অনলাইন ডেস্ক
রাশিয়ায় আজ বুধবার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক দেশে আঘাত হানতে শুরু করেছে সুনামি। একে ইতিহাসের ষষ্ঠ শক্তিশালী ভূকম্পন হিসেবে চিহ্নিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। তবে এই ভূমিকম্প ও পরবর্তী সুনামির প্রভাবে এখন পর্যন্ত সাবমেরিন কেবল, যোগাযোগ ব্যবস্থা বা ক্লাউড কম্পিউটিং সেবায় কোনো ধরনের সমস্যা দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিট ৫০ সেকেন্ডে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থার তালিকায় এ ধরনের মাত্রার মাত্র পাঁচটি ভূমিকম্পই এর চেয়ে বেশি শক্তিশালী হিসেবে নথিভুক্ত আছে।
এদিকে রাশিয়ার ভূ-ভৌগোলিক জরিপ সংস্থা একই ভূমিকম্পকে ৮ দশমিক ৯ মাত্রার হিসেবে চিহ্নিত করেছে।
ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগর ঘেঁষা বিভিন্ন দেশের সরকারগুলো সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করে। এমনকি দূরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থাও পশ্চিম উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করে।
ভূমিকম্পের কাছাকাছি অবস্থিত জাপান কর্তৃপক্ষ উপকূলবর্তী নিচু এলাকার বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ উচ্চস্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
জাপানে ইতিমধ্যে ৩০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউয়ের খবর পাওয়া গেছে।
তবে এখন পর্যন্ত কোনো যোগাযোগ নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং সেবা, বা চিপ উৎপাদন কারখানায় কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাশিয়ার রোস্তেলেকম পরিচালিত সাবমেরিন কেবলটি পেত্রোপাভলোভস্ক-কামচাটকা থেকে আনাডির সংযোগ স্থাপন করেছে। কেবলটি ভূমিকম্পের কেন্দ্রস্থলের খুব কাছ দিয়ে গেছে। তবে এখন পর্যন্ত রোস্তেলেকমের পক্ষ থেকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সংযোগ সমস্যার তথ্য জানানো হয়নি।
আমাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), মাইক্রোসফট আজুর এবং গুগল ক্লাউড এর স্ট্যাটাস পেজ পর্যালোচনা করেছে প্রযুক্তি বিষয়ক অনলাইন সংবাদমাধ্যম দ্য রেজিস্টার। তবে জাপানে বা অন্য কোনো অঞ্চলে তাদের সেবায় কোনো ধরনের বিঘ্নের রিপোর্ট পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১১ সালের ভয়াবহ সুনামি জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয় ঘটিয়েছিল। সেই বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী সংস্থা বুধবার জানিয়েছে, তারা সাবধানতা হিসেবে সমস্ত কর্মীকে সরিয়ে নিয়েছে এবং ২০১১ সালের দূষিত পানি পরিশোধনের পর যেগুলো সঞ্চিত ছিল, সেগুলোর নিষ্কাশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে দক্ষিণে অনেক সাবমেরিন কেবল রয়েছে। তাই প্রশান্ত মহাসাগরজুড়ে সুনামির প্রভাবে এদের কার্যক্রম ব্যাহত হতে পারে।
রাশিয়ায় আজ বুধবার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক দেশে আঘাত হানতে শুরু করেছে সুনামি। একে ইতিহাসের ষষ্ঠ শক্তিশালী ভূকম্পন হিসেবে চিহ্নিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। তবে এই ভূমিকম্প ও পরবর্তী সুনামির প্রভাবে এখন পর্যন্ত সাবমেরিন কেবল, যোগাযোগ ব্যবস্থা বা ক্লাউড কম্পিউটিং সেবায় কোনো ধরনের সমস্যা দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিট ৫০ সেকেন্ডে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থার তালিকায় এ ধরনের মাত্রার মাত্র পাঁচটি ভূমিকম্পই এর চেয়ে বেশি শক্তিশালী হিসেবে নথিভুক্ত আছে।
এদিকে রাশিয়ার ভূ-ভৌগোলিক জরিপ সংস্থা একই ভূমিকম্পকে ৮ দশমিক ৯ মাত্রার হিসেবে চিহ্নিত করেছে।
ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগর ঘেঁষা বিভিন্ন দেশের সরকারগুলো সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করে। এমনকি দূরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থাও পশ্চিম উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করে।
ভূমিকম্পের কাছাকাছি অবস্থিত জাপান কর্তৃপক্ষ উপকূলবর্তী নিচু এলাকার বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ উচ্চস্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
জাপানে ইতিমধ্যে ৩০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউয়ের খবর পাওয়া গেছে।
তবে এখন পর্যন্ত কোনো যোগাযোগ নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং সেবা, বা চিপ উৎপাদন কারখানায় কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাশিয়ার রোস্তেলেকম পরিচালিত সাবমেরিন কেবলটি পেত্রোপাভলোভস্ক-কামচাটকা থেকে আনাডির সংযোগ স্থাপন করেছে। কেবলটি ভূমিকম্পের কেন্দ্রস্থলের খুব কাছ দিয়ে গেছে। তবে এখন পর্যন্ত রোস্তেলেকমের পক্ষ থেকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সংযোগ সমস্যার তথ্য জানানো হয়নি।
আমাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), মাইক্রোসফট আজুর এবং গুগল ক্লাউড এর স্ট্যাটাস পেজ পর্যালোচনা করেছে প্রযুক্তি বিষয়ক অনলাইন সংবাদমাধ্যম দ্য রেজিস্টার। তবে জাপানে বা অন্য কোনো অঞ্চলে তাদের সেবায় কোনো ধরনের বিঘ্নের রিপোর্ট পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১১ সালের ভয়াবহ সুনামি জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয় ঘটিয়েছিল। সেই বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী সংস্থা বুধবার জানিয়েছে, তারা সাবধানতা হিসেবে সমস্ত কর্মীকে সরিয়ে নিয়েছে এবং ২০১১ সালের দূষিত পানি পরিশোধনের পর যেগুলো সঞ্চিত ছিল, সেগুলোর নিষ্কাশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে দক্ষিণে অনেক সাবমেরিন কেবল রয়েছে। তাই প্রশান্ত মহাসাগরজুড়ে সুনামির প্রভাবে এদের কার্যক্রম ব্যাহত হতে পারে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৯ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৩ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৭ ঘণ্টা আগে