ফিচার ডেস্ক
আপনার শখের মোটরসাইকেল থেকে যদি কালো ধোঁয়া বের হতে দেখেন, তবে সতর্ক হোন। আপনি কি জানেন, কোন কোন কারণে আপনার প্রিয় বাহনটি থেকে কালো ধোঁয়া বের হয়?
১.
সাইলেন্সারে কালো ধোঁয়া বের হলে বুঝতে হবে, বাইকের ইঞ্জিন অয়েল শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে তেল না বদলালে ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তা ছাড়া ফুয়েল ইনজেক্টর, কার্বোরেটর বা ফুয়েল পাম্পের ত্রুটির কারণেও সাইলেন্সারে কালো ধোঁয়া বের হতে পারে। আবার কোনো কারণে নকল বা গুণগত মানে খারাপ ইঞ্জিন অয়েল ব্যবহার করলেও কালো ধোঁয়া বের হতে পারে। পিস্টন ফুটো হয়ে তেল বের হলে বা ভালভের সিলগুলো ত্রুটিযুক্ত হলে ইঞ্জিন অয়েল ফুয়েলের সঙ্গে মিশে কালো ধোঁয়া উৎপন্ন করতে পারে।
২.
এয়ার ফিল্টারে ময়লা জমলে বা কিছু আটকে থাকলে ইঞ্জিনে বাতাস প্রবেশ করে না। ফলে কালো ধোঁয়া বের হয়। অনেক সময় ইঞ্জিনের বিভিন্ন উপাদান পুরোনো হয়ে গেলেও কালো ধোঁয়া বের হতে পারে। আবার ইঞ্জিন পর্যাপ্ত বায়ু বা জ্বালানি না পেলেও কালো ধোঁয়া ও কালি হয়।
৩.
এয়ার কুলেন্ট বা অয়েল কুলেন্ট সিস্টেম ঠিকমতো কাজ না করলে সাইলেন্সারের কালো ধোঁয়া বের হবে। ফলে বাইকের ইঞ্জিন অনেক গরম হবে, ইঞ্জিন অয়েল ও মাইলেজ কমে যাবে। নতুনের সঙ্গে পুরোনো ইঞ্জিন অয়েল মেশানো উচিত নয়। পুরোনো ইঞ্জিন অয়েল পুরোটা বের করে নেওয়ার পরই নতুন ইঞ্জিন অয়েল ঢালা উচিত। পুরোনো ও নতুন ইঞ্জিন অয়েল মেশালে বাইকের ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। অনেক সময় এ কারণেও কালো ধোঁয়া বের হয়।
৪.
ইনজেক্টর ঠিকভাবে কাজ না করলে বাইকের এগজস্ট থেকে সাদা ধোঁয়া বের হবে। আবার অনেক দিন ধরে ফুয়েল ইনজেকশন পরিষ্কার না করলে এর মধ্যে ময়লা জমে স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট করে দেয়। তখন সঠিকভাবে বাতাস ও ফুয়েল মিশ্রিত হয়ে কাজ করতে পারে না। ফলে সাইলেন্সারের ধোঁয়া বের হয়।
বাইকের এগজস্ট সিস্টেমের কাজ ইঞ্জিন থেকে বিষাক্ত বাতাস বের করে দেওয়া। এ থেকে দৃশ্যত কিছু বের হতে দেখলেই বুঝবেন, বাইকে কোনো না কোনো সমস্যা হচ্ছে। বুঝতে পারলে সমাধান করে নিন। না হলে সার্ভিস সেন্টারের সাহায্য নিন।
আপনার শখের মোটরসাইকেল থেকে যদি কালো ধোঁয়া বের হতে দেখেন, তবে সতর্ক হোন। আপনি কি জানেন, কোন কোন কারণে আপনার প্রিয় বাহনটি থেকে কালো ধোঁয়া বের হয়?
১.
সাইলেন্সারে কালো ধোঁয়া বের হলে বুঝতে হবে, বাইকের ইঞ্জিন অয়েল শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে তেল না বদলালে ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তা ছাড়া ফুয়েল ইনজেক্টর, কার্বোরেটর বা ফুয়েল পাম্পের ত্রুটির কারণেও সাইলেন্সারে কালো ধোঁয়া বের হতে পারে। আবার কোনো কারণে নকল বা গুণগত মানে খারাপ ইঞ্জিন অয়েল ব্যবহার করলেও কালো ধোঁয়া বের হতে পারে। পিস্টন ফুটো হয়ে তেল বের হলে বা ভালভের সিলগুলো ত্রুটিযুক্ত হলে ইঞ্জিন অয়েল ফুয়েলের সঙ্গে মিশে কালো ধোঁয়া উৎপন্ন করতে পারে।
২.
এয়ার ফিল্টারে ময়লা জমলে বা কিছু আটকে থাকলে ইঞ্জিনে বাতাস প্রবেশ করে না। ফলে কালো ধোঁয়া বের হয়। অনেক সময় ইঞ্জিনের বিভিন্ন উপাদান পুরোনো হয়ে গেলেও কালো ধোঁয়া বের হতে পারে। আবার ইঞ্জিন পর্যাপ্ত বায়ু বা জ্বালানি না পেলেও কালো ধোঁয়া ও কালি হয়।
৩.
এয়ার কুলেন্ট বা অয়েল কুলেন্ট সিস্টেম ঠিকমতো কাজ না করলে সাইলেন্সারের কালো ধোঁয়া বের হবে। ফলে বাইকের ইঞ্জিন অনেক গরম হবে, ইঞ্জিন অয়েল ও মাইলেজ কমে যাবে। নতুনের সঙ্গে পুরোনো ইঞ্জিন অয়েল মেশানো উচিত নয়। পুরোনো ইঞ্জিন অয়েল পুরোটা বের করে নেওয়ার পরই নতুন ইঞ্জিন অয়েল ঢালা উচিত। পুরোনো ও নতুন ইঞ্জিন অয়েল মেশালে বাইকের ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। অনেক সময় এ কারণেও কালো ধোঁয়া বের হয়।
৪.
ইনজেক্টর ঠিকভাবে কাজ না করলে বাইকের এগজস্ট থেকে সাদা ধোঁয়া বের হবে। আবার অনেক দিন ধরে ফুয়েল ইনজেকশন পরিষ্কার না করলে এর মধ্যে ময়লা জমে স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট করে দেয়। তখন সঠিকভাবে বাতাস ও ফুয়েল মিশ্রিত হয়ে কাজ করতে পারে না। ফলে সাইলেন্সারের ধোঁয়া বের হয়।
বাইকের এগজস্ট সিস্টেমের কাজ ইঞ্জিন থেকে বিষাক্ত বাতাস বের করে দেওয়া। এ থেকে দৃশ্যত কিছু বের হতে দেখলেই বুঝবেন, বাইকে কোনো না কোনো সমস্যা হচ্ছে। বুঝতে পারলে সমাধান করে নিন। না হলে সার্ভিস সেন্টারের সাহায্য নিন।
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
৭ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
৮ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
৯ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১০ ঘণ্টা আগে