প্রযুক্তি ডেস্ক
ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর বিভিন্ন মাত্রায় অবরোধ আরোপ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছে বৈশ্বিক কনগ্লোমারেট প্রতিষ্ঠানগুলো। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে কার্ড ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ড। গত শনিবার প্রতিষ্ঠান দ্বয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে। রোববার আল জাজিরার প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের পরপরই এই পদক্ষেপ নেওয়া হলো। এ ধরনের পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে আরও বড় ধাক্কা দেবে এবং নিষেধাজ্ঞায় ভারাক্রান্ত অর্থনীতিকে বিশ্ব অর্থনীতি থেকে আরও বিচ্ছিন্ন করে তুলবে।
মাস্টারকার্ড এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার ব্যাংকগুলো তাঁদের গ্রাহকদের সেবা দিতে যেসব মাস্টারকার্ড চালু করেছে তা আর কাজ করবে না। এমনকি রাশিয়ার বাইরে ইস্যু করা কোনো মাস্টারকার্ডও রাশিয়ায় কাজ করবে না। আমরা বিষয়টিকে হালকাভাবে নেইনি। আমরা আমাদের গ্রাহক, অংশীদার ও সরকারের সঙ্গে আলোচনার পরই এই পদক্ষেপ নিয়েছি।’
অপর কার্ড ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসা জানিয়েছে, রাশিয়ায় ইস্যু করা ভিসা কার্ডগুলো দেশের বাইরেও কাজ করবে না। তাঁরা রাশিয়ায় তাঁদের গ্রাহক ও অংশীদারদের সঙ্গে খুব দ্রুতই সব ধরনের লেনদেন বন্ধ করতে কাজ করে যাচ্ছে।
ভিসার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল কেলি এক বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার বিনা উসকানিতে আগ্রাসনের কারণে আমরা যে অগ্রহণযোগ্য ঘটনা প্রত্যক্ষ করেছি তারপরই আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে আলাপকালে এই দুই প্রতিষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—বাইডেন জানিয়েছেন, তাঁর প্রশাসন ইউক্রেনের নিরাপত্তা, মানবিক ও অর্থনৈতিক সহায়তার আহ্বান জানাচ্ছে। দেশটির জন্য অতিরিক্ত তহবিল গঠনে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর কার্ড সেবাদানকারী এই দুই প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছিল, তাঁরা রাশিয়ার ওপর আরোপিত মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো মেনে চলবে।
ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর বিভিন্ন মাত্রায় অবরোধ আরোপ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছে বৈশ্বিক কনগ্লোমারেট প্রতিষ্ঠানগুলো। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে কার্ড ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ড। গত শনিবার প্রতিষ্ঠান দ্বয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে। রোববার আল জাজিরার প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের পরপরই এই পদক্ষেপ নেওয়া হলো। এ ধরনের পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে আরও বড় ধাক্কা দেবে এবং নিষেধাজ্ঞায় ভারাক্রান্ত অর্থনীতিকে বিশ্ব অর্থনীতি থেকে আরও বিচ্ছিন্ন করে তুলবে।
মাস্টারকার্ড এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার ব্যাংকগুলো তাঁদের গ্রাহকদের সেবা দিতে যেসব মাস্টারকার্ড চালু করেছে তা আর কাজ করবে না। এমনকি রাশিয়ার বাইরে ইস্যু করা কোনো মাস্টারকার্ডও রাশিয়ায় কাজ করবে না। আমরা বিষয়টিকে হালকাভাবে নেইনি। আমরা আমাদের গ্রাহক, অংশীদার ও সরকারের সঙ্গে আলোচনার পরই এই পদক্ষেপ নিয়েছি।’
অপর কার্ড ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসা জানিয়েছে, রাশিয়ায় ইস্যু করা ভিসা কার্ডগুলো দেশের বাইরেও কাজ করবে না। তাঁরা রাশিয়ায় তাঁদের গ্রাহক ও অংশীদারদের সঙ্গে খুব দ্রুতই সব ধরনের লেনদেন বন্ধ করতে কাজ করে যাচ্ছে।
ভিসার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল কেলি এক বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার বিনা উসকানিতে আগ্রাসনের কারণে আমরা যে অগ্রহণযোগ্য ঘটনা প্রত্যক্ষ করেছি তারপরই আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে আলাপকালে এই দুই প্রতিষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—বাইডেন জানিয়েছেন, তাঁর প্রশাসন ইউক্রেনের নিরাপত্তা, মানবিক ও অর্থনৈতিক সহায়তার আহ্বান জানাচ্ছে। দেশটির জন্য অতিরিক্ত তহবিল গঠনে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর কার্ড সেবাদানকারী এই দুই প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছিল, তাঁরা রাশিয়ার ওপর আরোপিত মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো মেনে চলবে।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১৭ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১৭ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১৭ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১৯ ঘণ্টা আগে