সাদাত হোসেন
‘ভূতের সিনেমা বা কোনো ভৌতিক দৃশ্য দেখলে মস্তিষ্কের ইতিবাচক পরিবর্তন হয়।’ কথাটি বলেছিলেন যুক্তরাজ্যের এডিনবরার কুইন মার্গারেট বিশ্ববিদ্যালয়ের নিউরোসাইকোলজিস্ট ডক্টর ক্রিস্টেন নোলস। ভৌতিক দৃশ্য দেখলে মস্তিষ্কে এন্ডোরফিন ও ডোপামিন নামে দুটি হরমোন নিঃসরণ হয়। এই দুই হরমোন মানবদেহে ব্যথানাশক হিসেবে কাজ করে। কিন্তু আপনি যদি হরর বা ভৌতিক ফিল্মের অনুরাগী হন, তাহলে আপনি হরর গেমগুলো আরও বেশি পছন্দ করবেন।
রেসিডেন্ট ইভল
গেমটি প্লে-স্টেশনের জন্য প্রথম আনা হয় ১৯৯৬ সালে। হরর গেমগুলোর মধ্যে রেসিডেন্ট ইভল অন্যতম। ফ্র্যাঞ্চাইজিটি পরে অ্যাকশনভিত্তিক গেমও নিয়ে আসে। কিন্তু পরে আবার ভৌতিক গেম আনা শুরু করে। বিশেষ করে এর সর্বশেষ পর্ব রেসিডেন্ট ইভল ভিলেজ একটি বড় হিট।
ডেড স্পেস
রিডলি স্কটের এলিয়েন ইতিমধ্যে প্রমাণ করেছে যে এটি মহাজগৎ ও ভৌতিক উপাদানের দুর্দান্ত সমন্বয়। এই গেমটি প্রমাণ করেছে যে ভিডিও গেমের মাধ্যমে চলচ্চিত্রের চেয়ে বেশি গল্প তুলে ধরা যায়। এটিকে সর্বকালের শ্রেষ্ঠ গেমগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।
অ্যামনেশিয়া: দ্য ডার্ক ডিসেন্ট
সপ্তাহান্তের ছুটিতে খেলার জন্য সেরা গেম অ্যামনেশিয়া: দ্য ডার্ক ডিসেন্ট। সারভাইভাল হরর গেমগুলো সাধারণত জীবিত থাকার বিষয়ে হয়। অ্যামনেশিয়াও সে রকমই একটি গেম। কিন্তু এ গেমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ করা হয়েছে, তা হলো সুস্থ থাকা। এই গেমটিও বেশ জনপ্রিয়।
আউটলাস্ট
২০১০ সালের বেশির ভাগ হরর গেম খেয়াল করলে দেখা যায় সেগুলো থার্ড পারসন ভিউ। আউটলাস্ট এমন একটি গেম, যা সেই সময় ফার্স্ট পারসন হিসেবে তৈরি করা হয়। এই হরর গেমে আপনি একজন সাংবাদিকের ভূমিকায় খেলার সুযোগ পাবেন।
‘ভূতের সিনেমা বা কোনো ভৌতিক দৃশ্য দেখলে মস্তিষ্কের ইতিবাচক পরিবর্তন হয়।’ কথাটি বলেছিলেন যুক্তরাজ্যের এডিনবরার কুইন মার্গারেট বিশ্ববিদ্যালয়ের নিউরোসাইকোলজিস্ট ডক্টর ক্রিস্টেন নোলস। ভৌতিক দৃশ্য দেখলে মস্তিষ্কে এন্ডোরফিন ও ডোপামিন নামে দুটি হরমোন নিঃসরণ হয়। এই দুই হরমোন মানবদেহে ব্যথানাশক হিসেবে কাজ করে। কিন্তু আপনি যদি হরর বা ভৌতিক ফিল্মের অনুরাগী হন, তাহলে আপনি হরর গেমগুলো আরও বেশি পছন্দ করবেন।
রেসিডেন্ট ইভল
গেমটি প্লে-স্টেশনের জন্য প্রথম আনা হয় ১৯৯৬ সালে। হরর গেমগুলোর মধ্যে রেসিডেন্ট ইভল অন্যতম। ফ্র্যাঞ্চাইজিটি পরে অ্যাকশনভিত্তিক গেমও নিয়ে আসে। কিন্তু পরে আবার ভৌতিক গেম আনা শুরু করে। বিশেষ করে এর সর্বশেষ পর্ব রেসিডেন্ট ইভল ভিলেজ একটি বড় হিট।
ডেড স্পেস
রিডলি স্কটের এলিয়েন ইতিমধ্যে প্রমাণ করেছে যে এটি মহাজগৎ ও ভৌতিক উপাদানের দুর্দান্ত সমন্বয়। এই গেমটি প্রমাণ করেছে যে ভিডিও গেমের মাধ্যমে চলচ্চিত্রের চেয়ে বেশি গল্প তুলে ধরা যায়। এটিকে সর্বকালের শ্রেষ্ঠ গেমগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।
অ্যামনেশিয়া: দ্য ডার্ক ডিসেন্ট
সপ্তাহান্তের ছুটিতে খেলার জন্য সেরা গেম অ্যামনেশিয়া: দ্য ডার্ক ডিসেন্ট। সারভাইভাল হরর গেমগুলো সাধারণত জীবিত থাকার বিষয়ে হয়। অ্যামনেশিয়াও সে রকমই একটি গেম। কিন্তু এ গেমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ করা হয়েছে, তা হলো সুস্থ থাকা। এই গেমটিও বেশ জনপ্রিয়।
আউটলাস্ট
২০১০ সালের বেশির ভাগ হরর গেম খেয়াল করলে দেখা যায় সেগুলো থার্ড পারসন ভিউ। আউটলাস্ট এমন একটি গেম, যা সেই সময় ফার্স্ট পারসন হিসেবে তৈরি করা হয়। এই হরর গেমে আপনি একজন সাংবাদিকের ভূমিকায় খেলার সুযোগ পাবেন।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১২ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৫ ঘণ্টা আগে