টি এইচ মাহির
বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ দিন দিন বেড়েই চলেছে। এই প্লাস্টিক বর্জ্য এখন পরিবেশের জন্য এক মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। প্রতিবছর সমুদ্রে প্রায় ১১ মিলিয়ন টন বর্জ্য ফেলা হচ্ছে।
এ কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য পড়ছে ধ্বংসের মুখে।
অনেক দিন ধরে গবেষকরা প্লাস্টিকের বিকল্প খুঁজছেন। তাঁরা এমন কিছু উপাদান খুঁজে বের করার চেষ্টা করছেন, যা জৈবভাবে পচনশীল এবং পরিবেশবান্ধব। আর বিকল্প খুঁজে পেলেন বাংলাদেশের এক গবেষক ও তাঁর দল। তাঁরা আবিষ্কার করেছেন নতুন ধরনের একটি জৈব-পচনযোগ্য উপাদান।
যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মাকসুদ রহমান এবং তাঁর গবেষণা দল এই উপাদান নিয়ে কাজ করছেন। তাঁদের গবেষণা প্রকাশিত হয়েছে বিখ্যাত নেচার জার্নালে। এই গবেষণাপত্রের প্রথম লেখক হিসেবে কাজ করেছেন রাইস ইউনিভার্সিটির পিএইচডি গবেষক এম এ এস আর সাদী।
তাঁরা এই গবেষণা করছেন ব্যাকটেরিয়া সেলুলোজ নিয়ে। এই সেলুলোজ তৈরি হয় ব্যাকটেরিয়া থেকে, যা সম্পূর্ণ পরিবেশবান্ধব। বিজ্ঞানীরা অনেক দিন ধরে এই উপাদান নিয়ে কাজ করছেন। তবে মাকসুদ রহমানের দল গবেষণা করছেন কীভাবে এই উপাদানকে আরও শক্তিশালী ও উন্নত করা যায়। কারণ, এই সেলুলোজের মূল দুর্বলতা এর গঠনগত। তাই গবেষকরা চেষ্টা করছেন একে আরও উন্নত, টেকসই এবং বহুমুখী উপাদানে পরিণত করতে।
রাইস ইউনিভার্সিটি থেকে প্রকাশিত এক ভিডিওতে ড. মাকসুদ রহমান বলেন, ‘আমরা ব্যাকটেরিয়াগুলোর কাজকে উদ্দেশ্যমূলকভাবে পরিচালিত করছি। ফলে তারা সেলুলোজ এমনভাবে তৈরি করছে, যা কাঠামোগতভাবে সঠিক ও শক্তিশালী। এটি ভবিষ্যতের পরিবেশবান্ধব উপকরণ তৈরিতে বিপ্লব আনবে বলে আমরা বিশ্বাস করি।’
এম এ এস আর সাদী বলেন, ‘আমরা এমন এক উপাদান তৈরি করতে পেরেছি, যা পরিবেশ রক্ষা ও প্লাস্টিকের নির্ভরতা কমাতে বাস্তব সমাধান দিতে পারে।’
এই গবেষণা থেকে তৈরি হয়েছে একধরনের স্বচ্ছ, পাতলা, প্লাস্টিকের মতো পদার্থ; যা পলিথিনের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। ভবিষ্যতে এটি দিয়ে জৈব-পচনযোগ্য পানির বোতল, প্যাকেজিং উপকরণ, বায়োমেডিকেল যন্ত্রপাতি তৈরি করা সম্ভব হবে। এটি শিল্প খাতে প্লাস্টিকের জায়গা দখল করে নিতে পারবে। ফলে পরিবেশে প্লাস্টিক দূষণ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে।
গবেষক ড. মাকসুদ রহমান একজন বাংলাদেশি। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ২০০৫ সালে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের মেকানিক্যাল ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। এর আগে তিনি রাইস ইউনিভার্সিটিতে রিসার্চ অধ্যাপক হিসেবে কাজ করেছেন। ড. মাকসুদ রহমান গবেষণার প্রধান ক্ষেত্র হলো
জৈব উপাদান ও পদার্থবিজ্ঞান। তাঁর সাম্প্রতিক গবেষণা হচ্ছে এই জৈব-প্লাস্টিক বা প্লাস্টিকের বিকল্প উপাদান নিয়ে।
গবেষক দলের আরেকজন সদস্য এম এ এস আর সাদীও বুয়েট থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে রাইস ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। তিনি গবেষণাপত্রের প্রধান লেখক। গবেষণার পরিকল্পনা ও সমন্বয় করেছেন মাকসুদ রহমান এবং সাদী পরীক্ষামূলক ফল পরিচালনা, বিশ্লেষণ ও লেখা সম্পন্ন করেছেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক উফেই কুই, শ্যাম পি. ভক্ত, সাকিব হাসান, বিজয় হরিকৃষ্ণন, ইভান আর. সিকুইরা, মাত্তেও পাসকুয়ালি, ম্যাথিউ বেনেট এবং পুলিকেল এম অজয়ন এই গবেষণায় বিভিন্নভাবে সহায়তা করেছেন।
তথ্যসূত্র: নেচার জার্নাল
বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ দিন দিন বেড়েই চলেছে। এই প্লাস্টিক বর্জ্য এখন পরিবেশের জন্য এক মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। প্রতিবছর সমুদ্রে প্রায় ১১ মিলিয়ন টন বর্জ্য ফেলা হচ্ছে।
এ কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য পড়ছে ধ্বংসের মুখে।
অনেক দিন ধরে গবেষকরা প্লাস্টিকের বিকল্প খুঁজছেন। তাঁরা এমন কিছু উপাদান খুঁজে বের করার চেষ্টা করছেন, যা জৈবভাবে পচনশীল এবং পরিবেশবান্ধব। আর বিকল্প খুঁজে পেলেন বাংলাদেশের এক গবেষক ও তাঁর দল। তাঁরা আবিষ্কার করেছেন নতুন ধরনের একটি জৈব-পচনযোগ্য উপাদান।
যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মাকসুদ রহমান এবং তাঁর গবেষণা দল এই উপাদান নিয়ে কাজ করছেন। তাঁদের গবেষণা প্রকাশিত হয়েছে বিখ্যাত নেচার জার্নালে। এই গবেষণাপত্রের প্রথম লেখক হিসেবে কাজ করেছেন রাইস ইউনিভার্সিটির পিএইচডি গবেষক এম এ এস আর সাদী।
তাঁরা এই গবেষণা করছেন ব্যাকটেরিয়া সেলুলোজ নিয়ে। এই সেলুলোজ তৈরি হয় ব্যাকটেরিয়া থেকে, যা সম্পূর্ণ পরিবেশবান্ধব। বিজ্ঞানীরা অনেক দিন ধরে এই উপাদান নিয়ে কাজ করছেন। তবে মাকসুদ রহমানের দল গবেষণা করছেন কীভাবে এই উপাদানকে আরও শক্তিশালী ও উন্নত করা যায়। কারণ, এই সেলুলোজের মূল দুর্বলতা এর গঠনগত। তাই গবেষকরা চেষ্টা করছেন একে আরও উন্নত, টেকসই এবং বহুমুখী উপাদানে পরিণত করতে।
রাইস ইউনিভার্সিটি থেকে প্রকাশিত এক ভিডিওতে ড. মাকসুদ রহমান বলেন, ‘আমরা ব্যাকটেরিয়াগুলোর কাজকে উদ্দেশ্যমূলকভাবে পরিচালিত করছি। ফলে তারা সেলুলোজ এমনভাবে তৈরি করছে, যা কাঠামোগতভাবে সঠিক ও শক্তিশালী। এটি ভবিষ্যতের পরিবেশবান্ধব উপকরণ তৈরিতে বিপ্লব আনবে বলে আমরা বিশ্বাস করি।’
এম এ এস আর সাদী বলেন, ‘আমরা এমন এক উপাদান তৈরি করতে পেরেছি, যা পরিবেশ রক্ষা ও প্লাস্টিকের নির্ভরতা কমাতে বাস্তব সমাধান দিতে পারে।’
এই গবেষণা থেকে তৈরি হয়েছে একধরনের স্বচ্ছ, পাতলা, প্লাস্টিকের মতো পদার্থ; যা পলিথিনের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। ভবিষ্যতে এটি দিয়ে জৈব-পচনযোগ্য পানির বোতল, প্যাকেজিং উপকরণ, বায়োমেডিকেল যন্ত্রপাতি তৈরি করা সম্ভব হবে। এটি শিল্প খাতে প্লাস্টিকের জায়গা দখল করে নিতে পারবে। ফলে পরিবেশে প্লাস্টিক দূষণ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে।
গবেষক ড. মাকসুদ রহমান একজন বাংলাদেশি। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ২০০৫ সালে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের মেকানিক্যাল ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। এর আগে তিনি রাইস ইউনিভার্সিটিতে রিসার্চ অধ্যাপক হিসেবে কাজ করেছেন। ড. মাকসুদ রহমান গবেষণার প্রধান ক্ষেত্র হলো
জৈব উপাদান ও পদার্থবিজ্ঞান। তাঁর সাম্প্রতিক গবেষণা হচ্ছে এই জৈব-প্লাস্টিক বা প্লাস্টিকের বিকল্প উপাদান নিয়ে।
গবেষক দলের আরেকজন সদস্য এম এ এস আর সাদীও বুয়েট থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে রাইস ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। তিনি গবেষণাপত্রের প্রধান লেখক। গবেষণার পরিকল্পনা ও সমন্বয় করেছেন মাকসুদ রহমান এবং সাদী পরীক্ষামূলক ফল পরিচালনা, বিশ্লেষণ ও লেখা সম্পন্ন করেছেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক উফেই কুই, শ্যাম পি. ভক্ত, সাকিব হাসান, বিজয় হরিকৃষ্ণন, ইভান আর. সিকুইরা, মাত্তেও পাসকুয়ালি, ম্যাথিউ বেনেট এবং পুলিকেল এম অজয়ন এই গবেষণায় বিভিন্নভাবে সহায়তা করেছেন।
তথ্যসূত্র: নেচার জার্নাল
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে