ফিচার ডেস্ক
আপনার শখের মোটরসাইকেল থেকে যদি কালো ধোঁয়া বের হতে দেখেন, তবে সতর্ক হোন। আপনি কি জানেন, কোন কোন কারণে আপনার প্রিয় বাহনটি থেকে কালো ধোঁয়া বের হয়?
১.
সাইলেন্সারে কালো ধোঁয়া বের হলে বুঝতে হবে, বাইকের ইঞ্জিন অয়েল শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে তেল না বদলালে ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তা ছাড়া ফুয়েল ইনজেক্টর, কার্বোরেটর বা ফুয়েল পাম্পের ত্রুটির কারণেও সাইলেন্সারে কালো ধোঁয়া বের হতে পারে। আবার কোনো কারণে নকল বা গুণগত মানে খারাপ ইঞ্জিন অয়েল ব্যবহার করলেও কালো ধোঁয়া বের হতে পারে। পিস্টন ফুটো হয়ে তেল বের হলে বা ভালভের সিলগুলো ত্রুটিযুক্ত হলে ইঞ্জিন অয়েল ফুয়েলের সঙ্গে মিশে কালো ধোঁয়া উৎপন্ন করতে পারে।
২.
এয়ার ফিল্টারে ময়লা জমলে বা কিছু আটকে থাকলে ইঞ্জিনে বাতাস প্রবেশ করে না। ফলে কালো ধোঁয়া বের হয়। অনেক সময় ইঞ্জিনের বিভিন্ন উপাদান পুরোনো হয়ে গেলেও কালো ধোঁয়া বের হতে পারে। আবার ইঞ্জিন পর্যাপ্ত বায়ু বা জ্বালানি না পেলেও কালো ধোঁয়া ও কালি হয়।
৩.
এয়ার কুলেন্ট বা অয়েল কুলেন্ট সিস্টেম ঠিকমতো কাজ না করলে সাইলেন্সারের কালো ধোঁয়া বের হবে। ফলে বাইকের ইঞ্জিন অনেক গরম হবে, ইঞ্জিন অয়েল ও মাইলেজ কমে যাবে। নতুনের সঙ্গে পুরোনো ইঞ্জিন অয়েল মেশানো উচিত নয়। পুরোনো ইঞ্জিন অয়েল পুরোটা বের করে নেওয়ার পরই নতুন ইঞ্জিন অয়েল ঢালা উচিত। পুরোনো ও নতুন ইঞ্জিন অয়েল মেশালে বাইকের ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। অনেক সময় এ কারণেও কালো ধোঁয়া বের হয়।
৪.
ইনজেক্টর ঠিকভাবে কাজ না করলে বাইকের এগজস্ট থেকে সাদা ধোঁয়া বের হবে। আবার অনেক দিন ধরে ফুয়েল ইনজেকশন পরিষ্কার না করলে এর মধ্যে ময়লা জমে স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট করে দেয়। তখন সঠিকভাবে বাতাস ও ফুয়েল মিশ্রিত হয়ে কাজ করতে পারে না। ফলে সাইলেন্সারের ধোঁয়া বের হয়।
বাইকের এগজস্ট সিস্টেমের কাজ ইঞ্জিন থেকে বিষাক্ত বাতাস বের করে দেওয়া। এ থেকে দৃশ্যত কিছু বের হতে দেখলেই বুঝবেন, বাইকে কোনো না কোনো সমস্যা হচ্ছে। বুঝতে পারলে সমাধান করে নিন। না হলে সার্ভিস সেন্টারের সাহায্য নিন।
আপনার শখের মোটরসাইকেল থেকে যদি কালো ধোঁয়া বের হতে দেখেন, তবে সতর্ক হোন। আপনি কি জানেন, কোন কোন কারণে আপনার প্রিয় বাহনটি থেকে কালো ধোঁয়া বের হয়?
১.
সাইলেন্সারে কালো ধোঁয়া বের হলে বুঝতে হবে, বাইকের ইঞ্জিন অয়েল শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে তেল না বদলালে ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তা ছাড়া ফুয়েল ইনজেক্টর, কার্বোরেটর বা ফুয়েল পাম্পের ত্রুটির কারণেও সাইলেন্সারে কালো ধোঁয়া বের হতে পারে। আবার কোনো কারণে নকল বা গুণগত মানে খারাপ ইঞ্জিন অয়েল ব্যবহার করলেও কালো ধোঁয়া বের হতে পারে। পিস্টন ফুটো হয়ে তেল বের হলে বা ভালভের সিলগুলো ত্রুটিযুক্ত হলে ইঞ্জিন অয়েল ফুয়েলের সঙ্গে মিশে কালো ধোঁয়া উৎপন্ন করতে পারে।
২.
এয়ার ফিল্টারে ময়লা জমলে বা কিছু আটকে থাকলে ইঞ্জিনে বাতাস প্রবেশ করে না। ফলে কালো ধোঁয়া বের হয়। অনেক সময় ইঞ্জিনের বিভিন্ন উপাদান পুরোনো হয়ে গেলেও কালো ধোঁয়া বের হতে পারে। আবার ইঞ্জিন পর্যাপ্ত বায়ু বা জ্বালানি না পেলেও কালো ধোঁয়া ও কালি হয়।
৩.
এয়ার কুলেন্ট বা অয়েল কুলেন্ট সিস্টেম ঠিকমতো কাজ না করলে সাইলেন্সারের কালো ধোঁয়া বের হবে। ফলে বাইকের ইঞ্জিন অনেক গরম হবে, ইঞ্জিন অয়েল ও মাইলেজ কমে যাবে। নতুনের সঙ্গে পুরোনো ইঞ্জিন অয়েল মেশানো উচিত নয়। পুরোনো ইঞ্জিন অয়েল পুরোটা বের করে নেওয়ার পরই নতুন ইঞ্জিন অয়েল ঢালা উচিত। পুরোনো ও নতুন ইঞ্জিন অয়েল মেশালে বাইকের ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। অনেক সময় এ কারণেও কালো ধোঁয়া বের হয়।
৪.
ইনজেক্টর ঠিকভাবে কাজ না করলে বাইকের এগজস্ট থেকে সাদা ধোঁয়া বের হবে। আবার অনেক দিন ধরে ফুয়েল ইনজেকশন পরিষ্কার না করলে এর মধ্যে ময়লা জমে স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট করে দেয়। তখন সঠিকভাবে বাতাস ও ফুয়েল মিশ্রিত হয়ে কাজ করতে পারে না। ফলে সাইলেন্সারের ধোঁয়া বের হয়।
বাইকের এগজস্ট সিস্টেমের কাজ ইঞ্জিন থেকে বিষাক্ত বাতাস বের করে দেওয়া। এ থেকে দৃশ্যত কিছু বের হতে দেখলেই বুঝবেন, বাইকে কোনো না কোনো সমস্যা হচ্ছে। বুঝতে পারলে সমাধান করে নিন। না হলে সার্ভিস সেন্টারের সাহায্য নিন।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
১৯ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ দিন আগে