অনলাইন ডেস্ক
উচ্চমানের অ্যানিমেটেড মুভি এবং অদ্ভুত সুন্দর শিল্পকর্মের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে জাপানের অ্যানিমেশন কোম্পানি স্টুডিও জিবলি।
স্টুডিও জিবলির বিখ্যাত মুভিগুলো মধ্যে রয়েছে—স্পিরিটেড অ্যাওয়ে, মাইনেইবোর টোটোরো, প্রিন্সেস মনোনোকে, হাওলস মুভিং কাসল। এই মুভিগুলো তাদের ভিন্নধর্মী কাহিনি, মানবিক অনুভূতিগুলোকে বিশেষভাবে তুলে ধরার জন্য বিখ্যাত। এবার স্টুডিও জিবলি স্টাইলের ভক্তরা এক নতুন ট্রেন্ড সৃষ্টি করেছে। তারা জিবলি স্টুডিওর মুভিগুলোর অনুকরণে বিভিন্ন এআই ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়াতে তাদের সৃজনশীল কাজ শেয়ার করছে। গত মঙ্গলবার চ্যাটজিপিটিতে ছবি তৈরির ক্ষমতা যুক্ত করার পর বহু মানুষ এটি ব্যবহার করে নিজেদের পছন্দের ছবিগুলো জিবলি স্টাইলে রূপান্তরিত করেছেন। তবে এই ফিচারটি বর্তমানে শুধু চ্যাটজিপিটি প্লাস, প্রো এবং টিমের সাবস্ক্রাইবারদের জন্য চালু করা হয়েছে। চ্যাটজিপিটির ফ্রি সংস্করণে এই সুবিধা নেই। এ ধরনের স্টুডিও জিবলি স্টাইলের এআই ছবি বিনা মূল্যে তৈরি করা যাবে।
জেমিনি বা গ্রোক ব্যবহার করুন
এআই মডেল জেমিনি বা গ্রোক ও জিবলি স্টাইলের ছবি তৈরি করতে পারে। এই ধরনের ছবি তৈরির জন্য ‘জিবলি স্টাইলের ছবি তৈরি করে দাও’—এমন প্রম্পট লিখতে হবে। তবে জেমিনি বা গ্রোক দিয়ে তৈরি ছবিগুলোতে কিছু পার্থক্য থাকতে পারে। কারণ প্রতিটি মডেলের প্রশিক্ষণের পদ্ধতি ও অ্যালগরিদম আলাদা রকমের। চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি হওয়া ছবি প্রায়ই দেখতে স্টুডিও জিবলি স্টাইলের মতো হয়। তবে জেমিনি বা গ্রোক ছবিগুলো একটু অন্য ধরনের হয়। তাই এসব মডেলের মাধ্যমে সঠিক ছবি পেতে বেশ কয়েকবার চেষ্টা করতে হতে পারে।
থার্ড পার্টি টুল ব্যবহার করুন
চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন ছাড়াও আপনি স্টুডিও জিবলির স্টাইলে ছবি তৈরি করতে পারেন। ক্রেয়ন, ডিপএআই এবং প্লেগ্রাউন্ড এআইয়ের মতো ফ্রি প্ল্যাটফর্মগুলোতে ছবি তৈরি করা যায়। এসব প্ল্যাটফর্মে আপনি আপনার ছবি আপলোড করে, ‘স্টুডিও জিবলি স্টাইলে পোর্ট্রেট’ তৈরি করে দাও এমন প্রম্পট দিতে পারেন। জিপিটি ৪০ ও এর মতো জিবলি স্টাইলের ছবি নিখুঁতভাবে তৈরি করতে না পারলেও এই প্ল্যাটফর্মগুলো প্রাণবন্ত দৃশ্য এবং কোমল অভিব্যক্তিসহ ছবি তৈরি করে দিতে পারবে।
এআই প্ল্যাটফর্মের ফ্রি ট্রায়াল ব্যবহার করুন
যদি আপনি উচ্চ মানের ছবি চান, তবে রানওয়ে এমএল, লিওনার্দো এআইয়ের মতো প্ল্যাটফর্মগুলোর ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারেন। এই প্ল্যাটফর্মগুলোতে সাইন আপ করে আপনার ছবি আপলোড করুন এবং প্রম্পট ব্যবহার করে জিবলির মতো ছবি তৈরি করা যাবে। এই টুলগুলোর সাহায্যে আপনি টোটোরো চরিত্রের মতো অদূরে অভিব্যক্তি বা স্পিরিটেড অ্যাওয়ের রঙের মতো প্রাণবন্ত ছবি তৈরি করতে পারবেন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
উচ্চমানের অ্যানিমেটেড মুভি এবং অদ্ভুত সুন্দর শিল্পকর্মের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে জাপানের অ্যানিমেশন কোম্পানি স্টুডিও জিবলি।
স্টুডিও জিবলির বিখ্যাত মুভিগুলো মধ্যে রয়েছে—স্পিরিটেড অ্যাওয়ে, মাইনেইবোর টোটোরো, প্রিন্সেস মনোনোকে, হাওলস মুভিং কাসল। এই মুভিগুলো তাদের ভিন্নধর্মী কাহিনি, মানবিক অনুভূতিগুলোকে বিশেষভাবে তুলে ধরার জন্য বিখ্যাত। এবার স্টুডিও জিবলি স্টাইলের ভক্তরা এক নতুন ট্রেন্ড সৃষ্টি করেছে। তারা জিবলি স্টুডিওর মুভিগুলোর অনুকরণে বিভিন্ন এআই ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়াতে তাদের সৃজনশীল কাজ শেয়ার করছে। গত মঙ্গলবার চ্যাটজিপিটিতে ছবি তৈরির ক্ষমতা যুক্ত করার পর বহু মানুষ এটি ব্যবহার করে নিজেদের পছন্দের ছবিগুলো জিবলি স্টাইলে রূপান্তরিত করেছেন। তবে এই ফিচারটি বর্তমানে শুধু চ্যাটজিপিটি প্লাস, প্রো এবং টিমের সাবস্ক্রাইবারদের জন্য চালু করা হয়েছে। চ্যাটজিপিটির ফ্রি সংস্করণে এই সুবিধা নেই। এ ধরনের স্টুডিও জিবলি স্টাইলের এআই ছবি বিনা মূল্যে তৈরি করা যাবে।
জেমিনি বা গ্রোক ব্যবহার করুন
এআই মডেল জেমিনি বা গ্রোক ও জিবলি স্টাইলের ছবি তৈরি করতে পারে। এই ধরনের ছবি তৈরির জন্য ‘জিবলি স্টাইলের ছবি তৈরি করে দাও’—এমন প্রম্পট লিখতে হবে। তবে জেমিনি বা গ্রোক দিয়ে তৈরি ছবিগুলোতে কিছু পার্থক্য থাকতে পারে। কারণ প্রতিটি মডেলের প্রশিক্ষণের পদ্ধতি ও অ্যালগরিদম আলাদা রকমের। চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি হওয়া ছবি প্রায়ই দেখতে স্টুডিও জিবলি স্টাইলের মতো হয়। তবে জেমিনি বা গ্রোক ছবিগুলো একটু অন্য ধরনের হয়। তাই এসব মডেলের মাধ্যমে সঠিক ছবি পেতে বেশ কয়েকবার চেষ্টা করতে হতে পারে।
থার্ড পার্টি টুল ব্যবহার করুন
চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন ছাড়াও আপনি স্টুডিও জিবলির স্টাইলে ছবি তৈরি করতে পারেন। ক্রেয়ন, ডিপএআই এবং প্লেগ্রাউন্ড এআইয়ের মতো ফ্রি প্ল্যাটফর্মগুলোতে ছবি তৈরি করা যায়। এসব প্ল্যাটফর্মে আপনি আপনার ছবি আপলোড করে, ‘স্টুডিও জিবলি স্টাইলে পোর্ট্রেট’ তৈরি করে দাও এমন প্রম্পট দিতে পারেন। জিপিটি ৪০ ও এর মতো জিবলি স্টাইলের ছবি নিখুঁতভাবে তৈরি করতে না পারলেও এই প্ল্যাটফর্মগুলো প্রাণবন্ত দৃশ্য এবং কোমল অভিব্যক্তিসহ ছবি তৈরি করে দিতে পারবে।
এআই প্ল্যাটফর্মের ফ্রি ট্রায়াল ব্যবহার করুন
যদি আপনি উচ্চ মানের ছবি চান, তবে রানওয়ে এমএল, লিওনার্দো এআইয়ের মতো প্ল্যাটফর্মগুলোর ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারেন। এই প্ল্যাটফর্মগুলোতে সাইন আপ করে আপনার ছবি আপলোড করুন এবং প্রম্পট ব্যবহার করে জিবলির মতো ছবি তৈরি করা যাবে। এই টুলগুলোর সাহায্যে আপনি টোটোরো চরিত্রের মতো অদূরে অভিব্যক্তি বা স্পিরিটেড অ্যাওয়ের রঙের মতো প্রাণবন্ত ছবি তৈরি করতে পারবেন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১৪ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৮ ঘণ্টা আগে