সেমিকন্ডাক্টর শিল্প বা ফাউন্ড্রি ব্যবসার আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ইন্টেলের শেয়ারের দর ৪ শতাংশ কমেছে। এই ব্যবসায় পরিচালনা করতে ইন্টেলের ৭০০ কোটি ডলার ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
আর্থিক প্রতিবেদনে ইন্টেল বলে, ২০২৩ সালে ফাউন্ড্রি ব্যবসায় কোম্পানিটির ১ হাজার ৮৯০ কোটি ডলার পণ্য বিক্রিতে ৭০০ কোটি ডলারের পরিচালন লোকসান হয়েছে। এই ক্ষতি এর আগের বছর থেকে অনেক বেশি। কারণ ২০২২ সালে ২ হাজার ৭০০ কোটি ডলার পণ্য বিক্রিতে পরিচালন লোকসান ছিল ৫২০ কোটি ডলার।
এই প্রথম ইন্টেল তার ফাউন্ড্রি ব্যবসার মোট আয় প্রকাশ করেছে। এর আগে ইন্টেল নিজস্ব চিপ ডিজাইন করার পাশাপাশি ও চিপ উৎপাদনও করেছে এবং বিনিয়োগকারীদের কাছে চূড়ান্ত চিপ বিক্রির হিসাব প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য সেমিকন্ডাক্টর কোম্পানি যেমন এনভিডিয়া ও এএমডি তাদের চিপ নকশা করে কিন্তু উৎপাদনের জন্য এশিয়ার ফাউন্ড্রিতে পাঠায়। এসব কোম্পানি উৎপাদনের জন্য প্রায়শই তাইওয়ানের টিএসএমসি কোম্পানি ব্যবহার করে।
সিইও প্যাট্রিক গেলসিঞ্জারের অধীনে ইন্টেলের একটি পরিকল্পনায় বিনিয়োগকারীদের কাছে প্রকাশ করছে। পরিকল্পনা অনুসারে কোম্পানিটি নিজস্ব প্রসেসর তৈরি করবে। তবে অন্যান্য কোম্পানির জন্য চিপ তৈরি করার জন্য একটি বহিরাগত ফাউন্ড্রি ব্যবসাও শুরু করবে। যুক্তরাষ্ট্রের মাটিতে অত্যাধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদনকারী একমাত্র মার্কিন কোম্পানি হলো ইন্টেল। তাই এটি গত মাসে চিপস ও বিজ্ঞান আইনের তহবিলে প্রায় ২ হাজার কোটি ডলার জমা করতে পেরেছে।
গত মঙ্গলবার চিপমেকার বলেন, ইন্টেলের ফাউন্ড্রি আয়ের বেশিরভাগই বর্তমানে নিজস্ব কাজের থেকে আসে।
ইন্টেল বলেছে, নতুন সংগঠিত পণ্য বিভাগটি প্রধানত পিসি ও সার্ভারগুলোর প্রসেসর নিয়ে গঠিত। কোম্পানিটির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে ৪ হাজার ৭৭০ কোটি ডলার মূল্যে পণ্য বিক্রিতে পরিচালন আয় ১ হাজার ১৩০ কোটি ডলার হয়।
ইন্টেল বলেছে, ২০২৪ সালে কোম্পানিটি ফাউন্ড্রি ব্যবসায় লোকসান সর্বোচ্চ হবে ও শেষ পর্যন্ত এই ত্রৈমাসিক থেকে ২০৩০ সালের শেষের মধ্যে ‘মাঝপথে’ এই লোকসান কমে যাবে। এর আগে কোম্পানিটি বলেছিল, মাইক্রোসফট তার ফাউন্ড্রি সেবা ব্যবহার করবে ও ইতিমধ্যে ১ হাজার ৫০০ কোটি ডলার দিয়ে এই সেবা বুক করা হয়েছে।
বিনিয়োগকারীদের সঙ্গে ফোনালাপে গেলসিংগার বলেন, ফাউন্ড্রি ব্যবসা সময়ের সঙ্গে সঙ্গে ইন্টেলের যথেষ্ট আয় বৃদ্ধি করবে। তবে ২০২৪ সাল ফাউন্ড্রি ব্যবসা পরিচালনা করার জন্য একটি কঠিন সময়।
ইন্টেল একটি প্রোমো ভিডিওতে বলেছে কোম্পানিটির ফাউন্ড্রি ব্যবসায় কম লাভের কারণ ছিল ‘অতীতের সিদ্ধান্ত’। গেলসিঞ্জার কোম্পানির অতীতে ‘ধীর গতির’ ইইউভি নামক প্রযুক্তি গ্রহণের কথা উল্লেখ করেছেন। এই প্রযুক্তি উন্নত চিপ তৈরিতে ব্যবহার করা হয়।
সেমিকন্ডাক্টর শিল্প বা ফাউন্ড্রি ব্যবসার আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ইন্টেলের শেয়ারের দর ৪ শতাংশ কমেছে। এই ব্যবসায় পরিচালনা করতে ইন্টেলের ৭০০ কোটি ডলার ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
আর্থিক প্রতিবেদনে ইন্টেল বলে, ২০২৩ সালে ফাউন্ড্রি ব্যবসায় কোম্পানিটির ১ হাজার ৮৯০ কোটি ডলার পণ্য বিক্রিতে ৭০০ কোটি ডলারের পরিচালন লোকসান হয়েছে। এই ক্ষতি এর আগের বছর থেকে অনেক বেশি। কারণ ২০২২ সালে ২ হাজার ৭০০ কোটি ডলার পণ্য বিক্রিতে পরিচালন লোকসান ছিল ৫২০ কোটি ডলার।
এই প্রথম ইন্টেল তার ফাউন্ড্রি ব্যবসার মোট আয় প্রকাশ করেছে। এর আগে ইন্টেল নিজস্ব চিপ ডিজাইন করার পাশাপাশি ও চিপ উৎপাদনও করেছে এবং বিনিয়োগকারীদের কাছে চূড়ান্ত চিপ বিক্রির হিসাব প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য সেমিকন্ডাক্টর কোম্পানি যেমন এনভিডিয়া ও এএমডি তাদের চিপ নকশা করে কিন্তু উৎপাদনের জন্য এশিয়ার ফাউন্ড্রিতে পাঠায়। এসব কোম্পানি উৎপাদনের জন্য প্রায়শই তাইওয়ানের টিএসএমসি কোম্পানি ব্যবহার করে।
সিইও প্যাট্রিক গেলসিঞ্জারের অধীনে ইন্টেলের একটি পরিকল্পনায় বিনিয়োগকারীদের কাছে প্রকাশ করছে। পরিকল্পনা অনুসারে কোম্পানিটি নিজস্ব প্রসেসর তৈরি করবে। তবে অন্যান্য কোম্পানির জন্য চিপ তৈরি করার জন্য একটি বহিরাগত ফাউন্ড্রি ব্যবসাও শুরু করবে। যুক্তরাষ্ট্রের মাটিতে অত্যাধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদনকারী একমাত্র মার্কিন কোম্পানি হলো ইন্টেল। তাই এটি গত মাসে চিপস ও বিজ্ঞান আইনের তহবিলে প্রায় ২ হাজার কোটি ডলার জমা করতে পেরেছে।
গত মঙ্গলবার চিপমেকার বলেন, ইন্টেলের ফাউন্ড্রি আয়ের বেশিরভাগই বর্তমানে নিজস্ব কাজের থেকে আসে।
ইন্টেল বলেছে, নতুন সংগঠিত পণ্য বিভাগটি প্রধানত পিসি ও সার্ভারগুলোর প্রসেসর নিয়ে গঠিত। কোম্পানিটির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে ৪ হাজার ৭৭০ কোটি ডলার মূল্যে পণ্য বিক্রিতে পরিচালন আয় ১ হাজার ১৩০ কোটি ডলার হয়।
ইন্টেল বলেছে, ২০২৪ সালে কোম্পানিটি ফাউন্ড্রি ব্যবসায় লোকসান সর্বোচ্চ হবে ও শেষ পর্যন্ত এই ত্রৈমাসিক থেকে ২০৩০ সালের শেষের মধ্যে ‘মাঝপথে’ এই লোকসান কমে যাবে। এর আগে কোম্পানিটি বলেছিল, মাইক্রোসফট তার ফাউন্ড্রি সেবা ব্যবহার করবে ও ইতিমধ্যে ১ হাজার ৫০০ কোটি ডলার দিয়ে এই সেবা বুক করা হয়েছে।
বিনিয়োগকারীদের সঙ্গে ফোনালাপে গেলসিংগার বলেন, ফাউন্ড্রি ব্যবসা সময়ের সঙ্গে সঙ্গে ইন্টেলের যথেষ্ট আয় বৃদ্ধি করবে। তবে ২০২৪ সাল ফাউন্ড্রি ব্যবসা পরিচালনা করার জন্য একটি কঠিন সময়।
ইন্টেল একটি প্রোমো ভিডিওতে বলেছে কোম্পানিটির ফাউন্ড্রি ব্যবসায় কম লাভের কারণ ছিল ‘অতীতের সিদ্ধান্ত’। গেলসিঞ্জার কোম্পানির অতীতে ‘ধীর গতির’ ইইউভি নামক প্রযুক্তি গ্রহণের কথা উল্লেখ করেছেন। এই প্রযুক্তি উন্নত চিপ তৈরিতে ব্যবহার করা হয়।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১১ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে