কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক এডিটিং টুল পাচ্ছে মাইক্রোসফট পেইন্ট অ্যাপ। নতুন ফিচারগুলোর মধ্যে ‘জেনারেটিভ ফিল’ এবং ‘জেনারেটিভ ইরেজ’ অন্তর্ভুক্ত রয়েছে—যা সম্ভবত অ্যাডোবি ফটোশপের এআই টুলগুলোর মতো কাজ করবে। অর্থাৎ এগুলো এআই মেশিন লার্নিং ব্যবহার করে ছবি বা গ্রাফিকসের মধ্যে কোনো বস্তু যোগ বা মুছে ফেলতে সাহায্য করে।
মাইক্রোসফটের পেইন্টের ফিচার দুটি শুধু কোপাইলট প্লাস প্ল্যানের সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারবেন। ছবি এডিট করার জন্য দুটি টুলই অ্যাপটির ব্রাশ ফিচারের মাধ্যমে ব্যবহার করা যাবে। ছবি এডিট করার জন্য নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত জায়গায় ব্রাশটি নিয়ে আসতে হবে।
জেনারেটিভ ইরেজ ছবির অপ্রয়োজনীয়, যেমন ব্যাকগ্রাউন্ডের অযথা বস্তু বা অন্যান্য অবস্থা মুছে ফেলবে। এটি গুগলের পিক্সেল ফোনে থাকা ম্যাজিক ইরেজার ফিচারের মতো কাজ করে। অর্থাৎ, ছবির কোনো নির্দিষ্ট অংশে ব্রাশ দিয়ে মুছে ফেললে এআই সেই জায়গাটি এমনভাবে পূর্ণ করে দেবে যেন ছবির বাকি অংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
জেনারেটিভ ফিল ব্যবহারকারীদের এআই দিয়ে নতুন উপাদান ছবিতে যোগ করতে দেয়। টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে ব্যবহারকারী এআইকে নির্দেশ দিতে পারেন কী ধরনের নতুন উপাদান তারা ছবিতে যোগ করতে চান এবং উপাদানটি কোথায় তা রাখতে চান। এটি ফটোশপের টুলের মতো, যেখানে টেক্সটের মাধ্যমে ছবির বিভিন্ন অংশে নতুন উপাদান যোগ করতে পারেন।
ফিচারগুলো কোপাইলট প্লাসের জন্য পূর্বে ঘোষিত ‘কোক্রিয়েটর’ টুলের ওপর ভিত্তি করে তৈরি। টেক্সট প্রম্পট এবং রেফারেন্স স্কেচ ব্যবহার করে ছবি তৈরি করে কোক্রিয়েটর।
মাইক্রোসফট বলছে, ফিচারগুলোকে চালানোর জন্য ব্যবহৃত ‘ডিফিউশন-বেসড’ মডেলের আপডেট করা হয়েছে। ফলে টুলগুলোর মান ও গতি উন্নত হয়েছে। নতুন আপডেটে ‘বিল্ট-ইন মডারেশন’ ফিচারও যুক্ত করা হয়েছে, যা টুলটির অপব্যবহার প্রতিরোধে সাহায্য করবে।
মাইক্রোসফটের ফটোজ অ্যাপও জেনারেটিভ ইরেজ টুল যুক্ত হচ্ছে। পাশাপাশি একটি নতুন সুপার রেজল্যুশনও ফিচার যুক্ত হবে। এটি ডিভাইসের অভ্যন্তরীণ এআই ব্যবহার করে ঝাপসা বা পিক্সেলেটেড ছবি গুলোকে স্পষ্ট করতে সাহায্য করবে। ব্যবহারকারীরা ছবির মূল রেজল্যুশন আট গুণ পর্যন্ত বাড়াতে পারবেন। সেই সঙ্গে একটি স্লাইডার ব্যবহার করে ছবির রেজল্যুশন নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। ফিচারটি ক্যানভার ইমেজ আপস্কেলারের মতোই কাজ করবে। তবে এটি অ্যাডোবি লাইটরুম অ্যাপের ৪ এক্স সুপার রেজল্যুশনের থেকেও বেশি ক্ষমতাশালী।
তথ্যসূত্র: দ্য ভার্জ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক এডিটিং টুল পাচ্ছে মাইক্রোসফট পেইন্ট অ্যাপ। নতুন ফিচারগুলোর মধ্যে ‘জেনারেটিভ ফিল’ এবং ‘জেনারেটিভ ইরেজ’ অন্তর্ভুক্ত রয়েছে—যা সম্ভবত অ্যাডোবি ফটোশপের এআই টুলগুলোর মতো কাজ করবে। অর্থাৎ এগুলো এআই মেশিন লার্নিং ব্যবহার করে ছবি বা গ্রাফিকসের মধ্যে কোনো বস্তু যোগ বা মুছে ফেলতে সাহায্য করে।
মাইক্রোসফটের পেইন্টের ফিচার দুটি শুধু কোপাইলট প্লাস প্ল্যানের সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারবেন। ছবি এডিট করার জন্য দুটি টুলই অ্যাপটির ব্রাশ ফিচারের মাধ্যমে ব্যবহার করা যাবে। ছবি এডিট করার জন্য নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত জায়গায় ব্রাশটি নিয়ে আসতে হবে।
জেনারেটিভ ইরেজ ছবির অপ্রয়োজনীয়, যেমন ব্যাকগ্রাউন্ডের অযথা বস্তু বা অন্যান্য অবস্থা মুছে ফেলবে। এটি গুগলের পিক্সেল ফোনে থাকা ম্যাজিক ইরেজার ফিচারের মতো কাজ করে। অর্থাৎ, ছবির কোনো নির্দিষ্ট অংশে ব্রাশ দিয়ে মুছে ফেললে এআই সেই জায়গাটি এমনভাবে পূর্ণ করে দেবে যেন ছবির বাকি অংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
জেনারেটিভ ফিল ব্যবহারকারীদের এআই দিয়ে নতুন উপাদান ছবিতে যোগ করতে দেয়। টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে ব্যবহারকারী এআইকে নির্দেশ দিতে পারেন কী ধরনের নতুন উপাদান তারা ছবিতে যোগ করতে চান এবং উপাদানটি কোথায় তা রাখতে চান। এটি ফটোশপের টুলের মতো, যেখানে টেক্সটের মাধ্যমে ছবির বিভিন্ন অংশে নতুন উপাদান যোগ করতে পারেন।
ফিচারগুলো কোপাইলট প্লাসের জন্য পূর্বে ঘোষিত ‘কোক্রিয়েটর’ টুলের ওপর ভিত্তি করে তৈরি। টেক্সট প্রম্পট এবং রেফারেন্স স্কেচ ব্যবহার করে ছবি তৈরি করে কোক্রিয়েটর।
মাইক্রোসফট বলছে, ফিচারগুলোকে চালানোর জন্য ব্যবহৃত ‘ডিফিউশন-বেসড’ মডেলের আপডেট করা হয়েছে। ফলে টুলগুলোর মান ও গতি উন্নত হয়েছে। নতুন আপডেটে ‘বিল্ট-ইন মডারেশন’ ফিচারও যুক্ত করা হয়েছে, যা টুলটির অপব্যবহার প্রতিরোধে সাহায্য করবে।
মাইক্রোসফটের ফটোজ অ্যাপও জেনারেটিভ ইরেজ টুল যুক্ত হচ্ছে। পাশাপাশি একটি নতুন সুপার রেজল্যুশনও ফিচার যুক্ত হবে। এটি ডিভাইসের অভ্যন্তরীণ এআই ব্যবহার করে ঝাপসা বা পিক্সেলেটেড ছবি গুলোকে স্পষ্ট করতে সাহায্য করবে। ব্যবহারকারীরা ছবির মূল রেজল্যুশন আট গুণ পর্যন্ত বাড়াতে পারবেন। সেই সঙ্গে একটি স্লাইডার ব্যবহার করে ছবির রেজল্যুশন নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। ফিচারটি ক্যানভার ইমেজ আপস্কেলারের মতোই কাজ করবে। তবে এটি অ্যাডোবি লাইটরুম অ্যাপের ৪ এক্স সুপার রেজল্যুশনের থেকেও বেশি ক্ষমতাশালী।
তথ্যসূত্র: দ্য ভার্জ
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে