ফিচার ডেস্ক
পানির ওপর ভেসে চলা কচ্ছপটির নাম প্যানজিওস। না, এটি কোনো জীবন্ত কচ্ছপ নয়। প্যানজিওস হলো বিশাল সমুদ্রে ভাসমান একটি জাহাজের ওপর গড়ে ওঠা শহর, যা দেখতে কচ্ছপের মতো। সেখানে থাকবে হোটেল, শপিং সেন্টার, পার্কসহ একটি শহরের সব সুবিধা।
তবে কথা হলো, এখনো এটি পরিকল্পনার মধ্যেই আছে। কিন্তু ‘যদি’ প্যানজিওস সত্যিই নির্মিত হয়, তাহলে এটি হবে এখন পর্যন্ত নির্মিত বৃহত্তম সামুদ্রিক জাহাজ।
সৌদি আরবকে এই উচ্চাভিলাষী প্রকল্পের প্রস্তাব করেছে লাজারিনি ডিজাইন স্টুডিও। রোমভিত্তিক এই প্রতিষ্ঠান থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটির ডিজাইন এবং ধারণাগুলো চিত্রায়িত করেছে। লাজারিনি দাবি করেছে, প্যানজিওস ৬০ হাজার অতিথি, অনির্দিষ্টসংখ্যক ক্রু এবং কর্মীর থাকার ব্যবস্থা করতে সক্ষম হবে। এর প্রতিটি ডানায় ১৯টি ভিলা এবং ৬৯টি অ্যাপার্টমেন্টের জন্য জায়গা থাকবে। ছাদের শেলে ৭২টি টেরেস পাওয়া যাবে। এর দৈর্ঘ্য-প্রস্থ এতটাই বড় হবে যে প্যানজিওসে আসা অতিথিদের সাগরের অন্যান্য জায়গায় ঘুরে দেখানোর জন্য আলাদা জাহাজ বা বিমান ব্যবহার করার সুযোগ থাকবে। অন্যান্য নৌযানের জন্য এখানে একটি বন্দর তৈরি করা হবে।
এই প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৮ বিলিয়ন ডলার। পুরো প্রকল্পটি শেষ হতে সময় লাগবে ৮ বছর। এর প্রস্তাবিত দৈর্ঘ্য ৫৫০ মিটার ও প্রস্থ ৬১০ মিটার।
পানির ওপর ভেসে চলা কচ্ছপটির নাম প্যানজিওস। না, এটি কোনো জীবন্ত কচ্ছপ নয়। প্যানজিওস হলো বিশাল সমুদ্রে ভাসমান একটি জাহাজের ওপর গড়ে ওঠা শহর, যা দেখতে কচ্ছপের মতো। সেখানে থাকবে হোটেল, শপিং সেন্টার, পার্কসহ একটি শহরের সব সুবিধা।
তবে কথা হলো, এখনো এটি পরিকল্পনার মধ্যেই আছে। কিন্তু ‘যদি’ প্যানজিওস সত্যিই নির্মিত হয়, তাহলে এটি হবে এখন পর্যন্ত নির্মিত বৃহত্তম সামুদ্রিক জাহাজ।
সৌদি আরবকে এই উচ্চাভিলাষী প্রকল্পের প্রস্তাব করেছে লাজারিনি ডিজাইন স্টুডিও। রোমভিত্তিক এই প্রতিষ্ঠান থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটির ডিজাইন এবং ধারণাগুলো চিত্রায়িত করেছে। লাজারিনি দাবি করেছে, প্যানজিওস ৬০ হাজার অতিথি, অনির্দিষ্টসংখ্যক ক্রু এবং কর্মীর থাকার ব্যবস্থা করতে সক্ষম হবে। এর প্রতিটি ডানায় ১৯টি ভিলা এবং ৬৯টি অ্যাপার্টমেন্টের জন্য জায়গা থাকবে। ছাদের শেলে ৭২টি টেরেস পাওয়া যাবে। এর দৈর্ঘ্য-প্রস্থ এতটাই বড় হবে যে প্যানজিওসে আসা অতিথিদের সাগরের অন্যান্য জায়গায় ঘুরে দেখানোর জন্য আলাদা জাহাজ বা বিমান ব্যবহার করার সুযোগ থাকবে। অন্যান্য নৌযানের জন্য এখানে একটি বন্দর তৈরি করা হবে।
এই প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৮ বিলিয়ন ডলার। পুরো প্রকল্পটি শেষ হতে সময় লাগবে ৮ বছর। এর প্রস্তাবিত দৈর্ঘ্য ৫৫০ মিটার ও প্রস্থ ৬১০ মিটার।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১২ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৫ ঘণ্টা আগে