Ajker Patrika

গুগল ক্রোম খুললেই পছন্দের ওয়েবসাইটগুলো দেখবেন যেভাবে 

গুগল ক্রোম খুললেই পছন্দের ওয়েবসাইটগুলো দেখবেন যেভাবে 

কম্পিউটার ব্রাউজিংয়ের জন্য অনেক জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। ব্রাউজারটি ব্যবহার করে অনেকই তাদের কাজের জন্য একই ওয়েবসাইটে প্রতিদিন প্রবেশ করে থাকে। বার বার সার্চ করে এসব ওয়েবসাইট বের করা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ব্রাউজার খুললেই স্বয়ক্রিয়ভাবে এসব ওয়েবসাইট চালু করার সুবিধা গুগল ক্রমে পাওয়া যায়। এজন্য গুগল ক্রোমে ওয়েবসাইটগুলো আগে থেকেই সেট করতে হয়। তবে একবার সেট করলে প্রতিদিন বার বার ওয়েবসাইটগুলো সার্চ করে বের করতে হবে না।

গুগল ক্রোমে ওয়েবসাইটগুলো খুব সহজেই সেট করা যায়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. কম্পিউটার থেকে গুগল ক্রোম ওয়েবসাইটে প্রবেশ করুন। 
২. ডান দিকের ওপরে তিন ডটে ক্লিক করে একটি মেনু চালু করুন। 
৩. মেনু থেকে সেটিংস অপশনে প্রবেশ করুন। 
৪. বাম পাশের প্যানেল থেকে ‘অন স্টার্ট আপ’ অপশনটিতে ক্লিক করুন। 
৫. এরপর বামপাশের ‘ওপেন এ স্পেসিফিক পেজ ওর সেট অব পেজেস’ অপশনটি নির্বাচন করুন। 
৬. এর নিচের দিকে ‘ওপেন এ নিউ পেজ’ অপশনে ক্লিক করুন। 
৭. এরপর পছন্দের ওয়েবসাইটের ইউআরএল পেস্ট করুন। 
৮. ‘এড’ অপশনে ক্লিক করুন। 

এভাবে ওয়েবসাইট সেট করলে ক্রোম ব্রাউজার খুললেই পছন্দের ওয়েবসাইটগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত