অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ওপেনএআই গত বৃহস্পতিবার তাদের নতুন মডেল জিপিটি ৪.৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এটি তাদের সবচেয়ে বড় ও শক্তিশালী মডেল। এটি ওপেনএআই আগের মডেলগুলোর চেয়ে আরও বেশি আবেগ বুঝতে পারে এবং সংবেদনশীলভাবে উত্তর দিতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেন, জিপিটি ৪.৫ সঙ্গে চ্যাট করলে মনে হয় যেন একজন চিন্তাশীল মানুষের সঙ্গে কথা বলছি।’ তিনি আরও বলেন, ‘এটি এমন মডেল, যা আমাকে চমকিত করেছে, সত্যিকারভাবে ভালো পরামর্শ দিয়েছে।’
তিনি আরও জানান, এই মডেল আরও ‘বড়’ এবং ‘ব্যয়বহুল’ হবে। তারা পেইড সাবস্ক্রিপশন স্তর (প্লাস এবং প্রো) একই সময়ে এটি চালু করতে চাইলেও এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাদের কাছে পর্যাপ্ত জিপিইউ ছিল না। স্যাম অল্টমান আশ্বাস দিয়েছেন যে, পরবর্তী সপ্তাহে আরও হাজার হাজার জিপিইউ যুক্ত করা হবে এবং প্লাস ব্যবহারকারীদের জন্য মডেলটি উন্মুক্ত করবেন।
সিলিকন ভ্যালিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলোকে আরও স্মার্ট এবং শক্তিশালী করার সেরা উপায় নিয়ে নানা মতপার্থক্য রয়েছে। তবে জিপিটি ৪.৫-এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, প্রচলিত ধারণা অনুযায়ী, যত বেশি ডেটা ও কম্পিউটেশনাল সম্পদ মডেলে ব্যবহার করা হবে, ততই এটি আরও উন্নত হবে।
এক নিউজলেটারে ওপেনএআইয়ের প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন জানিয়েছেন যে মডেলটি আরও বড় এবং বেশি ডেটা ব্যবহারের পরেও তার পারফরম্যান্সের মান কমেনি বা ক্ষতিগ্রস্ত হয়নি।
চেন বলেন, এই প্রক্রিয়া নিয়ে ওপেনএআই খুবই কঠোর এবং সুনির্দিষ্ট। আগের সব মডেলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পরবর্তী ফলাফল কী হবে তা পূর্বানুমান করা হয় এবং এর জন্য স্কেলিং যন্ত্রপাতি তৈরি করা হয়েছে।
মডেলটি প্রশিক্ষণ খরচ এখনো অনেক বেশি হলেও বড় মডেলগুলো চালানোর জন্য সাশ্রয়ী কিছু পদ্ধতি খুঁজে পেয়েছে ওপেনএআই। এর খরচ জিপিটি ৪ থেকে অনেক গুণ কমে গেছে।
জিপিটি–৪.৫ মডেলটি একটি গবেষণা প্রিভিউ হিসেবে উন্মোচন করেছে ওপেনএআই। এটি প্রথমে চ্যাটজিপিটি প্রো সাবস্কাইবাররা এবং এপিআই ডেভেলপাররা ব্যবহার করতে পারবে। পরবর্তীতে মডেলটি চ্যাটজিপিটি প্লাস, টিম ও ইডিইউ ব্যবহারকারীদের জন্য চালু করার পরিকল্পনা করেছে ওপেনএআই।
উল্লেখ্য, চ্যাটজিপিটি প্রো সাবক্রিপশনের জন্য প্রতি মাসে ২০০ ডলার এবং প্লাস সাবক্রিপশনের জন্য মাসে ২০ ডলার খরচ করতে হয়।
গত বছর ওপেনএআই তাদের ও১ সিরিজের রিজনিং মডেলগুলো প্রকাশ করেছে। এটি উত্তর দেওয়ার আগে চিন্তা করে এবং সংখ্যাসংক্রান্ত কাজের জন্য আরও উপযুক্ত।
এদিকে ওপেনএআই এর মডেলগুলোর মধ্যে সবচেয়ে স্বাভাবিকভাবে আলোচনা করতে পারে এবং আবেগী বুদ্ধিমত্তাসম্পন্ন। বড় জ্ঞানভান্ডার ও প্রেক্ষাপট বা প্রাসঙ্গিকতা বোঝার শক্তিশালী ক্ষমতা থাকার জিপিটি ৪.৫ সোশ্যাল কিউ বা সামাজিক ইঙ্গিত প্রতি অনেক বেশি সংবেদনশীল এবং ওপেনএআইয়ের ও১ মডেলের তুলনায় আরও সূক্ষ্মভাবে প্রতিক্রিয়া জানাতে পারে।
উল্লেখ্য, সামাজিক ইঙ্গিত হলো বিভিন্ন অঙ্গভঙ্গি, মুখাবয়ব, কণ্ঠস্বর যা এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে বিভিন্ন বার্তা পাঠায়।
বিষয়টি নিয়ে ওপেনএআইয়ের টেকনিক্যাল স্টাফ সদস্য রাফায়েল লোপেস একটি উদাহরণ দিয়ে দেখিয়েছেন। জিপিটি ৪.৫ একটি রাগান্বিত বার্তা বন্ধুকে পাঠানোর সময় ও১ মডেলের চেয়ে আরও বেশি সংবেদনশীলভাবে বার্তাটি লিখে দেয়।
লোপেস আরও বলেন, জিপিটি ৪.৫-কে ‘ভালো সহযোগী’ হিসেবে তৈরি করা হয়েছে, যাতে এর সঙ্গে কথোপকথন হয় ‘আরও উষ্ণ, আরও স্বাভাবিক এবং আবেগপূর্ণ হয়। গত বছরের মে মাসে মাল্টিমোডাল মডেল ৪ও-এর বিপরীতে জিপিটি ৪.৫-এর ‘ভাইবস’ পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষা
সৃজনশীল বুদ্ধিমত্তা এবং আবেগবিষয়ক বুদ্ধিমত্তা পরিমাপ করে।
ওপেনএআই জানিয়েছে, জিপিটি ৪.৫ অন্যান্য মডেলের তুলনায় আরও বেশি সঠিক এবং এতে হ্যালুসিনেশন বা ভুল তথ্য অনেক কম তৈরি হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ওপেনএআই গত বৃহস্পতিবার তাদের নতুন মডেল জিপিটি ৪.৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এটি তাদের সবচেয়ে বড় ও শক্তিশালী মডেল। এটি ওপেনএআই আগের মডেলগুলোর চেয়ে আরও বেশি আবেগ বুঝতে পারে এবং সংবেদনশীলভাবে উত্তর দিতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেন, জিপিটি ৪.৫ সঙ্গে চ্যাট করলে মনে হয় যেন একজন চিন্তাশীল মানুষের সঙ্গে কথা বলছি।’ তিনি আরও বলেন, ‘এটি এমন মডেল, যা আমাকে চমকিত করেছে, সত্যিকারভাবে ভালো পরামর্শ দিয়েছে।’
তিনি আরও জানান, এই মডেল আরও ‘বড়’ এবং ‘ব্যয়বহুল’ হবে। তারা পেইড সাবস্ক্রিপশন স্তর (প্লাস এবং প্রো) একই সময়ে এটি চালু করতে চাইলেও এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাদের কাছে পর্যাপ্ত জিপিইউ ছিল না। স্যাম অল্টমান আশ্বাস দিয়েছেন যে, পরবর্তী সপ্তাহে আরও হাজার হাজার জিপিইউ যুক্ত করা হবে এবং প্লাস ব্যবহারকারীদের জন্য মডেলটি উন্মুক্ত করবেন।
সিলিকন ভ্যালিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলোকে আরও স্মার্ট এবং শক্তিশালী করার সেরা উপায় নিয়ে নানা মতপার্থক্য রয়েছে। তবে জিপিটি ৪.৫-এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, প্রচলিত ধারণা অনুযায়ী, যত বেশি ডেটা ও কম্পিউটেশনাল সম্পদ মডেলে ব্যবহার করা হবে, ততই এটি আরও উন্নত হবে।
এক নিউজলেটারে ওপেনএআইয়ের প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন জানিয়েছেন যে মডেলটি আরও বড় এবং বেশি ডেটা ব্যবহারের পরেও তার পারফরম্যান্সের মান কমেনি বা ক্ষতিগ্রস্ত হয়নি।
চেন বলেন, এই প্রক্রিয়া নিয়ে ওপেনএআই খুবই কঠোর এবং সুনির্দিষ্ট। আগের সব মডেলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পরবর্তী ফলাফল কী হবে তা পূর্বানুমান করা হয় এবং এর জন্য স্কেলিং যন্ত্রপাতি তৈরি করা হয়েছে।
মডেলটি প্রশিক্ষণ খরচ এখনো অনেক বেশি হলেও বড় মডেলগুলো চালানোর জন্য সাশ্রয়ী কিছু পদ্ধতি খুঁজে পেয়েছে ওপেনএআই। এর খরচ জিপিটি ৪ থেকে অনেক গুণ কমে গেছে।
জিপিটি–৪.৫ মডেলটি একটি গবেষণা প্রিভিউ হিসেবে উন্মোচন করেছে ওপেনএআই। এটি প্রথমে চ্যাটজিপিটি প্রো সাবস্কাইবাররা এবং এপিআই ডেভেলপাররা ব্যবহার করতে পারবে। পরবর্তীতে মডেলটি চ্যাটজিপিটি প্লাস, টিম ও ইডিইউ ব্যবহারকারীদের জন্য চালু করার পরিকল্পনা করেছে ওপেনএআই।
উল্লেখ্য, চ্যাটজিপিটি প্রো সাবক্রিপশনের জন্য প্রতি মাসে ২০০ ডলার এবং প্লাস সাবক্রিপশনের জন্য মাসে ২০ ডলার খরচ করতে হয়।
গত বছর ওপেনএআই তাদের ও১ সিরিজের রিজনিং মডেলগুলো প্রকাশ করেছে। এটি উত্তর দেওয়ার আগে চিন্তা করে এবং সংখ্যাসংক্রান্ত কাজের জন্য আরও উপযুক্ত।
এদিকে ওপেনএআই এর মডেলগুলোর মধ্যে সবচেয়ে স্বাভাবিকভাবে আলোচনা করতে পারে এবং আবেগী বুদ্ধিমত্তাসম্পন্ন। বড় জ্ঞানভান্ডার ও প্রেক্ষাপট বা প্রাসঙ্গিকতা বোঝার শক্তিশালী ক্ষমতা থাকার জিপিটি ৪.৫ সোশ্যাল কিউ বা সামাজিক ইঙ্গিত প্রতি অনেক বেশি সংবেদনশীল এবং ওপেনএআইয়ের ও১ মডেলের তুলনায় আরও সূক্ষ্মভাবে প্রতিক্রিয়া জানাতে পারে।
উল্লেখ্য, সামাজিক ইঙ্গিত হলো বিভিন্ন অঙ্গভঙ্গি, মুখাবয়ব, কণ্ঠস্বর যা এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে বিভিন্ন বার্তা পাঠায়।
বিষয়টি নিয়ে ওপেনএআইয়ের টেকনিক্যাল স্টাফ সদস্য রাফায়েল লোপেস একটি উদাহরণ দিয়ে দেখিয়েছেন। জিপিটি ৪.৫ একটি রাগান্বিত বার্তা বন্ধুকে পাঠানোর সময় ও১ মডেলের চেয়ে আরও বেশি সংবেদনশীলভাবে বার্তাটি লিখে দেয়।
লোপেস আরও বলেন, জিপিটি ৪.৫-কে ‘ভালো সহযোগী’ হিসেবে তৈরি করা হয়েছে, যাতে এর সঙ্গে কথোপকথন হয় ‘আরও উষ্ণ, আরও স্বাভাবিক এবং আবেগপূর্ণ হয়। গত বছরের মে মাসে মাল্টিমোডাল মডেল ৪ও-এর বিপরীতে জিপিটি ৪.৫-এর ‘ভাইবস’ পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষা
সৃজনশীল বুদ্ধিমত্তা এবং আবেগবিষয়ক বুদ্ধিমত্তা পরিমাপ করে।
ওপেনএআই জানিয়েছে, জিপিটি ৪.৫ অন্যান্য মডেলের তুলনায় আরও বেশি সঠিক এবং এতে হ্যালুসিনেশন বা ভুল তথ্য অনেক কম তৈরি হয়।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে