বিশ্বজুড়ে বেড়েই চলেছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। তবে ফেসবুকের মাধ্যমে নিজের গোপনীয়তা বিঘ্ন হওয়ার ঘটনা প্রায়ই দেখা যায়। হ্যাকার বা পরিচিত মানুষ ফেসবুকের পাসওয়ার্ড জেনে প্রোফাইলে ঢুকে আপনার ব্যক্তিগত ছবি, পোস্ট ও মেসেজে দেখে নিতে পারে। আপনার অ্যাকাউন্টে কেউ প্রবেশ করেছি না তা সহজেই বের করা যায়।
ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ফেসবুকের বেশ কিছু ফিচার রয়েছে। এর মধ্যে কোন কোন ডিভাইস থেকে আপনার প্রোফাইলে লগ ইন করা হয়েছে তার তালিকাও দেখা যায়। ফেসবুক অ্যাপ ও ফেসবুকের ওয়েবসাইট থেকে এই তালিকা দেখা যায়।
ফেসবুক অ্যাপ থেকে
অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট, আইফোন বা আইপ্যাডের ফেসবুক অ্যাপ থেকে কোনো ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে তার তালিকা দেখা যায়।
১. ফেসবুক অ্যাপে নিজের আইডিতে লগ ইন করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে ওপরের ডান কোনায় তিনটি অনুভূমিক লাইনের মতো আইকোনে ট্যাপ করুন। আইফোনে ক্ষেত্রে এটি নিচের ডান কোনায় থাকবে। এই আইকোনে ট্যাপের মাধ্যমে একটি মেনু চালু হবে।
৩. মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৫. ‘সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার’ অপশনে ট্যাপ করুন।
৬. অ্যাকাউন্ট সেটিংস বক্সে প্রবেশ করার পরে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশনে ট্যাপ করুন।
৭. নতুন পেজ চালু হলে ‘হোয়্যার ইউ আর লগড ইন’ অপশনে চাপ দিন। এর মাধ্যমে অ্যাকাউন্ট লগইন অ্যাক্টিভিটি পেজ চালু হবে। এখানে ফেসবুক আইডি লগইন করা সব ডিভাইসের তালিকা দেখা যাবে। সেই সঙ্গে ডিভাইসের লোকেশন ও কখন লগ ইন করা হয়েছে তাও দেখা যাবে।
ব্রাউজার থেকে
ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও ব্রাউজারের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করা ডিভাইসগুলোর তালিকা দেখা যায়।
১. যেকোনো ব্রাউজার থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. স্ক্রিনের ওপরে ডান কোনায় নিজের প্রোফাইল আইকনে ক্লিক করুন।
৩. নতুন একটি মেনু চালু হলে সেখান থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।
৪. এরপর ‘অ্যাক্টিভিটি লগ’ অপশনে ক্লিক করুন।
৫. নিচের দিকে স্ক্রল করে ‘হোয়্যার ইউ আর লগড ইন’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন। এখানে থেকে মোবাইল অ্যাপের মতো লগ–ইন করা ডিভাইসের তালিকা দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে ডিভাইসের লোকেশন ও কখন লগ ইন করা হয়েছে তাও দেখা যাবে।
অপরিচিত ডিভাইসগুলো থেকে লগ আউট করবেন যেভাবে
কোন কোন ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডিতে লগ ইন করা হয়েছে তার তালিকা বের করার পর অপরিচিত ও অপ্রয়োজনীয় ডিভাইসগুলো সরিয়ে ফেরতে হবে। দূর থেকেই এসব ডিভাইস লগআউট করা যায়।
ফেসবুক অ্যাপ থেকে এটি করার জন্য প্রথমে ‘অ্যাকাউন্ট লগইন অ্যাক্টিভিটি উইন্ডো’ অপশনে যান। এবার ‘সিলেক্ট ডিভাইসেস টু লগআউট’ অপশনটি বেছে নিন। ‘সিলেক্ট অল’ অপশনটি নির্বাচন করে একসঙ্গে সবগুলো ডিভাইস একই সঙ্গে লগআউট হয়ে যাবে। ডিভাইস তালিকার পাশের চেক বক্সে টিক দিয়ে নির্দিষ্ট ডিভাইসও থেকেও লগআউট করা যাবে। প্রয়োজন মতো ডিভাইস নির্বাচন করার পর ‘লগ আউট’ অপশনে ট্যাপ করুন।
অপরিচিত ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে এমন তথ্য পেলে ডিভাইসকে লগ আউট করার পাশাপাশি নিজের পাসওয়ার্ডও পরিবর্তন করুন। কারণ একই পাসওয়ার্ড ব্যবহার করে আবারও হ্যাকার বা অন্য কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিস
বিশ্বজুড়ে বেড়েই চলেছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। তবে ফেসবুকের মাধ্যমে নিজের গোপনীয়তা বিঘ্ন হওয়ার ঘটনা প্রায়ই দেখা যায়। হ্যাকার বা পরিচিত মানুষ ফেসবুকের পাসওয়ার্ড জেনে প্রোফাইলে ঢুকে আপনার ব্যক্তিগত ছবি, পোস্ট ও মেসেজে দেখে নিতে পারে। আপনার অ্যাকাউন্টে কেউ প্রবেশ করেছি না তা সহজেই বের করা যায়।
ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ফেসবুকের বেশ কিছু ফিচার রয়েছে। এর মধ্যে কোন কোন ডিভাইস থেকে আপনার প্রোফাইলে লগ ইন করা হয়েছে তার তালিকাও দেখা যায়। ফেসবুক অ্যাপ ও ফেসবুকের ওয়েবসাইট থেকে এই তালিকা দেখা যায়।
ফেসবুক অ্যাপ থেকে
অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট, আইফোন বা আইপ্যাডের ফেসবুক অ্যাপ থেকে কোনো ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে তার তালিকা দেখা যায়।
১. ফেসবুক অ্যাপে নিজের আইডিতে লগ ইন করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে ওপরের ডান কোনায় তিনটি অনুভূমিক লাইনের মতো আইকোনে ট্যাপ করুন। আইফোনে ক্ষেত্রে এটি নিচের ডান কোনায় থাকবে। এই আইকোনে ট্যাপের মাধ্যমে একটি মেনু চালু হবে।
৩. মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৫. ‘সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার’ অপশনে ট্যাপ করুন।
৬. অ্যাকাউন্ট সেটিংস বক্সে প্রবেশ করার পরে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশনে ট্যাপ করুন।
৭. নতুন পেজ চালু হলে ‘হোয়্যার ইউ আর লগড ইন’ অপশনে চাপ দিন। এর মাধ্যমে অ্যাকাউন্ট লগইন অ্যাক্টিভিটি পেজ চালু হবে। এখানে ফেসবুক আইডি লগইন করা সব ডিভাইসের তালিকা দেখা যাবে। সেই সঙ্গে ডিভাইসের লোকেশন ও কখন লগ ইন করা হয়েছে তাও দেখা যাবে।
ব্রাউজার থেকে
ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও ব্রাউজারের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করা ডিভাইসগুলোর তালিকা দেখা যায়।
১. যেকোনো ব্রাউজার থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. স্ক্রিনের ওপরে ডান কোনায় নিজের প্রোফাইল আইকনে ক্লিক করুন।
৩. নতুন একটি মেনু চালু হলে সেখান থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।
৪. এরপর ‘অ্যাক্টিভিটি লগ’ অপশনে ক্লিক করুন।
৫. নিচের দিকে স্ক্রল করে ‘হোয়্যার ইউ আর লগড ইন’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন। এখানে থেকে মোবাইল অ্যাপের মতো লগ–ইন করা ডিভাইসের তালিকা দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে ডিভাইসের লোকেশন ও কখন লগ ইন করা হয়েছে তাও দেখা যাবে।
অপরিচিত ডিভাইসগুলো থেকে লগ আউট করবেন যেভাবে
কোন কোন ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডিতে লগ ইন করা হয়েছে তার তালিকা বের করার পর অপরিচিত ও অপ্রয়োজনীয় ডিভাইসগুলো সরিয়ে ফেরতে হবে। দূর থেকেই এসব ডিভাইস লগআউট করা যায়।
ফেসবুক অ্যাপ থেকে এটি করার জন্য প্রথমে ‘অ্যাকাউন্ট লগইন অ্যাক্টিভিটি উইন্ডো’ অপশনে যান। এবার ‘সিলেক্ট ডিভাইসেস টু লগআউট’ অপশনটি বেছে নিন। ‘সিলেক্ট অল’ অপশনটি নির্বাচন করে একসঙ্গে সবগুলো ডিভাইস একই সঙ্গে লগআউট হয়ে যাবে। ডিভাইস তালিকার পাশের চেক বক্সে টিক দিয়ে নির্দিষ্ট ডিভাইসও থেকেও লগআউট করা যাবে। প্রয়োজন মতো ডিভাইস নির্বাচন করার পর ‘লগ আউট’ অপশনে ট্যাপ করুন।
অপরিচিত ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে এমন তথ্য পেলে ডিভাইসকে লগ আউট করার পাশাপাশি নিজের পাসওয়ার্ডও পরিবর্তন করুন। কারণ একই পাসওয়ার্ড ব্যবহার করে আবারও হ্যাকার বা অন্য কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিস
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে