অ্যাপল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে তা রিসেট করার সুযোগ রয়েছে। সম্প্রতি এই পাসওয়ার্ড রিসেট সিস্টেম ব্যবহার করে আইফোন হ্যাকিং করছে হ্যাকাররা। এমএফএ বোম্বিং নামে হ্যাকিংয়ের পুরোনো এই পদ্ধতি কয়েক মাস ধরে বেশি প্রয়োগ হচ্ছে।
এই পদ্ধতিতে ভুক্তভোগীদের ডিভাইসে পাসওয়ার্ড রিসেটের নোটিফিকেশন আসতে থাকে। তখন ফোনটি আর ব্যবহার করা যায় না। নোটিফিকেশনটি অ্যাপল থেকে পাঠানো হচ্ছে বলে মনে হয়। আর এই নোটিফিকেশনের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করলেই আইফোনটি হ্যাক হয়ে যায়।
কার্বস অন সিকিউরিটি নামের ওয়েবসাইটে বলা হয়, অ্যাপল ফোনের একটি ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা আইফোন ও অ্যাপলের অন্য ডিভাইসে এ ধরনের নোটিফিকেশন পাঠাচ্ছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ বলেছে, বিষয়টি সম্পর্কে অবগত আছে অ্যাপল। এই সমস্যা সমাধানে কাজ করছে কোম্পানিটি।
আইফোন সুরক্ষায় যা করবেন
১. পাসওয়ার্ড রিসেটের অনুমতি দেওয়া যাবে না
হুট করে আইফোনে অ্যাপল আইডির পাসওয়ার্ড রিসেটের নোটিফিকেশন এলে বুঝতে হবে, এটি একটি ম্যালওয়্যার। তাই নোটিফিকেশন ‘Don’t Allow’ অপশনটি নির্বাচন করতে হবে। তবে হ্যাকাররা একই নোটিফিকেশন বারবার পাঠিয়ে ব্যবহারকারীদের বিরক্ত করে। তবে ধৈর্য ধরে প্রতিবারই Don’t Allow অপশনটি নির্বাচন করতে হবে।
২. ‘অ্যাপল সাপোর্ট’-এর ফোন ধরা যাবে না
কলার আইডিতে ‘অ্যাপল সাপোর্ট’ থাকলে সেই আইডির ফোন ধরা যাবে না। হ্যাকাররা কল স্পুফিং প্রক্রিয়া ব্যবহার করে। এর মাধ্যমে অ্যাপল থেকে ফোন আসছে বলে মনে হয়। তারা ফোন কলের মাধ্যমে ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য জানতে চাইতে পারে। পরে অ্যাপলের অ্যাকাউন্ট কেড়ে নেওয়ার জন্য ফোনের পাসকোড চাইবে। অ্যাপল কখনো গ্রাহকদের অনুমতি ছাড়া ফোন দেয় না।
৩. অ্যাপল আইডির সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর পরিবর্তন করুন
কিছুদিনের জন্য অ্যাপল আইডির সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর পরিবর্তন করুন—এ ধরনের নোটিফিকেশন বারবার পেলে আইডি সংশ্লিষ্ট ফোন নম্বর পরিবর্তন করা প্রয়োজন। তবে আইমেসেজ ও ফেসটাইমে এর প্রভাব পড়বে।
অ্যাপল দ্রুত এই ত্রুটি সংশোধন করবে বলে আশা করা যায়। তবে পাসওয়ার্ড রিসেট স্ক্যামটি নিয়ে দুই বছর ধরে রিপোর্ট করছেন ব্যবহারকারীরা।
অ্যাপল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে তা রিসেট করার সুযোগ রয়েছে। সম্প্রতি এই পাসওয়ার্ড রিসেট সিস্টেম ব্যবহার করে আইফোন হ্যাকিং করছে হ্যাকাররা। এমএফএ বোম্বিং নামে হ্যাকিংয়ের পুরোনো এই পদ্ধতি কয়েক মাস ধরে বেশি প্রয়োগ হচ্ছে।
এই পদ্ধতিতে ভুক্তভোগীদের ডিভাইসে পাসওয়ার্ড রিসেটের নোটিফিকেশন আসতে থাকে। তখন ফোনটি আর ব্যবহার করা যায় না। নোটিফিকেশনটি অ্যাপল থেকে পাঠানো হচ্ছে বলে মনে হয়। আর এই নোটিফিকেশনের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করলেই আইফোনটি হ্যাক হয়ে যায়।
কার্বস অন সিকিউরিটি নামের ওয়েবসাইটে বলা হয়, অ্যাপল ফোনের একটি ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা আইফোন ও অ্যাপলের অন্য ডিভাইসে এ ধরনের নোটিফিকেশন পাঠাচ্ছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ বলেছে, বিষয়টি সম্পর্কে অবগত আছে অ্যাপল। এই সমস্যা সমাধানে কাজ করছে কোম্পানিটি।
আইফোন সুরক্ষায় যা করবেন
১. পাসওয়ার্ড রিসেটের অনুমতি দেওয়া যাবে না
হুট করে আইফোনে অ্যাপল আইডির পাসওয়ার্ড রিসেটের নোটিফিকেশন এলে বুঝতে হবে, এটি একটি ম্যালওয়্যার। তাই নোটিফিকেশন ‘Don’t Allow’ অপশনটি নির্বাচন করতে হবে। তবে হ্যাকাররা একই নোটিফিকেশন বারবার পাঠিয়ে ব্যবহারকারীদের বিরক্ত করে। তবে ধৈর্য ধরে প্রতিবারই Don’t Allow অপশনটি নির্বাচন করতে হবে।
২. ‘অ্যাপল সাপোর্ট’-এর ফোন ধরা যাবে না
কলার আইডিতে ‘অ্যাপল সাপোর্ট’ থাকলে সেই আইডির ফোন ধরা যাবে না। হ্যাকাররা কল স্পুফিং প্রক্রিয়া ব্যবহার করে। এর মাধ্যমে অ্যাপল থেকে ফোন আসছে বলে মনে হয়। তারা ফোন কলের মাধ্যমে ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য জানতে চাইতে পারে। পরে অ্যাপলের অ্যাকাউন্ট কেড়ে নেওয়ার জন্য ফোনের পাসকোড চাইবে। অ্যাপল কখনো গ্রাহকদের অনুমতি ছাড়া ফোন দেয় না।
৩. অ্যাপল আইডির সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর পরিবর্তন করুন
কিছুদিনের জন্য অ্যাপল আইডির সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর পরিবর্তন করুন—এ ধরনের নোটিফিকেশন বারবার পেলে আইডি সংশ্লিষ্ট ফোন নম্বর পরিবর্তন করা প্রয়োজন। তবে আইমেসেজ ও ফেসটাইমে এর প্রভাব পড়বে।
অ্যাপল দ্রুত এই ত্রুটি সংশোধন করবে বলে আশা করা যায়। তবে পাসওয়ার্ড রিসেট স্ক্যামটি নিয়ে দুই বছর ধরে রিপোর্ট করছেন ব্যবহারকারীরা।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে