টি এইচ মাহির
গুগল মানেই নতুন নতুন ডিভাইস ও অ্যাপ্লিকেশনের চমক। প্রতিবছর তাদের গবেষণা দল প্রযুক্তিজগতে নতুন কিছু নিয়ে আসে। এ বছরের শেষে বাজারে আসছে গুগলের কয়েকটি চমকে দেওয়ার মতো ডিভাইস ও ফিচার। এবারের বিশেষত্ব হলো, গুগল তাদের সব নতুন প্রযুক্তির সঙ্গে এআই প্রযুক্তিকে আরও উন্নত পরিসরে ব্যবহার করছে। গুগলের এই আসন্ন ডিভাইস ও ফিচারগুলো প্রযুক্তির দুনিয়ায় নতুন উদাহরণ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
জেমিনাই ফর হোম
গুগলের আলোচিত প্রযুক্তিগুলোর একটি হলো জেমিনাই। এবার এটি স্মার্ট হোম ডিভাইসগুলোতে যুক্ত হতে যাচ্ছে জেমিনাই ফর হোম নামে। এটি গুগল অ্যাসিস্ট্যান্টকে প্রতিস্থাপন করবে স্মার্ট স্পিকার ও স্মার্ট ডিসপ্লেতে। জেমিনাই ফর হোম ব্যবহারকারীদের আরও উন্নত বাস্তবসম্মত ভাষা বোঝা, জটিল কমান্ড ও অন্যান্য ফিচারের সঙ্গে আরও ভালোভাবে মিলে কাজ করবে। আগামী অক্টোবর থেকে এটি বাজারে আসছে, থাকবে ফ্রি ও সাবস্ক্রিপশন, দুই সংস্করণ।
এই এআই সাপোর্টেড ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে করা যাবে নানা কাজ। সেগুলোর মধ্যে আছে:
গুগল বিম
ভিডিও যোগাযোগের জন্য আমরা কমবেশি সবাই গুগল মিট ব্যবহার করি। তবে গুগল এবার নিয়ে আসছে আরও উন্নত টেলিপ্রেজেন্স প্রযুক্তি, যা ভবিষ্যতের ভিডিও কলকে এক নতুন মাত্রা দিতে পারে। কয়েক বছর আগে শুরু হওয়া প্রজেক্ট স্টারলাইনই এখন গুগল বিম নামে পরিচিত। বিশেষ চশমা বা হেডসেট ছাড়াই এটি ব্যবহারকারীকে বাস্তবসম্মত ত্রিমাত্রিক রূপ দিতে সক্ষম। কল্পনা করুন, যেন একটি জাদুর আয়নার ওপারে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন থ্রিডি বা ত্রিমাত্রিক আকারে।
এই অভিজ্ঞতা সম্ভব হয়েছে কম্পিউটার ভিশন, মেশিন লার্নিং, স্পেশাল অডিও এবং রিয়েল-টাইম কমপ্রেশন প্রযুক্তির সমন্বয়ে। সম্প্রতি গুগল ও এইচপি যৌথভাবে গুগল বিম ডিভাইস উন্মোচন করেছে। দেখতে অনেকটা বড় মনিটরের মতো এ ডিভাইসে রয়েছে একাধিক ক্যামেরা ও সেন্সর, যা ব্যবহারকারীর থ্রিডি ছবি ফুটিয়ে তোলে। তবে ভোক্তাপর্যায়ে এখনই এটি পাওয়া যাবে না। প্রাথমিকভাবে কেবল অফিস, শিল্পপ্রতিষ্ঠান ও বিশেষ গ্রাহকদের জন্য সীমিতভাবে উন্মুক্ত করা হয়েছে এটি।
নেস্ট ডোরবেল
স্মার্ট হোম ডিভাইস তৈরিতে গুগল দীর্ঘদিন ধরে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এবার আসছে এআই-চালিত স্মার্ট ডোরবেল। নেস্ট ডোরবেল, নেস্ট ক্যাম ইনডোর ও নেস্ট ক্যাম আউটডোর নামে তিনটি ডিভাইস আগামী অক্টোবরের হার্ডওয়্যার ইভেন্টে উন্মুক্ত করবে গুগল। নতুন নেস্ট ডোরবেলে থাকবে টু-কে রেজল্যুশনে ভিডিও রেকর্ডিং সুবিধা ও ১৬৬ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল। এর বড় পরিবর্তন হলো, গুগলের এআই সিস্টেম জেমিনাইয়ের সংযোজন। ফলে ডোরবেলটি দরজার বাইরের ঘটনা আরও নিখুঁতভাবে শনাক্ত করতে পারবে, অ্যালার্ম দেবে, এমনকি ভয়েস কমান্ডেও সাড়া দেবে।
গুগলের এ বছরের উদ্ভাবনগুলো বিশেষভাবে নজর কাড়ছে। কারণ এগুলো মানুষের যোগাযোগ, নিরাপত্তা ও দৈনন্দিন জীবনে এআইকে আরও গভীরভাবে যুক্ত করছে। সব মিলিয়ে, গুগলের এ প্রযুক্তিগুলো ভবিষ্যতের জীবনযাত্রাকে করবে আরও সহজ ও বাস্তবসম্মত।
সূত্র: গুগল বিম, গুগল ব্লগ এবং টেক রাডার
গুগল মানেই নতুন নতুন ডিভাইস ও অ্যাপ্লিকেশনের চমক। প্রতিবছর তাদের গবেষণা দল প্রযুক্তিজগতে নতুন কিছু নিয়ে আসে। এ বছরের শেষে বাজারে আসছে গুগলের কয়েকটি চমকে দেওয়ার মতো ডিভাইস ও ফিচার। এবারের বিশেষত্ব হলো, গুগল তাদের সব নতুন প্রযুক্তির সঙ্গে এআই প্রযুক্তিকে আরও উন্নত পরিসরে ব্যবহার করছে। গুগলের এই আসন্ন ডিভাইস ও ফিচারগুলো প্রযুক্তির দুনিয়ায় নতুন উদাহরণ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
জেমিনাই ফর হোম
গুগলের আলোচিত প্রযুক্তিগুলোর একটি হলো জেমিনাই। এবার এটি স্মার্ট হোম ডিভাইসগুলোতে যুক্ত হতে যাচ্ছে জেমিনাই ফর হোম নামে। এটি গুগল অ্যাসিস্ট্যান্টকে প্রতিস্থাপন করবে স্মার্ট স্পিকার ও স্মার্ট ডিসপ্লেতে। জেমিনাই ফর হোম ব্যবহারকারীদের আরও উন্নত বাস্তবসম্মত ভাষা বোঝা, জটিল কমান্ড ও অন্যান্য ফিচারের সঙ্গে আরও ভালোভাবে মিলে কাজ করবে। আগামী অক্টোবর থেকে এটি বাজারে আসছে, থাকবে ফ্রি ও সাবস্ক্রিপশন, দুই সংস্করণ।
এই এআই সাপোর্টেড ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে করা যাবে নানা কাজ। সেগুলোর মধ্যে আছে:
গুগল বিম
ভিডিও যোগাযোগের জন্য আমরা কমবেশি সবাই গুগল মিট ব্যবহার করি। তবে গুগল এবার নিয়ে আসছে আরও উন্নত টেলিপ্রেজেন্স প্রযুক্তি, যা ভবিষ্যতের ভিডিও কলকে এক নতুন মাত্রা দিতে পারে। কয়েক বছর আগে শুরু হওয়া প্রজেক্ট স্টারলাইনই এখন গুগল বিম নামে পরিচিত। বিশেষ চশমা বা হেডসেট ছাড়াই এটি ব্যবহারকারীকে বাস্তবসম্মত ত্রিমাত্রিক রূপ দিতে সক্ষম। কল্পনা করুন, যেন একটি জাদুর আয়নার ওপারে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন থ্রিডি বা ত্রিমাত্রিক আকারে।
এই অভিজ্ঞতা সম্ভব হয়েছে কম্পিউটার ভিশন, মেশিন লার্নিং, স্পেশাল অডিও এবং রিয়েল-টাইম কমপ্রেশন প্রযুক্তির সমন্বয়ে। সম্প্রতি গুগল ও এইচপি যৌথভাবে গুগল বিম ডিভাইস উন্মোচন করেছে। দেখতে অনেকটা বড় মনিটরের মতো এ ডিভাইসে রয়েছে একাধিক ক্যামেরা ও সেন্সর, যা ব্যবহারকারীর থ্রিডি ছবি ফুটিয়ে তোলে। তবে ভোক্তাপর্যায়ে এখনই এটি পাওয়া যাবে না। প্রাথমিকভাবে কেবল অফিস, শিল্পপ্রতিষ্ঠান ও বিশেষ গ্রাহকদের জন্য সীমিতভাবে উন্মুক্ত করা হয়েছে এটি।
নেস্ট ডোরবেল
স্মার্ট হোম ডিভাইস তৈরিতে গুগল দীর্ঘদিন ধরে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এবার আসছে এআই-চালিত স্মার্ট ডোরবেল। নেস্ট ডোরবেল, নেস্ট ক্যাম ইনডোর ও নেস্ট ক্যাম আউটডোর নামে তিনটি ডিভাইস আগামী অক্টোবরের হার্ডওয়্যার ইভেন্টে উন্মুক্ত করবে গুগল। নতুন নেস্ট ডোরবেলে থাকবে টু-কে রেজল্যুশনে ভিডিও রেকর্ডিং সুবিধা ও ১৬৬ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল। এর বড় পরিবর্তন হলো, গুগলের এআই সিস্টেম জেমিনাইয়ের সংযোজন। ফলে ডোরবেলটি দরজার বাইরের ঘটনা আরও নিখুঁতভাবে শনাক্ত করতে পারবে, অ্যালার্ম দেবে, এমনকি ভয়েস কমান্ডেও সাড়া দেবে।
গুগলের এ বছরের উদ্ভাবনগুলো বিশেষভাবে নজর কাড়ছে। কারণ এগুলো মানুষের যোগাযোগ, নিরাপত্তা ও দৈনন্দিন জীবনে এআইকে আরও গভীরভাবে যুক্ত করছে। সব মিলিয়ে, গুগলের এ প্রযুক্তিগুলো ভবিষ্যতের জীবনযাত্রাকে করবে আরও সহজ ও বাস্তবসম্মত।
সূত্র: গুগল বিম, গুগল ব্লগ এবং টেক রাডার
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
১৩ ঘণ্টা আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
১ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
২ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
২ দিন আগে