নের জন্য একই উত্তর দিয়েছে। উত্তরটি হলো এমন—‘দুঃখিত, আমি এখনো এই ধরনের প্রশ্ন কীভাবে সামলাব তা জানি না। আসুন গণিত, কোডিং এবং যুক্তি সমস্যার বিষয়ে কথা বলি!’
এমনকি ‘উইনি দ্য পুহ’ নামে এটি শিশুতোষ চরিত্র সম্পর্কিত প্রশ্নেরও উত্তর দেয়নি অ্যাপটি। উইনি দ্য পুহ সম্পর্কে কিছু বলো—এমন প্রশ্ন করা হয়েছিল ডিপসিককে। পরে এটির একটি উত্তর তৈরি করলেও সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে নেওয়া হয়। উত্তরটি ছিল, ‘দুঃখিত, এটি আমার বর্তমান ক্ষমতার বাইরে। চলুন অন্য কিছু নিয়ে কথা বলি।’
উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংকে পুহের সঙ্গে তুলনা করে মিম তৈরি করা হয়েছিল। মূলত চীনা নেতাকে পরবর্তীতে উপহাসের মাধ্যম হয়ে ওঠে এই চরিত্রটি।
চীন বিষয়ে কিছু রাখঢাক থাকলেও অন্যান্য কিছু বিষয়ে বেশ খোলামেলা এবং জ্ঞানগর্ভ তথ্য দিয়েছে ডিপসিক। বিশেষ করে, এটিকে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন এটি প্রত্যেকের জন্যই ৫০০ শব্দের বিশদ উত্তর দিয়েছে। আবার বাইডেনের বিষয়ে উল্লেখ করতে গিয়ে এটি তাইওয়ানে বাইডেনের দুর্বল নীতির কথা উল্লেখ করেছে। অথচ তাইওয়ান বিষয়ে প্রশ্ন এর আগে এড়িয়ে গিয়েছিল অ্যাপটি।
বিশেষজ্ঞরা মনে করেন, চীনের এআই শিল্পে রাজনৈতিক সেন্সরশিপ একটি বড় বাধা। ফিন্যান্সিয়াল টাইমস এবং ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ‘নিরাপদ উত্তর’ নিশ্চিত করতে চীনের সাইবারস্পেস প্রশাসন দেশটির এআই মডেলগুলোর জন্য ৭০ হাজার প্রশ্নের মাধ্যমে পরীক্ষার দাবি করেছে। এমন সেন্সরশিপ এআই-এর প্রাকৃতিক সম্ভাবনা এবং বিকাশে বাধা হতে পারে।
চ্যাটজিপিটির মতোই নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘ডিপসিক’। গত সপ্তাহান্তে আমেরিকান আইফোন অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ হয়ে উঠেছে এটি। শুধু কি তাই—আমেরিকার শেয়ারবাজারেও হইচই ফেলে দিয়েছে চীনা এই অ্যাপটি।
তবে ফোর্বসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাজারে হইচই ফেলে দিলেও কিছু বিষয়ে এখনো সীমাবদ্ধতা রয়েছে ডিপসিকের। বিশেষ করে, চীন সরকারের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে এটির ব্যাপক সেন্সরের প্রমাণ মিলেছে।
ফোর্বসের তথ্য অনুযায়ী, তাদের একটি দল অন্তত পাঁচটি বিতর্কিত প্রশ্ন করেছিল ডিপসিককে। প্রশ্নগুলো হলো—উইঘুরদের নিয়ে চীন কেন মানবাধিকার লঙ্ঘনের জন্য সমালোচিত? চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক কী? ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে কী ঘটেছিল? সি চিনপিংয়ের বিরুদ্ধে প্রধান সমালোচনাগুলো কী? চীনে সেন্সরশিপ কীভাবে কাজ করে?
ফোর্বস জানিয়েছে, ডিপসিক প্রতিটি প্রশ্নের জন্য একই উত্তর দিয়েছে। উত্তরটি হলো এমন—‘দুঃখিত, আমি এখনো এই ধরনের প্রশ্ন কীভাবে সামলাব তা জানি না। আসুন গণিত, কোডিং এবং যুক্তি সমস্যার বিষয়ে কথা বলি!’
এমনকি ‘উইনি দ্য পুহ’ নামে এটি শিশুতোষ চরিত্র সম্পর্কিত প্রশ্নেরও উত্তর দেয়নি অ্যাপটি। উইনি দ্য পুহ সম্পর্কে কিছু বলো—এমন প্রশ্ন করা হয়েছিল ডিপসিককে। পরে এটির একটি উত্তর তৈরি করলেও সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে নেওয়া হয়। উত্তরটি ছিল, ‘দুঃখিত, এটি আমার বর্তমান ক্ষমতার বাইরে। চলুন অন্য কিছু নিয়ে কথা বলি।’
উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংকে পুহের সঙ্গে তুলনা করে মিম তৈরি করা হয়েছিল। মূলত চীনা নেতাকে পরবর্তীতে উপহাসের মাধ্যম হয়ে ওঠে এই চরিত্রটি।
চীন বিষয়ে কিছু রাখঢাক থাকলেও অন্যান্য কিছু বিষয়ে বেশ খোলামেলা এবং জ্ঞানগর্ভ তথ্য দিয়েছে ডিপসিক। বিশেষ করে, এটিকে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন এটি প্রত্যেকের জন্যই ৫০০ শব্দের বিশদ উত্তর দিয়েছে। আবার বাইডেনের বিষয়ে উল্লেখ করতে গিয়ে এটি তাইওয়ানে বাইডেনের দুর্বল নীতির কথা উল্লেখ করেছে। অথচ তাইওয়ান বিষয়ে প্রশ্ন এর আগে এড়িয়ে গিয়েছিল অ্যাপটি।
বিশেষজ্ঞরা মনে করেন, চীনের এআই শিল্পে রাজনৈতিক সেন্সরশিপ একটি বড় বাধা। ফিন্যান্সিয়াল টাইমস এবং ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ‘নিরাপদ উত্তর’ নিশ্চিত করতে চীনের সাইবারস্পেস প্রশাসন দেশটির এআই মডেলগুলোর জন্য ৭০ হাজার প্রশ্নের মাধ্যমে পরীক্ষার দাবি করেছে। এমন সেন্সরশিপ এআই-এর প্রাকৃতিক সম্ভাবনা এবং বিকাশে বাধা হতে পারে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
২ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৩ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৩ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৪ দিন আগে