ওপেনএআইয়ের কৃত্রিম বৃদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি হ্যাকিংয়ের শিকার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যা ৮টার দিকে ৯০ মিনিটের জন্য প্ল্যাটফর্মটির সার্ভার পুরোপুরি ডাউন ছিল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সার্ভার ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ডাউনডিটেক্টর ও এক্স প্ল্যাটফর্মে অনেক গ্রাহক এ বিষয়ে পোস্ট করছে। অনেক গ্রাহক এখনো চ্যাটজিপিটির ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না।
কোম্পানিটি পর্যায়ক্রমিক বিভ্রাটের সঙ্গে মোকাবিলা করছে বলে ওপেনএআইয়ের স্ট্যাটাস চেকারে জানানো হয়েছে। ডিডিওএস বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস আক্রমণের ফলে এই ধরনের অস্বাভাবিক ট্রাফিক সৃষ্টি হতে পারে। ডিডিওএস আক্রমণ এক ধরনের সাইবার হামলা। সার্ভার বন্ধে বা কার্যক্রম বিঘ্ন করতে হ্যাকাররা নানা পদ্ধতিতে অস্বাভাবিকভাবে ট্রাফিক বাড়ায়।
এই সমস্যা সমাধানে কাজ শুরু করছে বলে চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেনএআই। তবে চ্যাটজিপিটি ওয়েব ভার্সন ব্যবহারকারীরা এবং নতুন জিপিটি বিল্ডারের গ্রাহকেরা এখনো ওপেনএআইয়ের সার্ভারে প্রবেশ করতে পারছে না।
অনলাইনের স্বাভাবিক ট্রাফিককে বিঘ্নিত করে এই ডিডিওএস আক্রমণ। চ্যাটজিপিটির নতুন ফিচারের জন্য সার্ভারের ট্রাফিক বেড়েছে নাকি ওপেনএআই হামলার শিকার হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এই সপ্তাহের শুরুতে কোম্পানির প্রথম ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চ্যাটজিপিটির আরও শক্তিশালী ভার্সন জিপিটি ৪ টার্বোর উন্মোচন করে ওপেনএআই। এটি ব্যবহারকারীদের পছন্দমতো জিপিটি তৈরিতে সহায়তা করবে।
গত বছর থেকে ডেভেলপারদের চাহিদা নিয়ে আলোচনা করছে কোম্পানিটি। এরই প্রেক্ষিতে নতুন মডেল নিয়ে আসা হয়। ৩০০ পৃষ্ঠা পর্যন্ত দৈর্ঘ্যের ইনপুট গ্রহণ করতে পারে জিপিটি–৪ টার্বো। অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে একটি বইয়ের সারসংক্ষেপও এটি জিজ্ঞাসা করতে পারবে।
ওপেনএআইয়ের কৃত্রিম বৃদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি হ্যাকিংয়ের শিকার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যা ৮টার দিকে ৯০ মিনিটের জন্য প্ল্যাটফর্মটির সার্ভার পুরোপুরি ডাউন ছিল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সার্ভার ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ডাউনডিটেক্টর ও এক্স প্ল্যাটফর্মে অনেক গ্রাহক এ বিষয়ে পোস্ট করছে। অনেক গ্রাহক এখনো চ্যাটজিপিটির ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না।
কোম্পানিটি পর্যায়ক্রমিক বিভ্রাটের সঙ্গে মোকাবিলা করছে বলে ওপেনএআইয়ের স্ট্যাটাস চেকারে জানানো হয়েছে। ডিডিওএস বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস আক্রমণের ফলে এই ধরনের অস্বাভাবিক ট্রাফিক সৃষ্টি হতে পারে। ডিডিওএস আক্রমণ এক ধরনের সাইবার হামলা। সার্ভার বন্ধে বা কার্যক্রম বিঘ্ন করতে হ্যাকাররা নানা পদ্ধতিতে অস্বাভাবিকভাবে ট্রাফিক বাড়ায়।
এই সমস্যা সমাধানে কাজ শুরু করছে বলে চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেনএআই। তবে চ্যাটজিপিটি ওয়েব ভার্সন ব্যবহারকারীরা এবং নতুন জিপিটি বিল্ডারের গ্রাহকেরা এখনো ওপেনএআইয়ের সার্ভারে প্রবেশ করতে পারছে না।
অনলাইনের স্বাভাবিক ট্রাফিককে বিঘ্নিত করে এই ডিডিওএস আক্রমণ। চ্যাটজিপিটির নতুন ফিচারের জন্য সার্ভারের ট্রাফিক বেড়েছে নাকি ওপেনএআই হামলার শিকার হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এই সপ্তাহের শুরুতে কোম্পানির প্রথম ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চ্যাটজিপিটির আরও শক্তিশালী ভার্সন জিপিটি ৪ টার্বোর উন্মোচন করে ওপেনএআই। এটি ব্যবহারকারীদের পছন্দমতো জিপিটি তৈরিতে সহায়তা করবে।
গত বছর থেকে ডেভেলপারদের চাহিদা নিয়ে আলোচনা করছে কোম্পানিটি। এরই প্রেক্ষিতে নতুন মডেল নিয়ে আসা হয়। ৩০০ পৃষ্ঠা পর্যন্ত দৈর্ঘ্যের ইনপুট গ্রহণ করতে পারে জিপিটি–৪ টার্বো। অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে একটি বইয়ের সারসংক্ষেপও এটি জিজ্ঞাসা করতে পারবে।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে