কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংযুক্তির পর গুগল ও স্যামসাংয়ের স্মার্টফোন বাজারে সাড়া জাগিয়েছে। এবার এই দৌড়ে অ্যাপলও শামিল হতে যাচ্ছে। আইফোন ১৬ জেনারেটিভ এআই নিয়ে বাজারে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অ্যাপলের সিইও টিম কুক। সাধারণত আটঘাট বেঁধেই প্রতিযোগিতায় নামে এই কোম্পানি, পণ্য নিখুঁত ও অনন্য করতে সময় নেয়।
আইফোনে এআই ফিচার আনার কথা নিশ্চিত করলেন টিম কুক নিজেই। গত বৃহস্পতিবার কোম্পানিটির ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় তিনি বলেন, ‘এ বছরের শেষ দিকে’ আইওএসে জেনারেটিভ এআই ফিচার আসবে।
আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার (এআই) আসার কথা নিশ্চিত করলেন অ্যাপলের সিইও টিম কুক। গত বৃহস্পতিবার কোম্পানিটির ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় তিনি বলেন, ‘এ বছরের শেষ দিকে’ আইওএসে জেনারেটিভ এআই ফিচার আসবে।
এ ঘোষণার আগেই ব্লুমবার্গের এক প্রতিবেদনে মার্ক গুরমান বলেন, আইওএস ১৮ ভার্সনে অপারেটিং সিস্টেমের ইতিহাসে ‘সবচেয়ে বড়’ আপডেট আসবে।
জেনারেটিভ এআই নিয়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্য উন্মাদনা আছে। এটা নিয়ে অ্যাপল এত দিন কোনো কাজ করেনি। গত বছর থেকে গুগল, মাইক্রোসফট ও ওপেনএআই চ্যাটবটগুলোকে নিখুঁত করতে কাজ করছে।
এর আগেও জেনারেটিভ এআই প্রসঙ্গ তুললেও আইফোনে কবে এই প্রযুক্তি আসবে তা স্পষ্টভাবে জানাননি কুক। এবার তিনি বলেন, প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যৎ গঠনের তৎপরতা অব্যাহত থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রচুর সময় ব্যয় করে উন্নত করার চেষ্টা অব্যাহত আছে। চলমান কাজের বিস্তারিত ‘এ বছরের শেষের দিকে আমরা তুলে ধরব’।
এ বিষয়ে বিস্তারিত জানতে কুককে প্রশ্ন করেছিলেন প্রযুক্তি বিশ্লেষকেরা। কিন্তু এর বেশি কিছু জানাননি তিনি। কুক বলেন, ‘আমি মনে করি, অ্যাপলের সঙ্গে জেনারেটিভ এআই যুক্ত করলে অনেক নতুন সম্ভাবনা তৈরি হবে এবং এ নিয়ে আর বিস্তারিত বা আগেভাগে বলা ঠিক হবে না।’
বিগত কয়েক মাসে গুগল ও স্যামসাংয়ের ডিভাইস বিক্রির অন্যতম কারণ হলো কোম্পানির এআইভিত্তিক সফটওয়্যার। অ্যাপলের পরবর্তী পদক্ষেপ অনুমান করা কঠিন। তবে আইওএস, আইপ্যাডওস ও ম্যাকওসে এআই যুক্ত করার উচ্চাভিলাষী পরিকল্পনা আছে অ্যাপলের। এখন বিশ্বজুড়ে অ্যাপলের ২২০ কোটি সক্রিয় ডিভাইস আছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংযুক্তির পর গুগল ও স্যামসাংয়ের স্মার্টফোন বাজারে সাড়া জাগিয়েছে। এবার এই দৌড়ে অ্যাপলও শামিল হতে যাচ্ছে। আইফোন ১৬ জেনারেটিভ এআই নিয়ে বাজারে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অ্যাপলের সিইও টিম কুক। সাধারণত আটঘাট বেঁধেই প্রতিযোগিতায় নামে এই কোম্পানি, পণ্য নিখুঁত ও অনন্য করতে সময় নেয়।
আইফোনে এআই ফিচার আনার কথা নিশ্চিত করলেন টিম কুক নিজেই। গত বৃহস্পতিবার কোম্পানিটির ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় তিনি বলেন, ‘এ বছরের শেষ দিকে’ আইওএসে জেনারেটিভ এআই ফিচার আসবে।
আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার (এআই) আসার কথা নিশ্চিত করলেন অ্যাপলের সিইও টিম কুক। গত বৃহস্পতিবার কোম্পানিটির ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় তিনি বলেন, ‘এ বছরের শেষ দিকে’ আইওএসে জেনারেটিভ এআই ফিচার আসবে।
এ ঘোষণার আগেই ব্লুমবার্গের এক প্রতিবেদনে মার্ক গুরমান বলেন, আইওএস ১৮ ভার্সনে অপারেটিং সিস্টেমের ইতিহাসে ‘সবচেয়ে বড়’ আপডেট আসবে।
জেনারেটিভ এআই নিয়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্য উন্মাদনা আছে। এটা নিয়ে অ্যাপল এত দিন কোনো কাজ করেনি। গত বছর থেকে গুগল, মাইক্রোসফট ও ওপেনএআই চ্যাটবটগুলোকে নিখুঁত করতে কাজ করছে।
এর আগেও জেনারেটিভ এআই প্রসঙ্গ তুললেও আইফোনে কবে এই প্রযুক্তি আসবে তা স্পষ্টভাবে জানাননি কুক। এবার তিনি বলেন, প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যৎ গঠনের তৎপরতা অব্যাহত থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রচুর সময় ব্যয় করে উন্নত করার চেষ্টা অব্যাহত আছে। চলমান কাজের বিস্তারিত ‘এ বছরের শেষের দিকে আমরা তুলে ধরব’।
এ বিষয়ে বিস্তারিত জানতে কুককে প্রশ্ন করেছিলেন প্রযুক্তি বিশ্লেষকেরা। কিন্তু এর বেশি কিছু জানাননি তিনি। কুক বলেন, ‘আমি মনে করি, অ্যাপলের সঙ্গে জেনারেটিভ এআই যুক্ত করলে অনেক নতুন সম্ভাবনা তৈরি হবে এবং এ নিয়ে আর বিস্তারিত বা আগেভাগে বলা ঠিক হবে না।’
বিগত কয়েক মাসে গুগল ও স্যামসাংয়ের ডিভাইস বিক্রির অন্যতম কারণ হলো কোম্পানির এআইভিত্তিক সফটওয়্যার। অ্যাপলের পরবর্তী পদক্ষেপ অনুমান করা কঠিন। তবে আইওএস, আইপ্যাডওস ও ম্যাকওসে এআই যুক্ত করার উচ্চাভিলাষী পরিকল্পনা আছে অ্যাপলের। এখন বিশ্বজুড়ে অ্যাপলের ২২০ কোটি সক্রিয় ডিভাইস আছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
একসময় কনটেন্ট তৈরি বিষয়টি ছিল ব্যয়বহুল। ক্যামেরা, স্টুডিও আর পেশাদার টিম নিয়ে কাজ করতে হতো। কিন্তু প্রযুক্তি সে অবস্থাকে একেবারে মিনিমাল জায়গায় নিয়ে এসেছে। এখন একটি স্মার্টফোন দিয়েই কনটেন্ট নির্মাণ সম্ভব। সঙ্গে কিছু গ্যাজেট আর গিয়ার থাকলে তো কথাই নেই।
১৬ ঘণ্টা আগেফ্রিল্যান্সিং করে শুধু ছেলেরা নন, অনেকটা এগিয়েছেন মেয়েরাও। তাঁদের একজন ১৯ বছর বয়সী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী স্নিগ্ধা আক্তার বৃষ্টি। পড়াশোনার পাশাপাশি সংসার সামলে ফ্রিল্যান্সিং করে মাসে তাঁর আয় প্রায় লাখ টাকা। দুটি প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া ম্যানেজার তিনি এবং বিব্র্যান্ড নামে একটি এজেন্সির
১৬ ঘণ্টা আগেমাউন্ট এভারেস্টের দুর্গম যাত্রাপথ এখন প্রযুক্তির ছোঁয়ায় আরও নিরাপদ হতে চলেছে। মিলন পান্ডে নামের এক ড্রোনচালক এই বিপজ্জনক পথে পর্বতারোহীদের জন্য আশার আলো হয়ে উঠেছেন। খাবার, জরুরি সরঞ্জাম এবং চিকিৎসাসামগ্রী এখন ড্রোনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গম এলাকায়, যা কমিয়ে দিচ্ছে প্রাণহানির ঝুঁকি।
১৭ ঘণ্টা আগেদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট ২০২৫’ আয়োজন করেছে রবি আজিয়াটা লিমিটেড। এ উপলক্ষে গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১৭ ঘণ্টা আগে