ক্যামেরায় ত্রুটির জন্য যুক্তরাষ্ট্রের বাজার থেকে ২ লাখ গাড়ি তুলে নেবে জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলা। সফটওয়্যার ত্রুটির জন্য ক্যামেরাগুলো ঠিকমতো কাজ করছে না, যা গাড়ি ঘোরানোর সময় পেছনে দেখার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এজন্য টেসলার এস, এক্স ও ওয়াই মডেলের গাড়িগুলো প্রত্যাহারের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)।
টেসলা বলছে, ২০২৩ সালে প্রায় ১৮ লাখ গাড়ি সরবরাহ করেছে কোম্পানিটি। তাই প্রত্যাহার করা গাড়ির সংখ্যা হবে বার্ষিক উৎপাদনের ১০ শতাংশের বেশি। এসব গাড়ির সবগুলোতেই ‘ফুল সেলফ ড্রাইভিং’ (মানুষ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে) কম্পিউটার ৪.০ ফিচার যুক্ত আছে। এগুলোতে ২০২৩.৪৪.৩০ থেকে ২০২৩.৪৪. ৩০.৬ বা ২০২৩.৪৪. ১০০ সংস্করণের সফটওয়্যার আছে। টেসলার গাড়ির গ্রাহকেরা কোন সংস্করণ ব্যবহার করছেন তা নিরীক্ষা করে দেখতে পারে। মার্কিন সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এনএইচটিএসএ বলছে, এই ত্রুটি সংশোধনে কোম্পানিটি ওভার-দ্য-এয়ার (ওটিএ) সফটওয়্যার আপডেট চালু করেছে।
গত বছরের ডিসেম্বরেই সমস্যাটি ধরা পড়ে। এ বছরের ১২ জানুয়ারিতে গাড়িগুলো প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়। আগামী ২২ মার্চের মধ্যেই গাড়ির মালিকদের কাছে এ বিষয় নিয়ে সতর্কবার্তা পৌঁছে যাবে।
কোম্পানিটি বলছে, ত্রুটির সঙ্গে সম্পর্কিত কোনো ক্র্যাশ (দুঘর্টনার কবলে পড়ে গাড়ি বিধস্ত হওয়া), আঘাত বা মৃত্যুর বিষয়ে অবগত নয় টেসলা।
অটোপাইলট অ্যাডভান্সড ড্রাইভার-সহায়তা সিস্টেমে গুরুতর নিরাপত্তাজনিত ত্রুটি দেখার পরে ২০ লাখের বেশি গাড়ি তুলে নেয় টেসলা। এর মাত্র ছয় সপ্তাহ পরে নতুন করে এই গাড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাড়ির জানালা তুলনামূলক খুব দ্রুত বন্ধ হয় ও জানালার কাচ আঙুল শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় ২০২২ সালে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ১১ লাখ গাড়ি তুলে নিয়েছিল টেসলা।
ক্যামেরায় ত্রুটির জন্য যুক্তরাষ্ট্রের বাজার থেকে ২ লাখ গাড়ি তুলে নেবে জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলা। সফটওয়্যার ত্রুটির জন্য ক্যামেরাগুলো ঠিকমতো কাজ করছে না, যা গাড়ি ঘোরানোর সময় পেছনে দেখার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এজন্য টেসলার এস, এক্স ও ওয়াই মডেলের গাড়িগুলো প্রত্যাহারের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)।
টেসলা বলছে, ২০২৩ সালে প্রায় ১৮ লাখ গাড়ি সরবরাহ করেছে কোম্পানিটি। তাই প্রত্যাহার করা গাড়ির সংখ্যা হবে বার্ষিক উৎপাদনের ১০ শতাংশের বেশি। এসব গাড়ির সবগুলোতেই ‘ফুল সেলফ ড্রাইভিং’ (মানুষ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে) কম্পিউটার ৪.০ ফিচার যুক্ত আছে। এগুলোতে ২০২৩.৪৪.৩০ থেকে ২০২৩.৪৪. ৩০.৬ বা ২০২৩.৪৪. ১০০ সংস্করণের সফটওয়্যার আছে। টেসলার গাড়ির গ্রাহকেরা কোন সংস্করণ ব্যবহার করছেন তা নিরীক্ষা করে দেখতে পারে। মার্কিন সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এনএইচটিএসএ বলছে, এই ত্রুটি সংশোধনে কোম্পানিটি ওভার-দ্য-এয়ার (ওটিএ) সফটওয়্যার আপডেট চালু করেছে।
গত বছরের ডিসেম্বরেই সমস্যাটি ধরা পড়ে। এ বছরের ১২ জানুয়ারিতে গাড়িগুলো প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়। আগামী ২২ মার্চের মধ্যেই গাড়ির মালিকদের কাছে এ বিষয় নিয়ে সতর্কবার্তা পৌঁছে যাবে।
কোম্পানিটি বলছে, ত্রুটির সঙ্গে সম্পর্কিত কোনো ক্র্যাশ (দুঘর্টনার কবলে পড়ে গাড়ি বিধস্ত হওয়া), আঘাত বা মৃত্যুর বিষয়ে অবগত নয় টেসলা।
অটোপাইলট অ্যাডভান্সড ড্রাইভার-সহায়তা সিস্টেমে গুরুতর নিরাপত্তাজনিত ত্রুটি দেখার পরে ২০ লাখের বেশি গাড়ি তুলে নেয় টেসলা। এর মাত্র ছয় সপ্তাহ পরে নতুন করে এই গাড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাড়ির জানালা তুলনামূলক খুব দ্রুত বন্ধ হয় ও জানালার কাচ আঙুল শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় ২০২২ সালে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ১১ লাখ গাড়ি তুলে নিয়েছিল টেসলা।
অ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
৮ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৩ ঘণ্টা আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৪ ঘণ্টা আগে