Ajker Patrika

বিংয়ে যুক্ত হচ্ছে ‘চ্যাটজিপিটি’, গুগলকে চ্যালেঞ্জ দিচ্ছে মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৫: ৩৮
বিংয়ে যুক্ত হচ্ছে ‘চ্যাটজিপিটি’, গুগলকে চ্যালেঞ্জ দিচ্ছে মাইক্রোসফট

নিজস্ব সার্চ ইঞ্জিন ‘বিং’-এর নতুন সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করতে যাচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এতে ব্যবহার করা হবে ওপেনএআই কোম্পানির চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। আগামী মার্চের শেষ নাগাদ নতুন এই ফিচার চালু করতে পারে মাইক্রোসফট। ‘ওপেনএআই’ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট আশা করছে, তাদের সার্চ ইঞ্জিনের নতুন সংস্করণটি প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিন গুগলকে চ্যালেঞ্জ করবে। গত মঙ্গলবার এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি সাইট ‘দ্য ইনফরমেশন’।

বিগত বছর এক ব্লগ পোস্টে মাইক্রোসফট জানায়, কোম্পানিটি ওপেনএআইয়ের ‘ডাল-ই ২’ নামে পরিচিত ‘ইমেজ-জেনারেশন’ সফটওয়্যারকে বিং সার্চ ইঞ্জিনে একীভূত করার পরিকল্পনা করছে।

এর আগে ২০১৯ সালে স্যান ফ্রান্সিসকোভিত্তিক এআই কোম্পানি ওপেনএআইয়ে ১০০ কোটি ডলার বিনিয়োগ করে মাইক্রোসফট। মাইক্রোসফটের ‘অ্যাজ্যুর’ ক্লাউড কম্পিউটিং সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ‘সুপার কম্পিউটিং’ প্রযুক্তি বানাতে একসঙ্গে কাজ করে কোম্পানি দুটি।

গত ৩০ নভেম্বর ওপেনএআইয়ের উদ্ভাবিত সর্বশেষ চ্যাটবট চ্যাটজিপিটি উন্মুক্ত করা হয়। ওপেন এআইয়ের চ্যাটবটের আগের সংস্করণগুলো টাকা খরচ করে ব্যবহার করতে হলেও চ্যাটজিপিটি আপাতত বিনা খরচে ব্যবহার করা যাচ্ছে। অবশ্য প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু ব্যবহারকারীদের প্রতিক্রিয়া নেওয়ার সময়জুড়েই এই সুবিধা থাকবে।

চ্যাটবটটির আগের সংস্করণগুলোকে ভুল প্রশ্ন করা হলেও কাল্পনিক কোনো উত্তর দিত। তবে নতুন এই সংস্করণ প্রশ্নের ভুল ধরতে সক্ষম। এমনকি কাল্পনিক উত্তর দেওয়ার সময়ও চ্যাটবটটি ব্যবহারকারীকে সতর্কবার্তা দেখায়। ইন্টারনেটে পাওয়া বিপুল কনটেন্ট ব্যবহারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাটিকে প্রশিক্ষণ দিয়েছে ওপেন এআই। তবে বেশির ভাগ ক্ষেত্রেই লেখকদের থেকে অনুমতি নেয়নি। এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছিল প্রতিষ্ঠানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত